টুকরো খবর
শিশু-নির্যাতনে ধৃত কিশোর
সাড়ে চার বছরের শিশু কন্যাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর বিরুদ্ধে। শহর সংলগ্ন খড়িয়া গ্রাম পঞ্চায়েতের অধীন সানু পাড়ায় রবিবার সকালে ঘটনাটি ঘটে। শিশুটির পরিবারের পক্ষ থেকে সোমবার দুপুর নাগাদ কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযুক্ত কিশোরকে পুলিশ গ্রেফতার করেছে। জখম শিশুকে জলপাইগুড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধৃত ওই কিশোর শিশুটির প্রতিবেশী। জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার জেমস কুজুর জানান, ধৃতের বয়সের শংসাপত্র খতিয়ে দেখা হচ্ছে। তাকে জুভেনাইল আদালতে পাঠানো হবে কি না সিদ্ধান্ত নেওয়া হবে। রবিবার দুপুরে অভিযুক্ত কিশোর পরিবারের লোকের চোখ এড়িয়ে শিশুকে নিয়ে গিয়ে অত্যাচার করে বলে অভিযোগ।

সংশোধনাগারে দশ মাধ্যমিক পরীক্ষার্থী
জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারের ১০ জন বন্দি এবার মাধ্যমিক পরীক্ষায় বসেছে। সংশোধনাগারের স্কুল ঘরে প্রথম দিন, তারা পরীক্ষা দেয়। জেল সূত্রে জানা গিয়েছে, ওই পরীক্ষার্থীদের মধ্যে ৭ জন যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত। ৩ জন দশ বছর দণ্ড ভোগ করছে। পরীক্ষার্থীরা হল ইন্দ্রপ্রসাদ শর্মা, সফিকুল ইসলাম, সরিকুল ইসলাম, বৈদ্য দাস, অনিল রায়, প্রবীণ সুব্বা, বিষ্ণু মণ্ডল, রামু মাঝি, অমর সূত্রধর এবং রাজু লোহার। জেল সুপার রাজীব রঞ্জন জানান, পরীক্ষা ভাল হয়েছে।

দল বদলের দাবি
তৃণমূল ছেড়ে ১০০ জন তাঁদের দলে যোগ দিয়েছেন বলে সোমবার দাবি করলেন সিপিএম নেতৃত্ব। শিলিগুড়ির চম্পাসারি গ্রাম পঞ্চায়েতের সমরনগরে এক অনুষ্ঠানে অশোক ভট্টাচার্য দাবি করেন, সিপিএম ছেড়ে তৃণমূলে চলে গিয়েছিলেন যাঁরা, তারা সিপিএমে ফিরলেন। তৃণমূলের কৃষ্ণ পাল বলেন, “দলে দলে লোক এখন তৃণমূলে যোগ দিচ্ছেন। তা দেখে ভয় পেয়ে গিয়েছেন অশোকবাবুরা। দলের লোককে দলে যোগ দান করিয়ে নাটক করছেন।”

মূল পর্বে সোমা দত্ত
জাতীয় মাস্টার অ্যাথলেটিকে হাই জাম্পে মূলপর্বে উঠলেন শিলিগুড়ির সোমা দত্ত। সোমবার কোয়েম্বাটুরে জওহরলাল নেহেরু স্টেডিয়ামে বাছাই পর্বের খেলা হয়। হাই জাম্পে মূলপর্বে উঠেছেন সোমা দত্ত। আজ, মঙ্গলবার মূলপর্বের খেলায় অংশ নেবেন তিনি। ২৭ ফেব্রুয়ারি ১০০ মিটার দৌড়ে বাছাই পর্বেও অংশ নেবেন সোমা।

