টুকরো খবর
|
ধর্ষণে অভিযুক্ত অধরা, অবরোধ
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
আট দিন পেরিয়ে গেলেও ধর্ষণের চেষ্টায় অভিযুক্তকে ধরচে না পুলিশ। এমন অভিযোগে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন জামুড়িয়া ভূতবাংলো মোড়ের বাসিন্দারা। বুধবার প্রায় ঘণ্টাখানেক ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন তাঁরা। এলাকার বাসিন্দাদের অভিযোগ, গত ৮ অগস্ট স্বামী বাড়ির অদূরে অসুস্থ হয়ে পড়ে রয়েছেন, এমন কথা বলে এক বধূকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে চন্দন বাল্মিকী নামে এক যুবক। পুলিশের কাছে এ ব্যাপারে অভিযোগ দায়ের করলেও অভিযুক্তকে ধরা হয়নি। তার প্রতিবাদেই তাঁরা রাস্তা অবরোধ করতে বাধ্য হলেন বলে জানান এলাকাবাসী। পুলিশ জানায়, ওই যুবকের খোঁজে তল্লাশি চলছে। শীঘ্রই তাকে ধরা হবে।
|
অণ্ণার সমর্থনে
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
অণ্ণা হাজারের সমর্থনে অন্ডালের উখড়ায় মিছিল করল এআইটিইউসি। একই দাবিতে বিজেপির আসানসোল জেলা কমিটি-ও সারাদিন অবস্থান বিক্ষোভ করে আসানসোল গাঁধী মোড়ে।
|
কয়লা বোঝাই লরি আটক
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
একটি বেআইনি কয়লার লরি বাজেয়াপ্ত করেছে দুর্গাপুর থানার পুলিশ। আটক চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, লরির ভিতরে কয়লা রেখে উপরে ইট চাপিয়ে নিয়ে আসা হচ্ছিল। জাতীয় সড়কে টহলদার পুলিশের সন্দেহ হওয়ায় লরিটিকে আটকায় তারা। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, ওই কয়লা দুর্গাপুরের কোনও স্পঞ্জ আয়রণ কারখানায় সরবরাহ করার মতলব ছিল।
|
দুর্ঘটনায় জখম
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
লরি ও বাসের সংঘর্ষে জখম হয়েছেন বাস চালক। মঙ্গলবার একটি বাস মুচিপাড়ার জাতীয় সড়কে একটি লরিতে ধাক্কা মারলে চালক জখম হন। জখম হন আরও ৩ জন। চালককে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।
|
বোমাবাজির অভিযোগ |
সিপিএম আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে জামুড়িয়ার চাকদোলা মোড়ে বোমাবাজির অভিযোগ করল তৃণমূল। দলের আঞ্চলিক সম্পাদক অনুপ বন্দ্যোপাধ্যায় জানান, বুধবার রাত ৮টা নাগাদ চাকদোলা মোড়ে একটি চায়ের দোকানে চার তৃণমূল কর্মীর উপরে চড়াও হয় দুষ্কৃতীরা। তারা ৬টি বোমা ফাটালে তিন জনের আঘাত লাগে। সিপিএম নেতা গঙ্গা যাদব অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন।
|
স্মারকলিপি |
একটি হিন্দি কাগজের সাংবাদিকের বিরুদ্ধে সিপিএম মিথ্যা অভিযোগ করেছে বলে দাবি করল কয়লাঞ্চল প্রেস ক্লাব। এ নিয়ে জামুড়িয়া থানায় বিক্ষোভ দেখান সাংবাদিকেরা। পরে স্মারকলিপি দেন। |
|