টুকরো খবর
অসমে গল্ফের আসরে বিদেশি রাষ্ট্রদূতরা

২৫ ফেব্রুয়ারি
‘থেকেই যেতে চাই। কিন্তু উপায় নেই’অরণ্য, বন্যপ্রাণ, সবুজে ঘেরা গল্ফের মাঠ দেখে এমনই বলছেন অসমে আমন্ত্রিত রাষ্ট্রদূত, কূটনীতিকরা। তাঁদের প্রশংসায় আপ্লুত মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। মূলত তাঁর উদ্যোগেই যোরহাটের কাজিরাঙা গল্ফ রিসর্টে বসেছিল তিন দিনের আন্তর্জাতিক কূটনৈতিক গল্ফের আসর। প্রায় পনেরোটি দেশের হাই-কমিশনার, রাষ্ট্রদূত প্রশাসনের আতিথ্য ও প্রাকৃতিক শোভায় মুগ্ধ হয়ে জানালেন, তাঁদের দেশের মানুষের কাছে অসমের কথা তুলে ধরবেন। শুক্রবার থেকে শুরু ওই প্রতিযোগিতা চলে রবিবার পর্যন্ত। শ্রীলঙ্কার হাই-কমিশনার রিজালি ডব্লু ইন্দ্রকেসুমা, ফিলিপিন্সের রাষ্ট্রদূত বেনিটো বি ভ্যালেরিয়ানো, কম্বোডিয়ার ইয়ুস মাকান, ব্রুনেইয়ের হাই-কমিশনার দাতো পাদুকা সিদেক আলি ও ইউরোপ ইউনিয়নের ডেপুটি হেড পাভেল সিভিটিল-সহ অন্যেরা তাতে যোগ দেন। গগৈ উদ্বোধন করেন।

সিদ্ধান্ত হল না
নিষ্কৃতি মৃত্যু নিয়ে সিদ্ধান্তে পৌঁছতে পারল না সুপ্রিম কোর্ট। তাই বিষয়টি পাঠানো হল পাঁচ সদস্যের এক সংবিধান বেঞ্চের কাছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পি সদাশিবম মঙ্গলবার এই প্রসঙ্গে বলেন, “এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। শুধু আইনি নয়, এতে জড়িয়ে রয়েছে চিকিৎসার খুঁটিনাটিও। মানবিকতার খাতিরে বিষয়টি সংবিধান বেঞ্চের কাছে পাঠানো হল।” শীর্ষ আদালতের তিন বিচারপতির বেঞ্চের তরফে আশা প্রকাশ করা হয়, নানা দিক খতিয়ে দেখে সিদ্ধান্ত নিতে পারবে এক মাত্র সংবিধান বেঞ্চই। কয়েক জন বিচারপতির পক্ষে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়।

শিবু সোরেন অসুস্থ
ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন মঙ্গলবার সন্ধ্যায় দুমকার বাসভবনে অসুস্থ হয়ে পড়েন। তাঁর বুকে ব্যথা শুরু হয়। দুর্গাপুর থেকে অ্যাম্বুল্যান্স নিয়ে দু’জন চিকিৎসক দুমকা রওনা হন। জেএমএমের মহাসচিব সুপ্রিয় ভট্টাচার্য অবশ্য জানান, গুরুজি সুস্থ আছেন, যা শোনা যাচ্ছে সে সবই গুজব। মঙ্গলবারই শিবু সোরেনের পুত্রবধূ সীতা সোরেনকে জেল হেফাজতে পাঠিয়েছে আদালত।

অসমে দেহ উদ্ধার
অসম-অরুণাচল সীমানায় সংঘর্ষের সময় নিখোঁজ চার জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। ২৯ জানুয়ারি শোণিতপুর-পাপুমপারে সীমানার চাউলধোয়া গ্রামে সশস্ত্র হানাদারদের আক্রমণে ১০ জনের মৃত্যু হয়েছিল। নিখোঁজ চার জনের খোঁজ চলছিল। চাউলধোয়ার কাছে মনেশ্বর মুণ্ডার পচাগলা দেহ উদ্ধার করা হয়। তার পাশের জঙ্গলে বিকাস টেরন, করিরাম টেরন ও সুরেন ক্রামসার মৃতদেহ মেলে। অরুণাচল আগ্রাসন প্রতিরোধ সমিতি ৫ মার্চের মধ্যে হত্যাকারীরা গ্রেফতার না-হলে, ৬ মার্চ থেকে ফের অরুণাচলের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ করার হুমকি দিয়েছে।

হত মাওবাদী
ঝাড়খণ্ডের গুমলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল অজ্ঞাতপরিচয় এক মাওবাদী জঙ্গির। মঙ্গলবার ঘাঘরা থানা এলাকার ইচাগাঁওতে ঘটনাটি ঘটে। ইচাগাঁওয়ের জঙ্গলে জঙ্গিরা ঘাঁটি তৈরি করেছে বলে খবর মিলেছিল। কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ সেখানে হানা দেয়। মাওবাদীদের ঘিরে ফেলতেই তারা গুলি চালাতে শুরু করে। পাল্টা জবাব দেন জওয়ানরা। ভোর ৪টে থেকে ঘন্টাদু’য়েক দু’পক্ষে গুলি বিনিময় হয়। সংঘর্ষের পর ঘটনাস্থলে এক জঙ্গির দেহ উদ্ধার হয়।

প্রশিক্ষণ কেন্দ্র
শিলচরে খুলল কেন্দ্রীয় তথ্য-প্রযুক্তি মন্ত্রকের ‘সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্সড কম্পিউটিং’ (সংক্ষেপে সি-ড্যাক)। শুক্রবার এনআইটি চত্বরে তার সূচনা করেন কেন্দ্রীয় তথ্য-প্রযুক্তি সচিব এন সত্যনারায়ণ। সি-ড্যাক’এর সিনিয়র ডিরেক্টর প্রদীপ কে সিংহ জানান, ওই প্রশিক্ষণ কেন্দ্রে কম্পিউটার নিয়ে ৬ মাসের স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্স করানো হবে। যে কোনও শাখার স্নাতকরা ভর্তি হতে পারবেন। উত্তর পূর্বের বিভিন্ন জায়গায় ‘ফ্র্যাঞ্চাইজি’ দেওয়া হবে। সব কেন্দ্র পরিচালিত হবে শিলচর থেকেই।

অসমে নতুন ভূমিনীতি
অসমে নতুন ভূমিনীতি তৈরির কাজ চলছে, বিধানসভায় এমনই জানালেন রাজ্যের রাজস্ব মন্ত্রী পৃথিবী মাঝি। মন্ত্রী জানিয়েছেন, বিধায়ক ভূমিধর বর্মনের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির রিপোর্ট দ্রুত বিধানসভায় পেশ করা হবে। মন্ত্রী জানান, কৃষি ছাড়া অন্য কাজে জমির ব্যবহার, ভূমিক্ষয় এবং উন্নয়নমূলক কাজে জমি অধিগ্রহণের জেরে রাজ্যে কৃষিজমির পরিমাণ কমছে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.