একমাত্র জিজ্ঞাসা, সেঞ্চুরির মৌনব্রত রাজঘাটের কাছেই ভাঙবে কিনা
রাজঘাট! বেলা বারোটা। মহাত্মা গাঁধীর সমাধিস্থল আর যেখানে ‘হে রাম’ লেখাটা মার্বেল পাথরে খোদাই করা, তাকে ঘিরে এমন অপ্রত্যাশিত ভিড় যে মনে হবে নভেম্বরের দিল্লির যাবতীয় ট্যুরিস্ট এখানেই জড়ো হয়ে গিয়েছে। কোন অজ্ঞাত আকর্ষণে সেটা কেবল বার করা যাচ্ছে না। বার করা সহজ হয়ে পড়বে খুব দ্রুত। কারণ রাজঘাটের যে ভিআইপি গেটটা অর্ধেক সময় বন্ধ থাকে তার বাইরে সব ওবি ভ্যান। ভেতরে টিভি ক্যামেরার ঢল। মধ্যবয়স্কা যে মহিলা গেটের বাঁ দিকে ফুল বিক্রি করেন, তাঁর স্টক খালাস হওয়ার মুখে। আসলে কিছুই না। এখুনি গাঁধীর স্মৃতিবিজড়িত ভূমিতে মৌনব্রত ভেঙেছেন অণ্ণা হাজারে। জাতীয় মিডিয়া তাঁকে ঘিরে হুমড়ি খেয়ে পড়া। অণ্ণাকে ঘিরে পাশাপাশি বসা কিরণ বেদি-সহ বাকিরা। টিম অণ্ণা।
ফিরোজ শাহ কোটলা। দুপুর দু’টো। এক কিলোমিটারেরও কম দূরত্ব রাজঘাট থেকে। অথচ মৃতবৎ পড়ে রয়েছে। ওয়েস্ট ইন্ডিজের প্র্যাক্টিস শেষ হয়ে গিয়েছে কিছু আগে। তার পর জীবনের যে স্পন্দন দুটোয় আবির্ভূত হওয়ার কথা সেটা নিপাত্তা। সময় গড়িয়ে তিনটে বাজতে চলল, খাঁ খাঁ করছে নেট। কেউ জানে না কী হতে চলেছে? আদৌ তেনারা আসবেন কি না? উপস্থিত মিডিয়া ক্রমেই বিস্মিত হয়ে পড়ছে, ইংল্যান্ডে ০-৪ ভরাডুবির পর প্রথম টেস্ট ম্যাচ। তার আগের আগের দিন কারও দেখা নেই।
প্র্যাক্টিসে খোশমেজাজে।
দিল্লিতে সচিন। ছবি: শঙ্কর নাগ দাস
কোটলায় দাঁড়িয়ে তখন বাস্তবিক মনে হচ্ছে টিম অণ্ণা যদি রাজধানীতে আজ তৎপরতার প্রতীক হয়, টিম ধোনি তা হলে নিষ্ক্রিয়তার! দিল্লি ক্রিকেট সংস্থার পরিচিত মুখ জানিয়েও গেলেন, আসছে না ইন্ডিয়া। প্র্যাক্টিস একেবারে কাল হবে। দ্রুত ফ্রেশ খবর এল, আসতেও পারে।
টিম ধোনি ঢুকে পড়ল কিছু পরে রটনাকে সত্যি প্রমাণ করে। তা বলে টেস্টের আগের আগের দিন এত ঢিলেঢালা? গ্যারি কার্স্টেনের মতো নিয়মনিষ্ঠ পরিচালক নেই বলে? জানা গেল বিলম্বের কারণ টিম ধোনি নয়। টিম ধোনির হোটেল বিভ্রাট। ধৌলাকুঁয়ার তাজ প্যালেস হোটেলে ওঠার কথা ছিল টিমের। ভারতের সর্বত্র তাজ গোষ্ঠীর হোটেলের সঙ্গেই ভারতীয় বোর্ডের চুক্তি। অথচ বোর্ড নাকি এত দেরি করে ঘর বুক করেছে যে ভরা মরসুমে হোটেল কর্তৃপক্ষ অ্যাতো ঘর দিতে পারেননি। তাজের বুকিং ছেড়ে