কোচবিহারকে হেরিটেজ শহর গড়ার দাবি গৌতমের
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
কোচবিহার শহরকে হেরিটেজ ঘোষণা করা হবে বলে জানালেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। শনিবার কোচবিহারে মন্ত্রী বলেন, “কোচবিহার শহরকে হেরিটেজ ঘোষণার ব্যাপারে কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠানো হবে। পর্যটকদের কাছে আকর্ষণ বাড়াতেই এই উদ্যোগ।” প্রশাসনিক সূত্রের খবর, রাজ্য সরকার কোচবিহারকে ঘিরে যে পরিকল্পনাগুলি নিয়েছে তার মধ্যে কোচবিহার রাজবাড়ি চত্বরে আন্তর্জাতিক মানের আলো-ধ্বনি পরিকাঠামো গড়ে তোলা। এ ছাড়া রাজ শহরের পুরানো ইতিহাস তুলে ধরা, রাজবাড়ির উদ্যান বন দফতরকে হস্তান্তর করে আকর্ষণীয় করা, ঐতিহ্যবাহী জেনকিন্স স্কুল এবং এবিএনশীল কলেজের পরিকাঠামো উন্নয়নের কাজ ইত্যাদি। এ দিন সকালে মাথাভাঙার ঘোকসাডাঙা কলেজের ভবন তৈরির শিলান্যাসও করেন তিনি। অনুষ্ঠানে এনবিএসটিসি’র চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, বিধায়ক বিনয়কৃষ্ণ বর্মন এবং অনিল অধিকারী উপস্থিত ছিলেন। পরে কোচবিহার সার্কিট হাউসে জেলাশাসক, বিধায়কদের নিয়ে কোচবিহার উন্নয়ন তহবিলের অনুদান খরচ নিয়ে বৈঠক করে তিনি। সেখানে জেলা ফরওয়ার্ড ব্লকের বিধায়কেরাও উপস্থিত ছিলেন। সেই সঙ্গে দিনহাটা-সিতাইয়ের যোগাযোগের সেতু তৈরির বিষয়ে পূর্ত দফতরের বাস্তুকারদের সঙ্গে কথাও বলেন গৌতমবাবু। |
মন্ত্রীর দাবি, এইমস হোক রায়গঞ্জে
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
এইমসের ধাঁচে হাসপাতাল রায়গঞ্জেই হোক, এটা যে তৃণমূলও চায় তা স্পষ্ট করে দিলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী তথা ইসলামপুরের বিধায়ক আবদুল করিম চৌধুরী। শনিবার শিলিগুড়ি মহকুমার পরিষদের হলঘরে বয়স্ক শিক্ষা নিয়ে সেমিনারে যোগ দিয়ে তিনি জানান, উত্তর দিনাজপুর তৃণমূলের প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে রায়গঞ্জে ওই হাসপাতাল করার ব্যাপারে প্রস্তাব দেবেন। রায়গঞ্জে জমি নিয়ে সমস্যা থাকলে তা ইসলামপুর, করণদিঘি বা জেলার অন্য কোথাও করে দেখার ব্যাপারে মুখ্যমন্ত্রীকে ভেবে দেখার আর্জি জানাবেন তাঁরা। পাশাপাশি এইমস নিয়ে কংগ্রেস সাংসদ দীপা দাশমুন্সির নেতৃত্বে যে আন্দোলন হচ্ছে তার সমালোচনা করে মন্ত্রী বলেন, “জোট সরকার ছ’মাস ক্ষমতায় এসেছে। এর মধ্যে কংগ্রেস যে আন্দোলন করছে তা বিভ্রান্তি ছড়াচ্ছে। এর বিরোধিতা করছি।” |
বেতন দিতে ভর্তুকি
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে সংস্থার কর্মীদের বকেয়া বেতন মেটাতে ভর্তুকি হিসাবে ৬ কোটিরও বেশি টাকা পাচ্ছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা। সংস্থা সূত্রে খবর, অক্টোবর মাসের বকেয়া বেতন মেটাতে শনিবার মুখ্যমন্ত্রীর উদ্যোগেই ওই আর্থিক অনুমোদন মিলেছে। এনবিএসটিসি’র চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “মুখ্যমন্ত্রীর উদ্যোগেই ওই টাকা পাওয়া গিয়েছে। কর্মীদের ৬০ শতাংশের বেতন বাবদ ভর্তুকি হিসাবে ৬ কোটি টাকারও বেশি অনুমোদন হয়েছে।” সংস্থার কর্মীদের বেতন বাবদ গড়ে খরচ হয় প্রায় ৮ কোটি টাকা বলে এনবিএসটিসি সূত্রে জানা গিয়েছে। |
থমকে রফতানি
নিজস্ব সংবাদদাতা • মালদহ |
শুল্ক দফতরের নির্দেশ নিয়ে বিরোধের জেরে বন্ধ হয়ে গেল মালদহের মহদিপুর সীমান্ত চেকপোস্ট। ফলে ওই পথে বাংলাদেশের সঙ্গে পণ্য রফতানি স্তব্ধ। শুল্ক দফতর সম্প্রতি নির্দেশ জারি করে, বাংলাদেশে যে সব ট্রাক পণ্য নিয়ে যাচ্ছে তার ওজন সংক্রান্ত কাগজে রফতানিকারকের সই থাকতে হবে। শনিবার থেকে এই নিয়ম চালুর কথা ঘোষণা করেন শুল্ক দফতরের আধিকারিকেরা। তারপরেই পণ্য রফতানি বন্ধ করে দেওয়ায় মহদিপুর সীমান্তে তিনশোর বেশি ট্রাক দাঁড়িয়ে পড়েছে। |
গঙ্গারামপুরে মুখ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
বালুরঘাট নয়, আগামী ২ ডিসেম্বর দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুনিয়াদপুরে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন তিনি। কারামন্ত্রী শংকর চক্রবর্তীর দাবি, মুখ্যমন্ত্রীর সফর ঘিরে উচ্ছ্বাস ছড়িয়েছে জেলায়। |
নাবালিকা উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • হলদিবাড়ি |
দিল্লি থেকে উদ্ধার হওয়া এক বালিকাকে হলদিবাড়িতে তার বাড়িতে পৌঁছে দিল পুলিশ। অরবিন্দনগরের ওই বালিকা নাগরাকাটার লুকসান বাজারে এক বাড়িতে কাজ করত। ২০১০-এর ১৫ অগস্ট সেখান থেকে সে নিখোঁজ হয়ে যায়। |
বিধানসভা নির্বাচনে রায়গঞ্জ কেন্দ্রের সোসালিস্ট পার্টির প্রার্থী কিরণময় নন্দের পরাজয় নিয়ে তোলপাড় হবে সিপিএমের রায়গঞ্জ লোকাল কমিটির সম্মেলনে। বিধানসভা নির্বাচনের পর থেকেই এই কেন্দ্রে সোসালিস্ট পার্টির হার নিয়ে সিপিএমের অন্দরে আলোচনা চলছে। |