বারবার আবেদন সত্ত্বেও বিলি করা হয়নি সরকারের খয়রাতি ত্রাণ। শুরু হয়নি ১০০ দিনের কাজে প্রস্তাবিত পুকুর সংস্কার। কেন এই সব কাজ করা হচ্ছে না, বুধবার দুপুরে তা জানতে পঞ্চায়েত অফিসে যান কিছু বাসিন্দা। কিন্তু সেখানে প্রধান ও উপপ্রধানের দেখা না মেলায় ক্ষুব্ধ বাসিন্দারা কর্মীদের অফিসের ভিতরে রেখে গেটে তালা ঝুলিয়ে দিলেন। সালানপুরের সামডিহি পঞ্চায়েতে প্রায় তিন ঘণ্টা পরে যুগ্ম বিডিও ও প্রধান গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলে বিক্ষোভ থামান। খোলা হয় তালা।
স্থানীয় যুব কংগ্রেস নেতা স্বপন মণ্ডলের দাবি, গরিব মানুষের মধ্যে বিলি করার জন্য সরকার খয়রাতি ত্রাণ পাঠিয়েছে। দুর্গাপুজার আগে পাঠানো এই ত্রাণে রয়েছে প্রায় ৪০ কুইন্ট্যাল গম ও জামাকাপড়। স্বপনবাবুর অভিযোগ, “আজ পর্যন্ত সেই ত্রাণ বিলি করা হয়নি। সেগুলি কোথায় আছে তা-ও আমরা জানি না।” গ্রামবাসীদের আরও অভিযোগ, এর আগেও বহু বার প্রধানকে এ সব জিনিস বিলি করার আবেদন জানানো হয়েছে। কিন্তু তিনি কর্ণপাত করেননি। বুধবার তাঁরা ফের সেই আবেদন জানাতে পঞ্চায়েত অফিসে যান। কিন্তু সেখানে প্রধান বা উপপ্রধান, কেউ ছিলেন না। |
দুপুর দেড়টা পর্যন্ত তাঁরা দফতরে না আসায় বাসিন্দারা অফিসের গেটে তালা ঝুলিয়ে দেন। আটকে পড়া কর্মীরা ভয় পেয়ে যান। বিষয়টি তাঁরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানান। বিকেল সাড়ে ৩টে নাগাদ ঘটনাস্থলে যান সালানপুরের যুগ্ম বিডিও রত্নদীপ পাল ও ওই পঞ্চায়েতের প্রধান বীণা দে। তাঁরা প্রয়োজনীয় ব্যবস্থার আশ্বাস দিয়ে দফতরের তালা খোলেন।
কেন খয়রাতি ত্রাণ বিলি হয়নি, কেনই বা ১০০ দিনের প্রকল্পে পুকুর সংস্কার হয়নি, সে প্রশ্নে পঞ্চায়েতের সচিব চন্দন পুইতন্ডি জানান, বোর্ডসভায় ঠিক হয়েছে, ৩১ জন গ্রামবাসীর মধ্যে এই ত্রাণ বিলি হবে। বোর্ডের ছ’জন সদস্য এই ত্রাণ বিলি করবেন। কিন্তু তাঁরা কেন ত্রাণ বিলি করেননি, তা বলা সম্ভব নয়। পুকুর সংস্কারের কাজ না হওয়ার প্রসঙ্গে তাঁর দাবি, এ বিষয়ে কিছু অভ্যন্তরীণ সমস্যা আছে। তাই কাজটি হয়নি। প্রধান বীণা দে-র প্রতিক্রিয়া, “আমি উপযুক্ত ব্যবস্থা নিচ্ছি।”
বিডিও প্রশান্ত মাইতি বলেন, “আমি এ সবের কিছুই জানি না। খোঁজ নিয়ে ব্যবস্থা নেব।” গ্রামের গরিব মানুষের জন্য পাঠানো ত্রাণ বিলি না হওয়ায় বিস্মিত আসানসোলের মহকুমাশাসক অমিতাভ দাস। তিনি বলেন, “অবিলম্বে ত্রাণ বিলির ব্যবস্থা করছি।” তবে তিনি জানান, সরকারি দফতরের কর্মীদের তালাবন্দি করে রাখা রীতিমতো অপরাধ। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। |