এর পর রাতে ওয়াশিংটন থেকে চলে আসেন শিকাগোতে। সেখানে তাঁর জন্মদিনের উৎসবে জড়ো হন প্রায় ২৪০০ জন। পপ তারকা ও অভিনেত্রী জেনিফার হাডসন সেই অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানের মাঝেই ওবামা শুরু করে দেন ২০১২-র প্রেসিডেন্ট নির্বাচনের জন্য তহবিল সংগ্রহ। এর পর ধন্যবাদ জ্ঞাপক বক্তৃতা দিতে উঠে তিনি নিজেই হাসিমুখে জানান, শেষ আড়াই বছরে তাঁর মাথার চুলে ভাল রকম পাক ধরেছে। দুশ্চিন্তার ছাপ পড়েছে চোখেমুখে। তাতে অবশ্য তিনি এতটুকুও চিন্তিত নন। লাজুক ভাবে জানালেন, স্ত্রী মিশেল এখনও তাঁকে ‘মিষ্টি’ বলেই মনে করেন! আর তাতেই সন্তুষ্ট তিনি। তবে খুব দ্রুতই ‘বার্থ ডে বয়’ ইমেজ ঝেড়ে উপস্থিত সমর্থকদের বলতে শুরু করেন তাঁর আড়াই বছরের প্রশাসনিক সাফল্যের কথা।
তবে বৃহস্পতিবার, পঞ্চাশতম জন্মদিনে অবশ্য পাওয়া যাবে না আমেরিকার প্রেসিডেন্টকে। ওই দিনটি বারাক ওবামা কাটাবেন শুধু স্ত্রী ও কন্যাদের সঙ্গে। খবরটি জানিয়েছেন, স্বয়ং গৃহকর্ত্রী মিশেল!
|
রিভলভার নিয়ে এক জনের ঢুকে পড়ার খবরকে কেন্দ্র করে এদিনের মতো বন্ধ হয়ে যায় আমেরিকার ‘ভার্জিনিয়া পলিটেকনিক ইন্সটিটিউট অ্যান্ড স্টেট ইউনিভার্সিটি’। চার বছর আগে এক ছাত্রের গুলিতে ওই বিশ্ববিদ্যালয়ে ৩২ জন নিহত হন আজ তিন যুবক বিশ্ববিদ্যালয় চত্বরে প্রায় ছ’ফুট লম্বা এক শ্বেতাঙ্গকে দেখতে পায়। ওই যুবকদের মনে হয় লোকটির হাতে একটি রিভলভার রয়েছে। এই খবর পাওয়ার পরে বিশ্ববিদ্যালয় বন্ধ করা হয়। জারি হয় সতর্কতা। অবশ্য পুলিশ এখনও কাউকে গ্রেফতার করেনি।
|
হেলিকপ্টার দুর্ঘটনায় ৩১ জন মার্কিন সেনার মৃত্যু হল আফগানিস্তানের ওয়ার্দাক প্রদেশে। তাঁরা মার্কিন সেনার স্পেশ্যাল ফোর্সের সদস্য ছিলেন। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আফগান স্পেশ্যাল ফোর্সের সাত সেনাও।
কাবুলে আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের দফতর থেকে গত রাতের এই দুর্ঘটনার কথা জানানো হয়েছে। ২০০১ সালে তালিবান-বিরোধী আন্তর্জাতিক অভিযান শুরু হওয়ার পর এই প্রথম এক সঙ্গে এত জন মার্কিন সেনার মৃত্যু হল আফগানিস্তানে। গত মাসেই মার্কিন প্রেসিডেন্ট
বারাক ওবামা আফগানিস্তান থেকে মার্কিন সেনা সরিয়ে নেওয়ার দিনক্ষণ ঘোষণা করেন। হেলিকপ্টার দুর্ঘটনায় এক সঙ্গে এত জন সেনার মৃত্যু নিঃসন্দেহে সেই প্রক্রিয়ার গতি বাড়ানোর জন্য আরও চাপ সৃষ্টি করবে ওবামার উপর। |