সরকার-বিরোধী বিক্ষোভ দমন করতে ক্রমশ বেপরোয়া হয়ে উঠছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। গত সপ্তাহেই হামা শহরে সেনা নামিয়ে প্রতিবাদের কণ্ঠরোধ করেছিলেন আসাদ। গত কাল রাত থেকে তাঁর ফৌজ ব্যাপক গোলা বর্ষণ শুরু করেছে উত্তরের বন্দর-শহর লাটাকিয়াতে। ফৌজের গোলাগুলিতে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। মার্চের মাঝামাঝি আসাদ-বিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে, এখনও পর্যন্ত ৩৪ জন নিহত হলেন এই শহরে। লাটাকিয়ার ইহুদি-অধ্যুষিত অঞ্চলে ফৌজের গোলাগুলিতে ক্ষতির পরিমাণ সব থেকে বেশি। ইহুদিদের শরণার্থী শিবিরগুলি থেকে অসংখ্য মানুষ পালিয়ে যাচ্ছেন বলেও জানিয়েছেন আসাদ-বিরোধী আন্দোলনের স্থানীয় নেতৃত্ব। এর মধ্যেই তুরস্কের বিদেশমন্ত্রী অহমেৎ দাভুতোগলু আজ কড়া ভাষায় সতর্ক করেছেন আসাদ সরকারকে। রাজধানী আঙ্কারায় সংবাদমাধ্যমকে তিনি জানান, সিরিয়ার সরকার মানবাধিকার লঙ্ঘণ বন্ধ না করলে, তুরস্ক ‘উপযুক্ত’ ব্যবস্থা নিতে বাধ্য হবে। এটাই তাদের ‘শেষ সতর্কবার্তা’ বলেও হুমকি দিয়েছেন তিনি।
|
আদালত কক্ষে লোহার খাঁচায় বন্দি মিশরের প্রাক্তন প্রেসিডেন্ট হোসনি মুবারক। অগস্টের ৩ তারিখের ওই ছবি সংবাদমাধ্যম ও ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে পড়েছিল গোটা বিশ্বে। এমনকী মোবাইল ফোনের রিংটোন হিসেবেও ছড়িয়ে পড়ে মুবারকের জবানবন্দির কিছু অংশ। কিন্তু এ বার থেকে আর দেখা যাবে না আদালতের ভিতরের ছবি। মুবারক ও তাঁর অনুগামীদের বিচারের ‘স্পর্শকাতরতা’ মাথায় রেখে, আদালত কক্ষে ক্যামেরার উপর নিষেধাজ্ঞা জারি করল কায়রোর আদালত। আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছেন অধিকাংশ আইনজীবী। তবে তাহ্রির স্কোয়্যারের আন্দোলনে নিহতদের আত্মীয়স্বজন অসন্তোষ জানিয়েছেন এই রায়ে। তাঁদের বক্তব্য, এর ফলে বিচারের গতিপ্রকৃতি অনুসরণ করা সমস্যা হয়ে দাড়াবে তাঁদের পক্ষে। সেপ্টেম্বরের ৫ তারিখ ফের শুনানি হবে এই মামলার।
|
দু’মাসেই বদলে গেল অভিযোগের বয়ান! গত জুনে নিউ ইয়র্কের ভারতীয় কনসাল জেনারেল প্রভু দয়ালের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ করেন তাঁর তৎকালীন পরিচারিকা সন্তোষ ভরদ্বাজ। কিন্তু ১২ অগস্ট সন্তোষের আইনজীবীরা নিউ ইয়র্কের আদালতে ওই অভিযোগের একটি সংশোধনী জমা দিয়েছেন যাতে যৌন নিগ্রহের অভিযোগ-সহ বেশ কয়েকটি অভিযোগ তুলে নেওয়া হয়েছে। নতুন অভিযোগে বলা হয়েছে, সন্তোষের উপর মানসিক চাপ তৈরি করা হয়েছিল যার জেরে সন্তোষ অসুস্থ হয়ে পড়েন। সব অভিযোগ অস্বীকার করেছেন প্রভু দয়াল। |