টুকরো খবর

জমা জলে পড়ে মৃত্যু প্রৌঢ়ার
জলে ‘পিছলে’ পড়ে গিয়ে মৃত্যু হয়েছে এক প্রৌঢ়ার। শুক্রবার ভোরে ঘটনাটি ঘটে বনগাঁর চৈতেপাড়ায়। পুলিশ জানিয়েছে মৃতার নাম হেমলতা মণ্ডল (৫০)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে বউমার সঙ্গে শুয়েছিলেন হেমলতা দেবী। ভোরে প্রকৃতির ডাকে উঠে বাইরে গিয়েছিলেন। তার পরে আর ফেরেননি। বউমা কবিতাদেবী বলেন, “ভোর চারটের সময় ঘুম ভেঙে দেখি। বাড়ির উঠোনে হাঁটুসমান জলে উনি মুখ থুবড়ে পড়ে রয়েছেন। খবর পেয়ে এলাকায় যান স্থানীয় বিধায়ক সুরজিৎ বিশ্বাস।

পেট্রাপোলে চিদম্বরম
দেশের বৃহত্তম স্থলবন্দর পেট্রাপোলের পরিকাঠামো উন্নয়নের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। বনগাঁ মহকুমা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ওই বন্দরে তৈরি করা হবে সুসংহত চেকপোস্ট। ওই চেকপোস্ট তৈরির কাজের শিলান্যাস করতে আসার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরমের। সঙ্গে কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও থাকার কথা। বাংলাদেশ সরকারের তরফেও উচ্চ পর্যায়ের এক প্রতিনিধি দল ওই অনুষ্ঠানে আসবেন। স্বরাষ্ট্রমন্ত্রীর নিরাপত্তা সুনিশ্চিত করতে বর্ডার ম্যানেজমেন্টের ডাইরেক্টর এ কে সিংহের নেতৃত্বে এক প্রতিনিধি দল ওই বন্দর ঘুরে দেখেন। ওই দলে ছিলেন আই জি (বর্ডার) ও পি গুপ্তা, বিএসএফ-এর ৩৬ নম্বর ব্যাটেলিয়ানের সি ও এ কে সিংহ, উত্তর ২৪ পরগনার অতিরিক্ত জেলাশাসক রণবীর কুমার, বনগার এসডিও সঞ্জয় মুখোপাধ্যায়, এসডিপিও বিমলকান্তি বন্দ্যোপাধ্যায়। নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি কোথায় হেলিপ্যাড তৈরি করা হবে, কোথায় মঞ্চ তৈরি করা হবে, সেই সমস্ত বিষয়ও খতিয়ে দেখে ওই দলটি।

তিন ঘণ্টা ট্রেন বন্ধ
ওভারহেড তারের ত্রুটিতে বিদ্যুৎ-বিভ্রাটের জন্য শুক্রবার দুপুর আড়াইটে থেকে সাড়ে ৫টা পর্যন্ত পূর্ব রেলের শিয়ালদহ দক্ষিণ শাখার ক্যানিং ও ঘুটিয়ারি শরিফের মধ্যে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে, দুর্ভোগে পড়েন বহু যাত্রী। রেল দফতর সূত্রে জানানো হয়, তিন জোড়া আপ ও ডাউন লোকাল ট্রেন বাতিল করা হয়। তবে শিয়ালদহ-ঘুটিয়ারি শরিফের মধ্যে ট্রেন চলেছে। শিয়ালদহের ডিআরএম পুরুষোত্তম গুহ বলেন, “তালদি স্টেশনের কাছে ওভারহেড তারের ত্রুটিতে বিদ্যুৎ-বিভ্রাটের জন্য রেল পরিষেবা বন্ধ ছিল। ওই ত্রুটি সারানোর পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।”

আগ্নেয়াস্ত্র-সহ ধৃত
একাধিক আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করল ভাঙর থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, শুক্রবার বিকেলে ইছাহক মোল্লা নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তাঁর বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙর থানার চণ্ডীপুর গ্রামে। ধৃতের কাছ থেকে একটি অত্যাধুনিক রিভলভার, একটি ডাবল ব্যারেল বন্দুক, একটি সিঙ্গেল ব্যারেল বন্দুক, একটি পাইপগান ও ছয় রাউন্ড গুলি পাওয়া গিয়েছে।

প্রতারক গ্রেফতার
পুরোহিত সেজে দু’লক্ষ টাকার গয়না হাতিয়ে পালিয়েছিল এক প্রতারক। তা নিয়ে চেতলা থানায় অভিযোগ দায়ের হয়। ঘটনার দিন কুড়ি বাদে দক্ষিণ ২৪ পরগনার আক্রা-সন্তোষপুর থেকে গ্রেফতার করা হল সেই প্রতারককে। পুলিশ জানায়, ধৃতের নাম শীতল সর্দার ওরফে কালীপদ। পুলিশ সূত্রে খবর, চেতলার বাসিন্দা মহামায়া সিংহকে শীতল বলেছিল, পুজো দিলে খোয়ানো চাকরি ফিরে পাবেন তাঁর ছেলে অভিজিৎ সিংহ। রাজি হয়ে যান মা ও ছেলে। অভিযোগ, পুজোর সময়েই গয়না নিয়ে পালায় ওই প্রতারক।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.