ভ্রম সংশোধন |
গত সোমবার, ২৪ ফেব্রুয়ারি ‘পর্যটক ট্রাম এ বার চালাবে সিটিসি, সাফল্য নিয়ে সংশয়’ শীর্ষক খবরে লেখা হয়েছিল, লক্ষ্মীনারায়ণ ট্রাভেলসের প্রধান দিব্যেন্দু ঘোষ। দিব্যেন্দুবাবু ওই সংস্থার ম্যানেজার (ইন্টারন্যাশনাল)। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আমরা দুঃখিত। |
|