পৃথক তেলেঙ্গানা নিয়ে সিদ্ধান্ত ঝুলেই রইল
পৃথক রাজ্যের দাবিতে তেলেঙ্গানার ১১টি জেলায় প্রায় মাস খানেক ধরে অচলাবস্থা অব্যাহত। আজ এ ব্যাপারে দলের কোর গ্রুপের বৈঠক ডেকেও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারল না কেন্দ্র।
মুখ্যমন্ত্রী কিরণকুমার রেড্ডি এবং রাজ্যপাল ই এস এল নরসিংহ-সহ অন্ধ্রপ্রদেশের রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে গত এক সপ্তাহ ধরে আলোচনা চালাচ্ছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় ও স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম। প্রত্যাশা ছিল, সনিয়া গাঁধী ও প্রধানমন্ত্রী মনমোহন সিংহের উপস্থিতিতে তেলেঙ্গানা নিয়ে আজ হয়তো কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কংগ্রেস। কিন্তু কোর গ্রুপের বৈঠকের পর দলের এক শীর্ষ নেতা জানান, তেলেঙ্গানা নিয়ে সরকারের মধ্যে এখনও বিভ্রান্তি রয়েছে।
পৃথক রাজ্যের দাবি খতিয়ে দেখার জন্য দ্বিতীয় বার রাজ্য পুনর্গঠন কমিটি গঠন করে দেওয়ার একটি প্রস্তাব রয়েছে। সে বিষয়ে আলোচনার জন্য সর্বদল বৈঠক ডাকার কথাও উঠেছে। কিন্তু ফের কমিটি গঠন করা মানেই প্যান্ডোরার বাক্স খুলে দেওয়া কি না, সে প্রশ্নও রয়েছে। তেলেঙ্গানার দাবি মানলেই গোর্খাল্যান্ড সমস্যা ফের মাথা চাড়া দেওয়ার আশঙ্কা। স্বাভাবিক ভাবে তাতে পশ্চিমবঙ্গ সরকারের সমস্যা হবে। পৃথক বিদর্ভের দাবিও উঠবে। তার জন্য এনসিপি নেতা তথা কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শরদ পওয়ারের সঙ্গেও আর এক বার আলোচনা প্রয়োজন। স্থির হয়েছে আগামী এক সপ্তাহের মধ্যে রাজনৈতিক স্তরে আরও আলোচনা চালিয়ে নিয়ে তার পরেই ফের কোর গ্রুপের বৈঠক বসবে।
তবে কেন্দ্রের দীর্ঘসূত্রিতায় তেলেঙ্গানার কংগ্রেস সাংসদরা ভীষণ চাপে পড়ে গিয়েছেন। নিজেদের রাজনৈতিক অস্তিত্ব রাখতে কাল তাঁরা ফের লোকসভার স্পিকারের সঙ্গে দেখা করে ইস্তফাপত্র পেশ করবেন বলে জানিয়েছেন। যদিও কংগ্রেসের এক কেন্দ্রীয় নেতার কথায়, তেলেঙ্গানার নেতাদের যেমন রাজনৈতিক বাধ্যবাধকতা রয়েছে, তেমনই কেন্দ্রে কংগ্রেস শীর্ষ নেতৃত্বেরও বাধ্যবাধকতা রয়েছে। সব ভেবে সিদ্ধান্ত না নিলে পৃথক রাজ্যের প্রশ্নে বৃহত্তর সংকটের মুখে পড়ার আশঙ্কা রয়েছে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.