দলাই লামার গতিবিধি নিয়ে ফের মতবিরোধ দেখা দিয়েছে ভারত ও চিনের। ফলে আপাতত বাতিল হল সীমান্ত সমস্যা নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা। সরকারি সূত্রে এ কথা জানা গিয়েছে।
তিব্বতি ধর্মগুরু ও নেতা দলাই লামাকে নিয়ে ভারত ও চিনের বিরোধ নতুন নয়। বহু বারই ভারতে দলাই লামার গতিবিধি নিয়ে আপত্তি জানিয়েছে বেজিং। রবিবার থেকে দিল্লিতে শুরু হচ্ছে বিশ্ব বৌদ্ধ সম্মেলন। ওই সম্মেলনেই বক্তৃতা দেওয়ার কথা তিব্বতি ধর্মগুরুর। সরকারি সূত্রে জানা গিয়েছে, প্রথমে দলাইয়ের বক্তৃতা বাতিল করতে চাপ দিয়েছিল চিন সরকার। তাতে কাজ না হওয়ায় পুরো সম্মেলনই বাতিল করতে বলেছিল তারা। নয়াদিল্লির তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, ভারত গণতান্ত্রিক দেশ। বাক্-স্বাধীনতার উপরে এ দেশে কোনও বাধানিষেধ নেই। তাই চিনের দাবি মানা সম্ভব নয়।
ভারতের এই অবস্থানের প্রভাব পড়েছে সীমান্ত সমস্যা নিয়ে দু’দেশের বৈঠকের উপরে। সোমবার সীমান্ত সমস্যা নিয়ে নয়াদিল্লিতে বৈঠকে বসার কথা ছিল ভারত ও চিনের বিশেষ প্রতিনিধি শিবশঙ্কর মেনন ও ডাই বিনগুয়োর। কিন্তু বেজিং জানায়, দলাই লামার বক্তৃতার সময়ে ওই আলোচনা সম্ভব নয়। এর পরে আলোচনার নতুন দিন স্থির করতে বেজিংকে অনুরোধ করেছে ভারত।
সীমান্ত আলোচনা বাতিলের কারণ নিয়ে অবশ্য সরকারি ভাবে মুখ খুলতে রাজি নয় কোনও পক্ষই। ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, “আশা করি, অদূর ভবিষ্যতেই বিশেষ প্রতিনিধিরা আলোচনায় বসবেন।” |