টুকরো খবর
সঙ্কট কাটাতে মনমোহনের হস্তক্ষেপ দাবি বিমানশিল্পের
আর্থিক সঙ্কট থেকে উদ্ধার পেতে প্রধানমন্ত্রী মনমোহন সিংহের হস্তক্ষেপ চাইল বেসরকারি বিমান সংস্থাগুলি। শনিবার বিভিন্ন সংস্থার কর্তাদের সঙ্গে এক ঘণ্টার বৈঠকে প্রধানমন্ত্রী তাদের ‘ন্যায্য দাবি-দাওয়া’ মেটানোর ব্যাপারে আশ্বাস দিয়েছেন বলে ইঙ্গিত। বেসরকারি বিমান সংস্থাগুলির কর্তাদের মধ্যে অবশ্য এ দিন হাজির ছিলেন না কিংফিশার এয়ারলাইন্সের কর্তা বিজয় ম্যল্য। ছিলেন না বিমানমন্ত্রী ভায়লার রবিও। বিভিন্ন সংস্থার তরফে এ দিন যে সমস্ত দাবি জানানো হয়েছে, তার মধ্যে রয়েছে: • জ্বালানির দামের উপর শুল্ক হ্রাস • বিমানবন্দরের খরচ কমানো • বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তির ভিত্তিতে আন্তর্জাতিক উড়ান চালানো ইত্যাদি এ দিনের বৈঠকে যোগ দেন জেট এয়ারওয়েজের চেয়ারম্যান নরেশ গয়াল, ইন্ডিগো-র প্রতিষ্ঠাতা রাহুল ভাটিয়া ও সিইও আদিত্য ঘোষ, স্পাইসজেটের সিইও নিল মিল্স, কিংফিশারের সিইও সঞ্জয় অগ্রবাল এবং গো এয়ারের কর্ণধার জে ওয়াদিয়া। দিল্লি ও হায়দরাবাদ বিমানবন্দর পরিচালনার দায়িত্বে থাকা জিএমআর সংস্থার প্রতিনিধিও হাজির ছিলেন বৈঠকে।

হস্ত-তাঁতের প্রসারে প্রতিষ্ঠান শান্তিপুরে
রাজ্যে হস্ত-তাঁতের প্রসারে শান্তিপুরে ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ হ্যান্ডলুম টেকনোলজি (আইআইএইচটি) তৈরি হবে। শনিবার ইন্দো-আমেরিকান চেম্বারের এক সভার পরে রাজ্যের ছোট ও মাঝারি শিল্পমন্ত্রী মানস ভুঁইয়া জানান, এর আগে প্রতিষ্ঠানটি গড়ার জন্য রাজ্যের কাছে প্রস্তাব দিয়েছিল কেন্দ্র। কিন্তু তৎকালীন বাম সরকার এ নিয়ে আগ্রহ না-দেখানোয় বিষয়টি আর এগোয়নি। নতুন সরকার ক্ষমতায় আসার পর ফের এ নিয়ে কেন্দ্রের দ্বারস্থ হয় রাজ্য। মানসবাবু জানান, এই প্রতিষ্ঠানটি উৎকর্ষ কেন্দ্র হিসেবে গড়ে উঠবে। প্রসঙ্গত, হস্তচালিত তাঁতশিল্পীদের প্রশিক্ষণ-সহ এই শিল্পের প্রসারে গবেষণার লক্ষ্যে ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্তে ছ’টি আইআইএইচটি তৈরি হয়েছে। মানসবাবুর দাবি, পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠানটি তৈরি হলে প্রায় ৭.৫ লক্ষ হস্তচালিত তাঁতশিল্পী উপকৃত হবেন।

রাজ্যে পেঁয়াজের হিমঘর গড়তে চায় চেক সংস্থা
রাজ্যে পেঁয়াজ রাখার উপযোগী হিমঘর গড়তে চায় চেক সংস্থা রিডার অ্যান্ড ফেজ ইন্টারন্যাশনাল। বিষয়টি নিয়ে মহাকরণে কৃষি বিপণন মন্ত্রী অরূপ রায়ের সঙ্গে সম্প্রতি দেখা করেন সংস্থার এমডি-সহ চার জনের প্রতিনিধিদল। প্রসঙ্গত, রাজ্যে এ ধরনের কোনও হিমঘর না-থাকায় প্রতি বছর উৎপাদিত পেঁয়াজের প্রায় ৪০ শতাংশ নষ্ট হয়। মন্ত্রীর ইঙ্গিত, “পশ্চিমবঙ্গে প্রথম হিমঘরটি তৈরি হবে চাঁপাডাঙ্গায়। সেখানে ইতিমধ্যেই কৃষি বিপণন দফতরের একটি বহুমুখী প্রকল্প রয়েছে। তার পাশে সরকারি জমিতেই এই হিমঘর গড়ে উঠবে।” রাজ্য ও এই চেক সংস্থার যৌথ উদ্যোগে সমীক্ষার পরেই আর কোথায় এ ধরনের হিমঘর গড়া যায়, সেই সিদ্ধান্ত চূড়ান্ত হবে বলেও অরূপবাবুর দাবি। প্রসঙ্গত, সংস্থাটির নিজের দেশে তিনটি এবং অন্যান্য দেশে আরও দু’টি এ ধরনের পেঁয়াজ রাখার হিমঘর তৈরির অভিজ্ঞতা রয়েছে।

অলঙ্কারে ছাড়
বিয়ের মরসুমে গড়িয়াহাট ও বৌবাজারের বিপণিতে ‘বিবাহ উৎসব’ শুরু করছে ডি কে বসাক জুয়েলার্স। এখানে মিলবে আধুনিক অলঙ্কার। সোনা ও হিরের গয়নার মজুরিতে যথাক্রমে ২০% ও ৩০% ছাড়ও পাওয়া যাবে। চলবে আগামী মঙ্গলবার থেকে ১০ দিন।

ব্যবসা বন্ধের ডাক ১ ডিসেম্বর
খুচরো ব্যবসায় বিদেশি লগ্নি নিয়ে দেশ জুড়ে ব্যবসা বন্ধ ডেকেছে কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স এবং ভারত উদ্যোগ ব্যাপার মণ্ডল। ১০ হাজারেরও বেশি সংগঠনের এতে সামিল হওয়ার কথা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.