টুকরো খবর
জেলা বদল
প্রশাসনিক কাজে সুবিধায় দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সৈয়দপুর পঞ্চায়েতের ৪টি মৌজা ও ছঘরা পঞ্চায়েতকে পাকাপাকি ভাবে উত্তর দিনাজপুরের ইটাহার ব্লকে যুক্ত করার সিদ্ধান্ত নিল জেলা প্রশাসন। শুক্রবার উত্তর দিনাজপুরের কর্ণজোড়ায় এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন দুই দিনাজপুরের জেলাশাসক, মহকুমাশাসক-সহ আধিকারিকেরা। ১৯৯২ সালে পশ্চিম দিনাজপুর ভাগ হয়ে উত্তর এবং দক্ষিণ দিনাজপুর দুটি জেলা গঠিত হয়। জেলা ভাগের সময় হরিরামপুর থানার শিরসি গ্রাম পঞ্চায়েত দুভাগ হয়ে তৈরি ছঘড়া পঞ্চায়েত দক্ষিণ দিনাজপুরে অন্তর্ভুক্তি নিয়ে বিতর্ক হয়। একই ভাবে ইটাহার থানার কুরমানপুর, বিমলপাড়া, ভবানীপুর ও সৈয়দপুর পশ্চিম মৌজাকে দক্ষিণ দিনাজপুরের সৈয়দপুর পঞ্চায়েতের মধ্যে অন্তর্ভুক্তির সরকারি নির্দেশের বিরুদ্ধেও আপত্তি ওঠে। উত্তর দিনাজপুরের ইটাহার ব্লকের সঙ্গে অন্তর্ভুক্তির দাবিতে আন্দোলনের পাশাপাশি বাসিন্দারা মামলাও দায়ের করেন। ভোট বয়কট থেকে দক্ষিণ দিনাজপুরের প্রশাসনিক উন্নয়ন প্রকল্প থেকেও বাসিন্দারা মুখ ফিরিয়ে থাকেন। তাঁদের অভিযোগ, রাজনৈতিক দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে সৈয়দপুর থেকে ৩০ কিমি দূরে উত্তর দিনাজপুরের সদর রায়গঞ্জ ও লাগোয়া ইটাহার থানা থাকা সত্ত্বেও ১১০ কিমি দূরে দক্ষিণ দিনাজপুরের সদর বালুরঘাটের সঙ্গে জুড়ে দেওয়ায় প্রশাসনিক কাজে তাঁদের সমস্যার মুখে ফেলে দেওয়া হয়। সে দিক দিয়ে দেখলে নতুন সরকারের এই সিদ্ধান্তে নানা সমস্যার সমাধান হবে বলে রাজনৈতিক মহলের ধারণা। খুশি ওই এলাকার বাসিন্দারাও।

অস্বাভাবিক মৃত্যু যুবকের
এক সিপিএম কর্মীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল। শনিবার রাতে ঘটনাটি ঘটে দক্ষিণ দিনাজপুরে বালুরঘাট থানার পোল্লাপাড়ায়। রবিবার সকালে বাড়ি থেকে প্রায় এক কিমি দূরে রাজ্য সড়কের পাশে হয়ে পড়েছিল তাঁর দেহ। মৃতের নাম গৌতম মালি (৪৮)। তিনি সিপিএম শাখা কমিটির সদস্য ছিলেন। তাঁর বাড়ির তরফে খুনের অভিযোগ তোলা হয়েছে। আই সি শান্তনু কোঁয়ার বলেন, “মৃতের ভাই অরবিন্দ মালির অভিযোগে খুনের মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যৃর কারণ স্পষ্ট হবে।” কৃষিকাজ ছাড়াও এলাকার মাঝিয়ান কৃষি ফার্মে প্রশিক্ষকদের খাবার সরবরাহের কাজে যুক্ত ছিলেন গৌতমবাবু। পরিবারের একমাত্র রোজগেরে গৌতমবাবুর মৃত্যুতে পরিবারের লোকেরা দিশেহারা। কলেজ পড়ুয়া ছেলেমেয়েদের নিয়ে অথৈ জলে তাঁর স্ত্রী শর্মিলা দেবী।

সম্মেলনে হাতাহাতি
লোকাল কমিটিতে কারা থাকবেন, কে হবেন সম্পাদক তা নিয়ে বিবাদে সম্মেলনে সিপিএম নেতাদের একাংশ হাতাহাতিতে জড়িয়ে পড়েছেন বলে অভিযোগ। মালদহের সামসিতে ৩ নম্বর লোকাল কমিটির সম্পাদক নির্বাচনকে কেন্দ্র করে শনিবার রাতে ওই ঘটনাটি ঘটে। চেয়ার ছোঁড়াছুঁড়িও হয়। শেষ পর্যন্ত স্থগিত হয়ে যায় লোকাল কমিটির সম্পাদক নির্বাচন। স্থানীয় নেতৃত্বের মত গুরুত্ব না দিয়ে জেলা নেতৃত্ব তাদের পছন্দের প্রার্থী চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ ওঠে। যদিও দলের নেতারা বিষয়টি অস্বীকার করেছেন। জেলা সম্পাদক জীবন মৈত্র বলেন, “সম্পাদক পদে কাউকে চাপিয়ে দেওয়ার অভিযোগ ঠিক নয়। যারা এ সব কথা বলছে তারা দলের কেউ নয়।” তা হলে সভা ভণ্ডুল হল কেন? জেলা সম্পাদক বলেন, “ওই বিষয়ে যেখানে তা আলোচনা করার কথা সেখানে করব।” দলীয় সূত্রে জানা যায়, রাজ্য নেতৃত্বের নির্দেশ মেনে সর্বত্র লোকাল কমিটির সংখ্য কমানো হচ্ছে। রতুয়ায় ৩৪টি লোকাল কমিটি ভেঙে ১৩টি হচ্ছে। এই গোলমালের বিষয়ে জেলা সম্পাদকমন্ডলীর সদস্য প্রণব চৌধুরী এ দিন শুধু বলেছেন, “২৯ তারিখ ওই লোকাল কমিটির সম্পাদক নির্বাচন করা হবে।”

