|
|
|
|
জেলা পুলিশে রদবদল পশ্চিমে |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
পশ্চিম মেদিনীপুর জেলার কয়েকটি থানার আইসি এবং ওসি পদে রদবদল হল। পুলিশ সূত্রের খবর, এটা রুটিন বদলি।
ঘাটাল থানার ওসি তুলসীদাস ভট্টাচার্যের পদোন্নতি হয়েছে। আইসি হয়ে তিনি যোগ দিচ্ছেন কেশিয়াড়িতে। একই ভাবে আনন্দপুরের ওসি সাবির হোসেন শালবনি থানার আইসি হচ্ছেন। ইতিমধ্যেই এই সংক্রান্ত নির্দেশ জারি হয়েছে। কেশিয়াড়ি থানার ওসি উত্তম দেবনাথ আনন্দপুরের ওসি হচ্ছেন। অন্য দিকে, শালবনি থানার ওসি বিশ্বজিৎ সাহা খড়্গপুর লোকাল থানায় বদলি হয়েছেন। শীঘ্রই তিনি লোকাল থানার ওসি’র দায়িত্বভার বুঝে নেবেন। খড়্গপুর টাউন থানার আইসি পদেও বদল হয়েছে। নতুন আইসি হয়েছেন স্বপন দত্ত। স্বপনবাবু আগে খড়্গপুরের সিআই ছিলেন। তাঁর জায়গায় সিআই হয়েছেন অরুনাভ দাস। পুলিশের এই রদবদলের ফলে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে বলেই মনে বিভিন্ন মহল।
খড়্গপুর লোকার থানার ওসি পদ প্রায় দেড় মাস ধরে শূন্য ছিল। রাজ্যে পালাবদলের পর আরও কয়েকটি থানার পাশাপাশি এই থানার ওসি পদেও বদল হয়। শৈলেন বিশ্বাস গড়বেতায় বদলি হন। তাঁর জায়গায় লোকাল থানার ওসি হন সুশান্ত রাজবংশী। এর আগে তিনি চন্দ্রকোনা থানায় ছিলেন। কিন্তু, এখানে ওসি হিসেবে যোগ দেওয়ার দেড় মাসের মধ্যেই তাঁকে জলপাইগুড়িতে বদলি করে দেওয়া হয়। যে সিদ্ধান্তকে কেন্দ্র করে পুলিশ- মহলে শোলগোলও পড়ে। দেখা দেয় নানা জল্পনা। পুলিশেরই এক সূত্রের দাবি, খড়্গপুর লোকাল থানায় কারও পোস্টিং হলে তাকে ‘প্রাইজ পোস্টিং’ই বলা হয়। সুশান্তবাবুর বদলিকেও সেই সময় অনেকে ‘প্রাইজ পোস্টিং’ বলে ব্যাখ্যা করেছিলেন। চন্দ্রকোনা থানায় থাকার সময়, বিশেষত লোকসভা ভোটের পর থেকে সিপিএমের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেছিলেন সুশান্তবাবু। তাতে পুরসভা ও পরবর্তীকালে বিধানসভা ভোটে তৃণমূলের বেশ কিছুটা সুবিধাই হয়। পুলিশের ওই সূত্রের দাবি, পালাবদলের পর তৃণমূলের এক প্রভাবশালী নেতার নির্দেশেই তাঁর এই ‘প্রাইজ পোস্টিং’। যদিও এরপর কঙ্কাল-কাণ্ড শুরু হতেই অবস্থা পাল্টে যায়। জেলার বিভিন্ন এলাকা, বিশেষত গড়বেতা-কেশপুর থেকে একের পর এক কঙ্কাল উদ্ধার হয়। এই দু’টি থানাতেও বিভিন্ন সময় কাজ করেছেন সুশান্তবাবু। ওই সূত্রের ধারণা, সম্ভবত এই কারনেই তাঁকে জলপাইগুড়ির মতো জেলায় বদলি করা হয়। শুধু খড়্গপুর লোকাল থানা নয়, গোয়ালতোড় থানার আইসি পদও এক মাসের বেশি সময় ধরে শূন্য রয়েছে। এরফলে নানা সমস্যাও হয়। তবে, এ বার এই শূন্যপদ পূরণ হতে চলেছে। পুলিশ সূত্রে খবর, গোয়ালতোড় থানার আইসি হচ্ছেন হিরণ্ময় হোড়। হিরণ্ময়বাবু আগে সবংয়ের ওসি ছিলেন। পরে ডিআইবিতে বদলি হন। চলতি সপ্তাহে গোয়ালতোড়ে গিয়ে তিনি দায়িত্বভার বুঝে নেবেন। ওই সূত্রের খবর, জঙ্গলমহল এলাকায় নতুন করে মাওবাদী-প্রভাব বাড়তে শুরু করেছে। এই পরিস্থিতিতে কেউই গোয়ালতোড় থানার আইসি হচ্ছে রাজি হচ্ছিলেন না। |
|
|
|
|
|