তখন টিমকে নিয়ে যাওয়া হয় পাশের মৌর্য শেরাটন হোটেলে। তাই বিলম্ব। বোর্ডের হয়ে যিনি হোটেল বুকিং জাতীয় ব্যাপারগুলো দেখাশুনো করেন সেই সুরু নায়েক মুম্বই থেকে ফোনে বললেন, “তাজ বলল মাত্র ২০/২৫-টা রুম দিতে পারবে। অত কমসংখ্যক ঘরে আমাদের চলত না। তাই সরালাম।” সুরু নায়েক যতই হালকা করে দিন, টেস্ট ম্যাচের প্রাক্কালে এমন ঘটনা কেউ মনেই করতে পারছেন না যে দেশের মাঠে ইন্ডিয়া টিম হোটেল চেয়ে প্রত্যাখ্যাত হচ্ছে। সুরু নায়েক দাবি করলেন মৌর্য শেরাটনও চুক্তিবদ্ধ হোটেল। তাই সরিয়ে নেওয়া হল। এই ব্যাখ্যাটাও অদ্ভুত। শেরাটন হল আইটিসি গোষ্ঠীর হোটেল। যারা হোটেল ব্যবসায় তাজের প্রবল প্রতিদ্বন্দ্বী। কী করে প্রতিদ্বন্দ্বী দুই হোটেল গোষ্ঠীর সঙ্গেই বোর্ডের এক সময়ে চুক্তি থাকতে পারে!
যাক গে। সচিন তেন্ডুলকর কোটলা নেটে পা দেওয়ার পর বোঝা গেল হোটেল বিভ্রাট-টিভ্রাট জাতীয় ছুটকো ব্যাপার সবার মাথা থেকে বেরিয়ে গিয়েছে। একটাই ধাঁধা। শততম সেঞ্চুরিটা কোটলাতেই হচ্ছে কি না? সচিন মাঠে পা দেওয়া থেকে শুরু করে নেটে তিন দফা ব্যাট করলেন। সাধারণত করেন না। চোট সারিয়ে চার মাস অবসরের পর ফিরছেন বলেই হয়তো বারবার অনুশীলন করলেন চিরাচরিত নকিং ছেড়ে। আর প্রতি মুহূর্তে তাঁর পিছনে ফোটোগ্রাফার, টিভি ক্যামেরা আর মোবাইল ফোন নিয়ে সাংবাদিক বা কর্তব্যরত পুলিশ। বোঝাই যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ নয়। টিম ধোনি নয়। টিম অণ্ণাও তত নয়। সিরিজের একমাত্র জাতীয় জিজ্ঞাসা সচিনের শততম সেঞ্চুরিটা কবে হচ্ছে? শুধু শুক্রবারের কোটলাতেই তাঁর যা ছবি উঠল, একটা ডকুমেন্টারি তা থেকেই বানিয়ে ফেলা সম্ভব।
এই সামান্য জনসংখ্যাবিশিষ্ট কোটলার সচিন-মনোযোগ দেখে মনে পড়ে গেল সেই এসএমএস জোকটা। পেট্রল ৭১। সচিন ৯৯। কে আগে সেঞ্চুরিতে পৌঁছবে। বিষ্যুদবার এক ধাক্কায় পেট্রল বেড়ে গিয়েছে ১ টাকা ৮০ পয়সা। মুম্বইতে দাঁড়িয়েছে লিটার-পিছু ৭৩.৫৭ টাকা। সচিনের ঘাড়ে না আর কিছু দিন বাদে নিঃশ্বাস ফেলে এমন আশঙ্কা ক্রিকেট মিডিয়াকুলে।
একমাত্র আশার ফুলকি যে সচিনকে খুব রিল্যাক্সড দেখাচ্ছে। সেঞ্চুরির মৌনব্রত সিরিজে ভাঙতেই পারে। তা রাজঘাট থেকে এক কিলোমিটার দূরেই হোক। বা অন্য কোথাও।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.