টুকরো খবর
বিজেপি-সিপিএম সংঘর্ষ সন্দেশখালিতে
একটি জমির দখলকে কেন্দ্র করে শুক্রবার সন্দেশখালি-২ ব্লকের দাউদপুর-হাটখোলা এলাকায় বিজেপি ও সিপিএম সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। জখম হন অন্তত ৬ জন। ঘটনায় জড়িত অভিযোগে শিবশঙ্কর মণ্ডল নামে স্থানীয় এক বিজেপি নেতাকে রাতে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই জমির দখল নিয়ে এক বিজেপি সমর্থক এবং এক সিপিএম সমর্থকের মধ্যে বিবাদ চলছে দীর্ঘদিন ধরে। অভিযোগ, শুক্রবার সকালে ওই বিজেপি সমর্থক দলবল নিয়ে জমিটি ঘিরতে যান। বাধা দেন সিপিএম সমর্থকেরা। এর পরেই দু’পক্ষের সংঘর্ষ বাধে। ঘটনাস্থলে পুলিশ যায়। গুরুতর জখম অবস্থায় শশাঙ্ক মাহাতো এবং নবকুমার মাহাতো নামে দুই সিপিএম সমর্থককে খুলনা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দু’পক্ষই পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ দায়ের করেছে। বিজেপির দাবি, পুলিশ মিথ্যা অভিযোগে তাদের ওই নেতাকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, নির্দিষ্ট অভিযোগেই শিবশঙ্করকে ধরা হয়েছে। বাকি অভিযুক্তদেরও শীঘ্রই গ্রেফতার করা হবে।

আর্থিক দুর্নীতির অভিযোগ, ধৃত
একশো দিনের কাজ প্রকল্পে দুর্নীতির অভিযোগে হিঙ্গলগঞ্জের যোগেশগঞ্জ পঞ্চায়েতের গ্রাম রোজগার সেবককে গ্রেফতার করল পুলিশ। তরুণ দাস নামে ওই ব্যক্তিকে বৃহস্পতিবার সাসপেন্ড করেন বিডিও ইন্দ্রকুমার নস্কর। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য হেমনগর উপকূলবর্তী থানায় অভিযোগও দায়ের করেন বিডিও। সেই অভিযোগের ভিত্তিতে শনিবার যোগেশগঞ্জের বাসিন্দা তরুণবাবুকে তাঁর বাড়ি থেকেই গ্রেফতার করা হয়। ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ১০০ দিনের প্রকল্পে পুকুর না কেটে টাকা তুলে নেওয়ার অভিযোগ আসায় তদন্ত শুরু হয়েছিল। তদন্তে অভিযোগ প্রমাণিত হয় এবং সেই কাজে তরুণবাবু জড়িত প্রমাণ মেলে বলে ব্লক প্রশাসনের দাবি। এ ছাড়াও, ওই পঞ্চায়েত আরও কিছু আর্থিক অনিয়মের অভিযোগ মেলায় তদন্ত শুরু হয়েছে বলে ব্লক প্রশাসন জানিয়েছে।

পুলিশি হেফাজতে চার মোটরবাইক চোর
ঝকঝকে মোটরবাইক। ‘বৈধ’ কাগজপত্রসমেত বিক্রি হচ্ছে অবিশ্বাস্য কম দামে। এই খবরের সূত্র ধরেই চার মোটরবাইক চোরকে গ্রেফতার করল বাগুইহাটি থানার পুলিশ। উদ্ধার করা হয়েছে ৬টি মোটরবাইক-সহ প্রচুর জাল নথিও। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম মিজানুর রহমান, জাফর মণ্ডল, সইফুল ইসলাম এবং রুকু হোসেন। শনিবার চিনার পার্ক থেকে এদের পাকড়াও করা হয়। ধৃতেরা উত্তর ২৪ পরগনার দেগঙ্গার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, কয়েক মাস যাবৎ দমদম, নিউটাউনের মতো এলাকা থেকে একের পর এক মোটরবাইক চুরি হচ্ছিল। প্রথম দিকে সে বিষয়ে কোনও তথ্য মিলছিল না। পরে পুলিশ জানতে পারে, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন প্রত্যন্ত এলাকায় কাগজপত্রসমেত মোটরবাইক বিক্রি করছে কয়েক জন যুবক।

ছাত্রীকে ছুরি, পলাতক যুবক
প্রেমের প্রস্তাবে সায় না দেওয়ায় দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে ছুরি মেরে জখম করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার কাঁকিনাড়ায়। গুরুতর আহত অবস্থায় ওই তরুণীকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, অভিযুক্ত যুবকের নাম মহম্মদ সেলিম ওরফে ছোট্টু। বাড়ি কাঁকিনাড়ার দু’নম্বর গলিতে। ঘটনার পর থেকেই সে পলাতক। স্থানীয় মানুষের অভিযোগ, কিছু দিন আগেই সন্ধ্যায় শিক্ষকের কাছে পড়ে বাড়ি ফেরার পথে এক তরুণীর শ্লীলতাহানির চেষ্টা হয়। বাধা দিতে গেলে তাঁকেও ছুরি দিয়ে আঘাত করা হয়। পর পর এই ধরনের ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসীরা। তরুণীর দিদি বলেন, “বোনের কাছ থেকে জেনেছি গত দু’সপ্তাহ ধরে ছেলেটি ওকে উত্ত্যক্ত করছিল। ওর প্রস্তাবে সায় না দেওয়ায় বোনকে শাসাত। এমনকী বাবাকেও মেরে ফেলার ভয় দেখাত। বোন ভয়ে কাউকে সে কথা জানায়নি।”

ভদ্রকের পথে দুর্ঘটনায় মৃত বিদেশি
কলকাতা থেকে গাড়িতে ওড়িশার ভদ্রকে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু হল জার্কাতার এক বাসিন্দার। আহত হয়েছেন ৪ জন। শনিবার বিকালে দুর্ঘটনাটি ঘটে বাগনানের আষাঢ়িয়া এলাকায় মুম্বই রোডে। পুলিশ জানায়, মৃতের নাম হেনড্রিকাস আর্নান্দো (৪৩)। তিনি ইন্দোনেশিয়ার একটি নির্মাণ সংস্থার বড় কর্তা ছিলেন।

গুলিবিদ্ধ ব্যবসায়ী
দোকান বন্ধ করার সময়ে খরিদ্দার সেজে দোকানে ঢুকে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে লুঠপাট চালাল দুষ্কৃতীরা। উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া থানার পান্তিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে শনিবার সন্ধ্যায়। জখম ব্যবসায়ী, মানিক কর্মকারকে প্রথমে স্থানীয় একটি নার্সিংহোমে এবং পরে কলকাতার আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.