|
|
|
|
ইরাকে ১৭টি বিস্ফোরণ, নিহত ৬৩ |
সংবাদসংস্থা • বাগদাদ |
পর পর ১৭টি বিস্ফোরণে কেঁপে উঠল ইরাক। সোমবার ইরাকের ১৭টি জায়গায় হওয়া এই ধারাবাহিক বিস্ফোরণে নিহত হয়েছেন কমপক্ষে ৬৩ জন। জখম আড়াইশোরও বেশি। ইরাকের কুট, ইসকানদিরিয়া, বালাড, কিরুক শহর-সহ একাধিক এলাকায় গাড়ি রাখার জায়গা, রাস্তার ধারে বোমা রাখা ছিল। কিছু জায়গায় আত্মঘাতী জঙ্গি হামলাও ঘটেছে।
সবচেয়ে বড় বিস্ফোরণটি ঘটে দক্ষিণ কুট এলাকার বাজারে। সেখানে প্রথমে একটি দোকানের ঠান্ডা পানীয়র ফ্রিজে রাখা বোমাটি ফাটে। তার কিছু পরেই ফাটে গাড়ি রাখার জায়গাতে রাখা বোমাটিও। দু’টি বিস্ফোরণে প্রাণ হারান ৩৫ জন। জখম ৬৪। হাসাপাতালের শুয়ে জখম ১৮ বছরের কারার আলি বলেন, “আমি তখন দোকানে বসেছিলাম। সেই সময় আমার দোকান থেকে বেশ কিছুটা দূরে একটি গাড়ির মধ্যে রাখা বোমাটি ফাটে। আমিও ছিটকে মাটিতে পড়ে যায়।”
জঙ্গি হানার জন্য দেশের নিরাপত্তা বাহিনী ও প্রধানমন্ত্রী নওরি আল-মালিকিকে কাঠগোড়ায় তুলেছেন ইরাকবাসী। আলি জুম্মা জিয়াদ নামে এক ব্যক্তি বলেন, “দেশ জুড়ে যখন বিস্ফোরণ হচ্ছে, তখন সরকার কোথায় ছিল। আল-মালিকিই বা কোথায়? তিনি নিজে কোন ঘটনাস্থলে আসছেন না?” এখনও পর্যন্ত কোনও জঙ্গি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার না করলেও বিস্ফোরণের ধরন দেখে সন্দেহের তির আল কায়দার দিকে। কয়েক বছর আগেই মার্কিন ও ইরাকি অফিসাররা জানিয়েছিলেন, ইরাকে আল কায়দার দুই শীর্ষস্থানীয় নেতা নিহত হওয়ায় এখানে জঙ্গি সংগঠনটি বেশ দুর্বল হয়ে পড়েছে। বিশেষজ্ঞদের ধারণা, নিজেদের শক্তির প্রমাণ দিতেই এই হামলা চালিয়েছে আল কায়দা। |
|
|
|
|
|