জেলা ঘোষণার দাবি
আলিপুরদুয়ার মহকুমাকে দ্রুত পৃথক জেলা হিসাবে ঘোষণার জন্য মুখ্যমন্ত্রীর কাছে দাবিপত্র পাঠাল যুব কংগ্রেস। সোমবার আলিপুরদুয়ারের মহকুমা শাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে ওই দাবিপত্রটি পাঠানো হয়েছে। যুব কংগ্রেসের আলিপুরদুয়ার লোকসাভা কেন্দ্রের সভাপতি শান্তনু দেবনাথ বলেন, “সরকার আলিপুরদুয়ার মহকুমাকে পৃথক জেলা করার কথা দীর্ঘদিন আগে ঘোষণা করেছে। কিন্তু আদতে তা এখনও হয়নি। ওই দাবিই আমরা এদিন জানিয়েছি।”

ট্যাঙ্কার সরাতে ১৬ ঘণ্টা
শিলিগুড়ি সংলগ্ন ফাটাপুকুরের গন্ডার মোড়ে ৩১ডি জাতীয় সড়কে ইন্ডিয়ান অয়েলের গ্যাসের ট্যাঙ্কার উল্টে যাওয়ার ১৬ ঘণ্টা পরে তা সরানো হল। রবিবার রাতে শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি যাওয়ার পথে সেটি উল্টে যায়। দুর্ঘটনটি শিলিগুড়ি পুলিশ কমিশনারেট ও জলপাইগুড়ি পুলিশের মাঝামাঝি এলাকায় ঘটায় কারা এটি সরাবে তা নিয়ে চাপান-উতোর শুরু হয়। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেবের হস্তক্ষেপে ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষ তাঁদের নিরাপত্তা অফিসার পাঠান। সোমবার দুপুরের পরে ট্যাঙ্কার সরানো হয়। এ দিন সকাল থেকেই শিলিগুড়ি-জলপাইগুড়ি যাওয়ার রাস্তায় গাড়ির লাইন পড়ে যায়। দু’দিকে ৮ কিলোমিটার স্তব্ধ হয়ে পড়ে যোগাযোগ। ট্রাফিক নিয়ন্ত্রণ করতে ছুটে যান শিলিগুড়ি ও জলপাইগুড়ি পুলিশের কর্তারা। বিকেল নাগাদ যান চলাচল স্বাভাবিক হয়। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব বলেন, “খবর পেয়ে আমি পুলিশের সঙ্গে কথা বলেছি। ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষ লোক পাঠিয়ে ট্যাঙ্কার সরিয়েছেন।” শিলিগুড়ি পুলিশের এসিপি (ট্রাফিক) বিশ্বনাথ হালদার জানান, এলাকাটি জলপাইগুড়ি পুলিশের রাজগঞ্জ থানার অধীনে হওয়ায় তাঁদের কিছু করার নেই। অতিরিক্ত পুলিশ সুপার জেমস কুজুর জানান, ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষ দেরি করায় সমস্যা বাড়ে। গ্যাসের ট্যাঙ্কার হওয়ায় পুলিশ হাত দেয়নি।” ইন্ডিয়ান অয়েল-এর এরিয়া সিনিয়র ম্যানেজার সব্যসাচী মুখোপাধ্যায় বলেন, “রানিনগর ডিপো থেকে নিরাপত্তা অফিসারকে ডেকে পাঠিয়ে ফাটাপুকুরে পাঠানো হয়।”

স্মারকলিপি
এলাকার উন্নয়নের দাবিতে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেবের কাছে ছয় দফা দাবিতে স্মারকলিপি দিল শামুকতলা ব্যাবসায়ী কল্যাণ সমিতি। গত রবিবার ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা মন্ত্রীর সঙ্গে দেখা করে স্মারকলিপি তুলে দেন। সম্পাদক কমল পাল জানান, জয়ন্তী নদীর উপর পাকা সেতু, শামুকতলা থেকে চেপানি চৌপথী ৩১ সি জাতীয় সড়ক পর্যন্ত বেহাল রাস্তা সংস্কার, শামুকতলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উন্নীতকরণ, বহুমুখী হিমঘরের মত দাবিগুলি মন্ত্রীকে জানানো হয়েছে। মন্ত্রী জানান, শামুকতলা কলেজের নির্মাণ কাজ পুখুরিয়াতে শুরু হয়েছে। শামুকতলা-চেপানির রাস্তার কাজ শীঘ্রই শুরু হচ্ছে। পরে বাকি সমস্যাগুলি সমাধানে পঞ্চায়েত উদ্যোগী হবে।

