|
|
|
|
টুকরো খবর |
ধান কাটা নিয়ে সংঘর্ষ সিপিএম-তৃণমূলে
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
ধানকাটা নিয়ে শনিবার দুপুরে সিপিএম ও তৃণমূলের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে ঝাড়গ্রামের খালশিউলি এলাকা। তির ও টাঙির ঘায়ে জখম হয়েছেন ৩ মহিলা-সহ ৯ জন। গুরুতর জখম এক তৃণমূল সমর্থককে চিকিৎসার জন্য কলকাতায় পাঠানো হয়েছে। বাকিরা মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় তৃণমূল নেতা রবীন্দ্রনাথ মাহাতোর দাবি, “আমাদের সমর্থকদের চাষ করা ধান সিপিএমের লোকেরা জোর করে কাটছিল। বাধা দেওয়ায় সিপিএমের দুষ্কৃতীরা হামলা চালায়। ১ মহিলা-সহ আমাদের ৬ সমর্থক গুরুতর জখম হন।” সিপিএমের পাল্টা দাবি, ১৯৮২ সাল থেকে জমিতে স্থানীয় সিপিএম সমর্থক আদিবাসীরাই চাষ করছেন। তৃণমূলের লোকজন জোর করে ধান কাটতে এসে গোলমাল বাধিয়েছে। সিপিএমের দাবি, দলের দুই মহিলা সমর্থক-সহ ৩ জন আহত হয়েছেন। ‘পরিবর্তিত পরিস্থিতি’তে তৃণমূলের লোকজন জোর করে সংশ্লিষ্ট জমির ধান কেটে নিতে পারেএই আশঙ্কা প্রকাশ করে গত ৮ নভেম্বরই পুলিশ ও প্রশাসনিক মহলে চিঠি দিয়েছিলেন সিপিএম সমর্থক-চাষিরা। পুলিশ জানিয়েছে, শনিবারের ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রশাসনিক মহলের বক্তব্য, যে জমি ঘিরে এ দিনের গোলমাল, সেই জমিটি ‘বিতর্কিত’।
|
বিনপুরের খালে পুরুষের মুণ্ডহীন দেহ
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
মাওবাদীদের ডাকা বন্ধের মধ্যেই শনিবার দুপুরে বিনপুরের এড়গোদার কাছে রাজপাড়া খালে মুণ্ডহীন, মাঝবয়সী এক পুরুষের দেহ ভেসে ওঠায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় মানুষ স্নান করতে এসে দেহটি দেখতে পান। খবর যায় বিনপুর থানায়। জায়গাটি বুড়িশোলের যে জঙ্গলে কিষেণজি নিহত হন, তার থেকে জঙ্গলপথে মাত্র কিলোমিটার চারেক দূরে হওয়ায় কৌতূহল বাড়ে। পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে আনে। তবে অজ্ঞাতপরিচয় এই দেহ উদ্ধারের সঙ্গে বুড়িশোলের ঘটনার যোগ রয়েছে কি না, সে নিয়ে কিছু বলেননি পুলিশ-কর্তারা। |
|
|
|
|
|