বেআইনি পোস্ত ও গাঁজা চাষের বিরুদ্ধে সর্বদলীয় আলোচনা সভার আয়োজন করে ডোমকল মহকুমা পুলিশ প্রশাসন। মঙ্গলবার ডোমকল থানায় বৈঠকে বিভিন্ন জনপ্রতিনিধি-সহ রাজনৈতিক দলের প্রতিনিধিরা হাজির ছিলেন। ডোমকলের মহকুমা পুলিশ অফিসার দেবর্ষি দত্ত বলেন, “বেআইনি ভাবে পোস্ত ও গাঁজা চাষের অভিযোগ হলেও জমির মালিকের হদিশ মেলে না। মালিকের হদিশ না পেলে জনপ্রতিনিধিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
|
রাজমিস্ত্রির কাছে চাবি থাকায় খোলা যায়নি স্কুল। তাই মঙ্গলবার হাঁসখালির ভৈরব চন্দ্রপুর হাইস্কুলে ছুটি দেওয়া হয়। ওই ঘটনার প্রতিবাদে বুধবার বিক্ষোভ দেখান অভিভাবকেরা। প্রধান শিক্ষক চিত্তরঞ্জন বিশ্বাস বলেন, “মূল গেটের চাবি এক স্কুলকর্মীর বাড়িতে থাকে। রাজমিস্ত্রিরা সেখান থেকে চাবি নিয়ে কাজ করে আর তা ফেরত দেয়নি। যার ফলে এই বিপত্তি।”
|
এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে নবদ্বীপের বাবলারি রামচন্দ্রপুরে। লোহারাম ঘোষ (৩৫) নামে ওই ব্যক্তি স্ত্রী অপর্না ঘোষকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় অভিযুক্ত। বুধবার ভোরে ছেলের দেহ ঝুলতে দেখেন তাঁর মা। শীঘ্রই ওই মামলার শুনানি শুরু হওয়ার কথা ছিল। |