অত্যাধুনিক ও উন্নতমানের ফল প্রক্রিয়াকরণ কারখানা গড়তে মালদহে আসছে গুজরাট কো অপারেটিভ মিল্ক মার্কেট ফেডারেশন লিমিটেড তথা আমুল। ১৯ অগস্ট আমুলের জেনারেল ম্যানেজার মনোরঞ্জন পানি ওই কারখানার জমি দেখতে মালদহে আসছেন। বুধবার এ খবর জানিয়ে মালদহের অতিরিক্ত জেলাশাসক নুরুল ইসলাম বলেন, “কাঁচা ও পাকা আমের পাল্প ও পাকেজিংয়ের পাশাপাশি আনারস, টমাটোর বিভিন্ন ধরনের ফুড প্রোডাক্ট তৈরির কারখানা গড়তে আমুল মালদহে আসছে। আমুলের জেনারেল ম্যানেজরের সঙ্গে রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের প্রিন্সিপাল সায়েন্টিস্ট দেবব্রত মজুমদারও মালদহে আসছেন।” জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মালদহে কারখানা তৈরির জন্য ইতিমধ্যে আমুল ১৫ কোটি টাকার একটি প্রজেক্ট রিপোর্ট তৈরি করেছে। জেলার ফুড পার্কে ওই কারখানা গড়বে আমুল। এই কারখানা গ়ড়ার বাপারে আমুল কর্তৃপক্ষ বৃহস্পতিবার কলকাতার ময়ুখ ভবনে খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন দফতরের আধিকারিকের সঙ্গে বৈঠক করবেন। শুক্রবার কারখানার জমি দেখতে মালদহে আসবেন। উদ্যান পালন দফতরের সহকারী অধির্কতা রাহুল চক্রবর্তী বলেন, “মালদহ জেলায় প্রতি বছর আড়াই লক্ষ থেকে তিন লক্ষ টন আম উপাদন হয়। আমুলের মতো সংস্থা কারখানা গড়লে জেলার আম চাষিরা উপকৃত হবেন। প্রাথমিক ভাবে এখানে কাঁচা ও পাকা আমের পাল্প তৈরি করে বিভিন্ন জাম, জেলি কারখানায় পাঠানো হবে। পরে আমের পাশাপাশি আনারস, টমাটোর বিভিন্ন প্রডাক্ট তৈরি হবে।”
|
এ বার রাজ্যের তথ্যপ্রযুক্তি শিল্পের সঙ্গে গাঁটছড়া বাঁধতে আগ্রহী জার্মানি। এবং এই মেলবন্ধনে উদ্যোগী হয়েছে ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার সফটওয়্যার এক্সপোর্ট প্রোমোশন কাউন্সিল (ইএসসি)। এর জন্য আগামী ছ’মাসের মধ্যে একটি ‘রোডম্যাপ’ তৈরি করে দেবে তারা। বুধবার রাজ্যের শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান ইএসসি-র অন্যতম কর্তা ডি কে সারিন। পাশাপাশি, রাজ্য থেকে তথ্যপ্রযুক্তি পরিষেবা রফতানিও দ্বিগুণ করার আশ্বাস দিয়েছে ইএসসি। হার্ডওয়্যার ও সফটওয়্যার মিলিয়ে ২০১০-’১১ আর্থিক বছরে ভারত থেকে রফতানির পরিমাণ ছিল ৬,৫২৮ কোটি ডলার। ইএসসি-র দাবি, ২০১১-’১২ অর্থবর্ষে তা দাঁড়াবে ৭,৫০০ কোটি ডলার। বর্তমানে দেশের মোট রফতানির ২.৫% এ রাজ্য থেকে হয়। ইএসসি-র পূর্বাঞ্চলীয় চেয়ারম্যান এস রাধাকৃষ্ণন বলেন, “বিশ্ব বাজারের পরিস্থিতি ঠিক থাকলে আগামী তিন বছরে রাজ্য থেকে রফতানি দ্বিগুণ হবে। মূলত তথ্যপ্রযুক্তি পরিষেবা রফতানির অংশই বাড়বে। তবে হার্ডওয়্যারের ক্ষেত্রেও সঠিক পরিকাঠামো তৈরি করে দিলে বদলে যাবে চিত্র।” শুধু আমেরিকা বা ব্রিটেন নয়, আফ্রিকা কিংবা লাতিন আমেরিকার মতো নয়া বাজারের হাত ধরেও এই বৃদ্ধি আসবে বলে মনে করেন তিনি।
|
অনিয়মের অভিযোগে সাসপেন্ড হলেন রাষ্ট্রায়ত্ত নিউ ইন্ডিয়া অ্যাশিওরেন্স কোম্পানির সিএমডি এম রামডস। বাড়তি দায়িত্ব হিসেবে এখন ওই কাজ সামলাবেন ইউনাইটেড ইন্ডিয়া ইনশিওরেন্সের প্রধান জি শ্রীনিবাসন। রামডসের বিরুদ্ধে অভিযোগ, ২০০৮-’০৯ সালে আর এক বিমা সংস্থা দিল্লির ওরিয়েন্টাল ইনশিওরেন্স-এর প্রধান থাকাকালীন প্যারামাউন্ট এয়ারওয়েজ-কে বেআইনি ভাবে ঋণ-বিমা (ক্রেডিট ইনশিওরেন্স) করিয়ে দেন তিনি। এ ব্যাপারে তদন্ত করছে সিবিআই। কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশনেও গিয়েছে বিষয়টি। কোনও কর্পোরেট সংস্থা ব্যাঙ্ক থেকে ঋণ নিলে, তা শোধের ‘গ্যারান্টি’ হিসেবেই করা হয় ঋণ-বিমা। এ ক্ষেত্রে জ্বালানি কেনার জন্য একাধিক ব্যাঙ্ক থেকে ঋণ নেয় বিমান পরিষেবা সংস্থা প্যারামাউন্ট। পরবর্তী কালে বকেয়া পড়ায় ওই ঋণ বাবদ ওরিয়েন্টাল ইনশিওরেন্সের কাছে ক্ষতিপূরণ দাবি করে ব্যাঙ্কগুলি। সিবিআই-এর অভিযোগ, বিমা নিয়ন্ত্রক আইআরডিএ-র নিয়ম ভেঙে ওই ঋণ মঞ্জুর করেন রামডস। এ দিকে প্যারামাউন্ট জানিয়েছে, তাদের বিরুদ্ধে সিবিআই বা অন্য সংস্থা কোনও তদন্ত করছে না। ওরিয়েন্টাল ইনশিওরেন্সও বলেছে, এই খাতে তাদের কোনও আর্থিক ক্ষতি হয়নি। |