৯ পদে বহাল পুরনো মুখই
বিকল্প না মেলায় কোচবিহারের ৯টি লোকাল কমিটির সম্পাদক পদে পুরানোদেরই বহাল রাখল সিপিএম। কোচবিহার উত্তর ও দক্ষিণ, তুফানগঞ্জ, দিনহাটা, বক্সিরহাট জোনাল কমিটির অধীন ১৩টি লোকাল কমিটির সম্মেলনে ফের পুরনো নয় জন সম্পাদককে দায়িত্ব দেওয়া হয়েছে। গোপালপুর, হাড়িভাঙা, ঘোহারকুঠি, বালাভূত, চিলাখানা, ভেটাগুড়ি, সাহেবগঞ্জ, বড় শাকদল ও দিনহাটা শহর লোকাল কমিটির সম্পাদকেরা অপরিবর্তিত। সিপিএমের কোচবিহার জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য অনন্ত রায় বলেন, “লোকাল সম্পাদক হিসাবে সর্বক্ষণের কর্মী এমন কাউকে দায়িত্ব দেওয়ায় জোর দেওয়া হয়।”

স্বামীকে জখম করে পলাতক
বচসার সময়ে লাঠি দিয়ে স্বামীর মাথায় আঘাত পরে ছেলেমেয়ে নিয়ে পালিয়ে গিয়েছেন স্ত্রী। শনিবার ঘটনাটি ঘটেছে কোচবিহারের হলদিবাড়ির পশ্চিম কাশিয়াবাড়ি গ্রামে। এই ব্যাপারে স্ত্রীর বিরুদ্ধে হলদিবাড়ি থানায় অভিযোগ দায়ের করেছেন স্বামী নারায়ণ রায়। ওই মহিলা শম্পা দেবীর বাবা সুকুমার বাবুর অভিযোগ, বিয়ের পর থেকেই শ্বশুরবাড়িতে তাঁর মেয়ের উপরে অত্যাচার চলছে। তাঁর মেয়ের চরিত্র নিয়ে সন্দেহ প্রকাশ করে অত্যাচার করতেন শ্বশুরবাড়ির লোকেরা। ঘটনার দিনও স্বামী-স্ত্রীর মধ্যে গোলমালের সময়ে শম্পা দেবী লাঠি দিয়ে স্বামীর মাথায় মারেন বলে অভিযোগ। সুকুমারবাবু বলেন, “আমার মেয়ে স্বামীকে মারতে পারে না। এটা ভুয়ো অভিযোগ।” এলাকার পঞ্চায়েত সদস্য মহাদেব রায় ও আন্ধারু রায় বলেন, “ওই পরিবারে বহুদিন ধরে গোলমাল চলছে।”

মা-মেয়ের মৃত্যু
লরির ধাক্কায় মা ও মেয়ের মৃত্যু হল। ওই ঘটনায় জখম হন বাবা ও আরেক মেয়ে। রবিবার বিকেলে মানিকচক থানার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সামনে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, মৃতদের নাম, জুলি বিবি (২৭), পানবিরা (৩)। ঝাড়খন্ডের রাজমহল থেকে মুশের্দ আলি স্ত্রী ও দুই কন্যাকে নিয়ে মালদহের এনায়েতপুরে শ্বশুর বাড়ি এসেছিলেন। মোটর সাইকেলে স্ত্রী ও দুই কন্যাকে নিয়ে ফেরার জন্য মানিকচক ঘাটে লঞ্চ ধরতে যাচ্ছিলেন।

দেহ উদ্ধার
রবিবার সকালে গৌড়বঙ্গ স্টেশন থেকে এক যাত্রীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতের নাম, রাধিকা প্রসাদ (৪০)। তাঁর বাড়ি উত্তরপ্রদেশের মতিপুর এলাকায়।

ছাত্র যুব উৎসব
রাজগঞ্জ ব্লক ছাত্র-যুব উৎসব অনুষ্ঠিত হল। রবিবার শ্রীসঙ্ঘ ক্লাব মাঠে অনুষ্ঠান উদ্বোধন করেন বিধায়ক খগেশ্বর রায়। ছিলেন সমিতির সভাপতি সত্যেন্দ্রনাথ মণ্ডল, ভাওয়াইয়া শিল্পী আয়েষা সরকার, মনিরুল ইসলাম।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.