টুকরো খবর
সাজা শোনাতে ধর্ষিতার জবানবন্দি যথেষ্ট: কোর্ট
ধর্ষণের মামলায় কোনও ব্যক্তিকে শাস্তি দেওয়ার ক্ষেত্রে ধর্ষিতার জবানবন্দিই যথেষ্ট। অভিযোগকারী মহিলার জবানবন্দিকে কোনও ভাবেই সন্দেহের চোখে দেখা যাবে না। বাইশ বছর আগের একটি মামলার রায় দিতে গিয়ে আজ এ কথা জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত। মহম্মদ ইমরান খান ও জামাল আহমেদ নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিল। এই দু’জনকেই এক নাবালিকার ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত করেছিল সর্বোচ্চ আদালত। কিন্তু ইমরান ও জামালের বক্তব্য ছিল, ধর্ষিতা মেয়েটি তাদেরই এক জনের সঙ্গে পালিয়ে গিয়েছিল। উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তাদের ফাঁসিয়ে নিজের মুখরক্ষা করতেই সে এই জবানবন্দি দিয়েছে। তাই শুধু মাত্র মেয়েটির জবানবন্দির উপর ভিত্তি করে আদালত যেন কোনও রায় না দেয়। কিন্তু বিচারপতি পি সদাশিবম ও বিচারপতি বি এস চৌহানের বেঞ্চ ওই আবেদন খারিজ করে দিয়েছে। সেই সঙ্গে স্পষ্ট ভাবে জানিয়েছে, ভারতীয় দণ্ডবিধিতে ধর্ষিতার জবানবন্দিকে অগ্রাহ্য করার অবকাশ নেই। অন্য কোনও প্রমাণ না থাকলে, তাঁর অভিযোগের ভিত্তিতেই দোষীকে সাজা দেওয়া আইনত বৈধ।

পুলিশের গুলিতে কৃষক হত্যার নিন্দা পরেশপন্থীদের
পাটচাষি হত্যার ঘটনার নিন্দা করে গগৈ সরকারের বিরুদ্ধে সরব হল আলফা। গত কাল দরং জেলার দলগাঁও-বেচিমারি এলাকায়, পাটচাষিদের উপরে পুলিশ গুলি চালানোয় ৪ জন চাষি মারা গিয়েছেন। আজ এক বিবৃতি পাঠিয়ে পরেশপন্থী আলফার প্রচার সচিব অরুণোদয় দহোটিয়া জানান, “তরুণ গগৈয়ের নিয়ন্ত্রণাধীন পুলিশ বাহিনীর এই নির্মম ও পাশবিক আচরণ অসমীয় ভাবধারা ও আদর্শের পরিপন্থী।” হত্যার রাজনীতি প্রসঙ্গে প্রাক্তন অসম গণপরিষদ মুখ্যমন্ত্রী প্রফুল্লকুমার মহন্ত ও বর্তমান কংগ্রেস মুখ্যমন্ত্রী গগৈকে একই বন্ধনীতে রেখে আলফা বলে, “মহন্ত গুপ্তহত্যার মাধ্যমে সন্ত্রাস চালিয়েছেন, গগৈ মুক্তহত্যার মাধ্যমে অসমীয়দের বেঁচে থাকার অধিকার হরণ করছেন।”

হেডলিদের জেরা করতে চেয়ে কোর্টকে অনুরোধপত্র
২৬/১১ হামলার তদন্তে গত জুনে আমেরিকায় গিয়ে লস্কর জঙ্গি ডেভিড কোলম্যান হেডলিকে জেরা করেছিলেন জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)-এর গোয়েন্দারা। এ বার হেডলি ও তার সহযোগী তাহাউর রানাকে জেরা করতে চায় মুম্বই পুলিশও। সেই লক্ষ্যে মার্কিন আদালতের উদ্দেশে অনুরোধপত্র (লেটার রোগেটরি) জারি করেছে মুম্বইয়ের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালত। যুগ্ম পুলিশ কমিশনার (অপরাধদমন) হিমাংশু রায় বলেন, “হেডলি এবং রানাকে জেরা করার ব্যাপারে সহযোগিতা চেয়ে সোমবার ম্যাজিস্ট্রেটের আদালত ওই অনুরোধপত্রে সই করেছে। তা এ বার মার্কিন আদালতে পাঠানো হবে।” অনুরোধপত্রটি যাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও বিদেশ মন্ত্রক হয়ে। অপরাধদমন শাখার এক অফিসারের কথায়, “হেডলি ও রানাকে জেরা করা গেলে মুম্বইয়ে তাদের না লোক কে কে ছিল, তা জানা যাবে। তাই মার্কিন আদালত অনুরোধপত্রটি গ্রহণ করে পুলিশকে ওই দু’জনকে জেরার সুযোগ দেবে বলে আমরা আশাবাদী।”

বর্ষা নিয়ে রিপোর্ট মেলেনি, মানল আবহাওয়া দফতর
এ বছর বর্ষা নিয়ে তাদের বেশির ভাগ রিপোর্টই যথাযথ হয়নি বলে স্বীকার করে নিল ভারতের আবহাওয়া দফতর। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে আবহাওয়া রিপোর্টে যে পরিমাণ বৃষ্টিপাতের সম্ভবনার কথা বলা হয়েছিল, বাস্তবে তার থেকে বেশি বৃষ্টি হয়েছে। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, প্রশান্ত মহাসাগরের মধ্যবর্তী অঞ্চলের তাপমাত্রা কমে যাওয়ার ফলেই উপমহাদেশের বৃষ্টির পরিমাণ বেড়ে গিয়েছে। এপ্রিল, জুন, অগস্ট ও সেপ্টেম্বর বর্ষা নিয়ে এ বছর ৪টি রিপোর্ট প্রকাশ করেছে তারা। কিন্তু কোনও রিপোর্টেই বর্ষার দ্বিতীয় ভাগে বেশি বৃষ্টি হওয়ার কথা বলা হয়নি।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.