ঘুষ নেওয়ার অভিযোগে জেলে শিবু সোরেনের পুত্রবধূ সীতা
রাজ্যসভা ভোটে ঘুষ নেওয়ায় অভিযুক্ত জেএমএম শীর্ষ নেতা শিবু সোরেনের পুত্রবধূ সীতা সোরেনকে জেল হেফাজতে পাঠাল আদালত। আজ রাঁচির সিবিআই আদালতে আত্মসমর্পণ করেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার বিধায়ক সীতা। তিনি শিবুর বড় ছেলে, প্রয়াত দুর্গা সোরেনের স্ত্রী। ২০১২ সালের রাজ্যসভা ভোটে, সাঁওতাল পরগনার জামা বিধানসভা কেন্দ্রের বিধায়ক সীতার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে। তাঁর নামে আদালতের সমন জারি হয়। কিন্তু, এতদিন পর্যন্ত খাতায়-কলমে ‘ফেরার’ ছিলেন তিনি। সিবিআই আদালতের নির্দেশে গত সপ্তাহে তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল। আজ সকাল সওয়া ১০টা নাগাদ রাঁচির বিশেষ সিবিআই আদালতে আর কে চৌধুরির এজলাসে আত্মসমর্পণ করেন সীতা। সঙ্গে ছিলেন তাঁর ব্যক্তিগত সচিব, আইনজীবী, দলীয় সমর্থকেরা। আইনজীবীদের সওয়াল-জবাব শোনার পর বিচারক তাঁকে ছ’দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।
২০১২ সালে নির্বাচন কমিশন এবং পুলিশ যৌথ অভিযান চালিয়ে রাঁচির কাছে নামকুমে একটি গাড়ি আটক করে। সেটিতে নগদ ২ কোটি ১৫ লক্ষ টাকা ছিল। তদন্তে জানা যায়, রাজ্যসভার ভোটে বিধায়ক ‘কেনাবেচার’ জন্য ওই টাকা নিয়ে যাওয়া হচ্ছিল। তার জেরে ভোট গ্রহণ বাতিল করে দেওয়া হয়। ওই ঘটনায় নাম জড়িয়েছিল সীতা সোরেনের। একইসঙ্গে তাঁর বিরুদ্ধে নিজের ব্যক্তিগত সচিবকে অপহরণের মামলাও দায়ের করা হয়েছিল।
ওই ঘটনার তদন্ত চলাকালীন সুপ্রিম কোর্টে অন্তবর্তী কালীন জামিনের আবেদন জানান সীতা। গত বছর ঝাড়খণ্ডে তাঁর ‘দেওর’ হেমন্ত সোরেনের নেতৃত্বাধীন নতুন জোট সরকার গঠনের সময় জামিন নিয়ে বিধানসভায় সরকারের পক্ষে ভোটও দেন। তারপর ফের ‘ফেরার’ হয়ে যান তিনি। এরপর পুলিশের হাত থেকে সীতা-সংক্রান্ত মামলা যায় সিবিআইয়ের কাছে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.