অবস্থান-আন্দোলন
শোকজ ও সাময়িক বরখাস্ত করার অভিযোগ তুলে আইএনটিইউসি প্রভাবিত উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে এমপ্লয়িজ ইউনিয়নের সদস্য ২৪৩ জন সোমবার গ্যাংম্যান নিউ ময়নাগুড়ি স্টেশনে অবস্থান আন্দোলন করলেন। ওই রেল কর্মীদের অভিযোগ, গত ২৩ ফেব্রুয়ারি কোন দেখানো ছাড়াই ১১ জন গ্যাংম্যানকে শোকজ করা হয়। ঘটনার প্রতিবাদ করলে তাঁদের মধ্যে ৫ জনকে সাময়িক বরখাস্ত করা হয়। এমপ্লয়িজ ইউনিয়নের আলিপুদুয়ার বিভাগীয় সম্পাদক যোগীন্দ্র সিংহ বলেন, “অন্যায় ভাবে ওই কর্মীদের শোকজ ও সাময়িক বরখাস্ত করা হয়েছে। আমাদের আন্দোলন চলবে।” যদিও ওই ঘটনা নিয়ে রেল কর্তারা মন্তব্য করতে চাননি।

রাস্তার কাজ থমকে
বাজে কাজের অভিযোগ ওঠায় রাস্তার কাজ বন্ধ করে দিলেন বিডিও। আলিপুরদুয়ার ২ ব্লকে টটপাড়া ১ পঞ্চায়েত এলাকার টটপাড়ায়। স্থানীয় মানুষের অভিযোগ, ওই এক কিমি রাস্তায় বালি পাথর বিছিয়ে দেওয়ার খরচ ধরা হয় ৯ লক্ষ ১৬ হাজার টাকা। তুরতুরি নদীর বালি পাথর ফেলার কথা থাকলেও স্থানীয় একটি পুকুরের বালি ফেলা হয়েছে। বিডিও সজল তামাং বলেন, “গ্রামবাসীদের লিখিত অভিযোগের ভিত্তিতে কাজ বন্ধ। তদন্ত শুরু করা হয়েছে।”

কৃষি-আলোচনাসভা
সোমবার আলিপুরদুয়ার ২ ব্লকে মাঝেরডাবরি পঞ্চায়েত এলাকার চারটি ফার্মাস ক্লাবের সদস্যদের নিয়ে কৃষি বিষয়ক এক আলোচনা অনুষ্ঠিত হল। ১৫০ কৃষক ওই আলোচনা সভায় উপস্থিত ছিলেন। উন্নত প্রযুক্তির প্রয়োগ, লাভজনক চাষ, কিষান ক্রেডিট কার্ড-সহ কৃষকদের সরকারি সুযোগ সুবিধার উপর আলোচনা করেন আলিপুরদুয়ার ২ ব্লক সহ কৃষি অধিকর্তা অম্লান ভট্টাচার্য।

দুর্ঘটনায় ভ্যানচালকের মৃত্যু
ট্রাক ধাক্কা মারায় এক ভ্যান রিকশা চালকের মৃত্যু হল। সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটে ময়নাগুড়ির ভোটপট্টি এলাকায়। পুলিশ জানায়, মৃতের নাম অমূল্য রায় (৫৫)। এ দিন ভ্যান চালিয়ে কাজে যাওয়ার সময় তাঁকে পিছন থেকে ধাক্কা দিয়ে একটি ট্রাক পালিয়ে যায়। ঘটনাস্থলে অমূল্যবাবু মারা যান।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.