টুকরো খবর
পূর্বে ক্রীড়া প্রতিযোগিতার সূচনা
পূর্ব মেদিনীপুর জেলা আন্ত:মহাবিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা ২০১৪ শুরু হল সোমবার। এ দিন সকালে কাঁথির অরবিন্দ স্টেডিয়ামে রাজ্য সরকারের উচ্চশিক্ষা অধিকরণের সহায়তায় এবং কাঁথি প্রভাতকুমার কলেজের ব্যবস্থাপনায় আয়োজিত ওই প্রতিযোগিতার উদ্বোধন করেন পূর্ব মেদিনীপুর জেলা সভাধিপতি মধুরিমা মণ্ডল। এ দিন প্রতিযোগিতার পুতাগ্নি প্রজ্জ্বলন করেন বিধায়ক দিব্যেন্দু অধিকারী। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিযোগিতার স্মারক পত্রিকার আনুষ্ঠানিক প্রকাশ করেন বিধায়ক বনশ্রী মাইতি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাঁথি প্রভাত কুমার কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অমিত দে। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মাধ্যক্ষ মামুদ হোসেন। তিন দিন ব্যাপী এই প্রতিযোগিতায় জেলার ১৬টি মহাবিদ্যালয়ের ৩০০ জন প্রতিযোগী ১০টি বিভাগে অংশগ্রহণ করবে। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, এ দিন বিভিন্ন অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ, মঙ্গলবার ফুটবল ও বুধবার শেষদিনে ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

নতুন ভবন বার অ্যাসোসিয়েশনের
পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের পুনর্নির্মিত ভবন ও ডিস্ট্রিক্ট সিভিল বার অ্যাসাসিয়েশনের শতবর্ষ ভবনের দ্বারোদ্ঘাটন হল সোমবার। এ দিন তমলুকে জেলা আদালত সংলগ্ন ওই দুই ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তমলুকের সাংসদ শুভেন্দু অধিকারী। সাংসদ এলাকা উন্নয়ন তহবিল থেকে ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের ভবন সংস্কার সহ পুনর্নির্মাণের জন্য ২৫ লক্ষ টাকা ও ডিস্ট্রিক্ট সিভিল বার অ্যাসোসিয়েশনের শতবর্ষ ভবন নির্মাণের জন্য ২৫ লক্ষ টাকা দেওয়া হয়। অনুষ্ঠানে শুভেন্দুবাবু বলেন, “ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসের সাথে তমলুক আদালতের ইতিহাস জড়িত। আর শতবর্ষ প্রাচীন এই আদালতের সঙ্গে আইনজীবীদের নিবিড় সম্পর্ক রয়েছে। তাই নবগঠিত পূর্ব মেদিনীপুর জেলা আদালত ভবন তৈরির জন্য আইনজীবীদের দাবি মেনে এখানে জেলা আদালত ভবন তৈরির জন্য পরিকল্পনা নেওয়া হয়েছিল। রাজ্য সরকারের সহায়তায় জেলা আদালত ভবন তৈরির কাজ চলছে।”

দেনান-দেহাটি খাল সংস্কার শুরু শীঘ্রই
পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ও কোলাঘাট ব্লকের জল নিকাশি ব্যবস্থার উন্নয়নের জন্য দেনান-দেহাটি খাল সংস্কার কাজ শীঘ্রই শুরু হচ্ছে বলে জানা গিয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি ওই নিকাশি খাল সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাজ্যের সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। পাঁশকুড়ার কাঁসাই নদী থেকে কোলাঘাট শহরে রূপনারায়ণ নদী পর্যন্ত প্রায় ২২ কিলোমিটার দীর্ঘ দেহাটি খালের ধুলিয়াড়া থেকে কোলাঘাট শহর পর্যন্ত ১৬ কিলোমিটার অংশের সংস্কারের কাজ হবে। এছাড়াও কোলাঘাটের বরদাবাড়ে দেহাটি খাল থেকে দেনানে রূপনারায়ণ নদী পর্যন্ত ৭.৩ কিলোমিটার দীর্ঘ দেনান খালও সংস্কার হবে। এজন্য সেচ দফতর মোট ২ কোটি ৭১ লক্ষ ৪২ হাজার টাকা বরাদ্দ করেছে। সোমবার কোলাঘাট পঞ্চায়েত সমিতির অফিসে ওই খাল সংস্কার কাজের বিষয়ে জেলা সেচ দফতরের আধিকারিক, ব্লক প্রশাসন, সংশ্লিষ্ট এলাকার পঞ্চায়েত প্রধানদের নিয়ে প্রস্তুতি বৈঠক হয়। ওই বৈঠকে সংস্কারের কাজের জন্য জনপ্রতিনিধি ও বাসিন্দাদের সাহায্য পেতে পদক্ষেপ নেওয়া হবে সিদ্ধান্ত নেওয়া হয়।

শিক্ষক সম্মেলন
তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির কাঁথি পশ্চিম চক্রের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার। এ দিন কাঁথি ১ ব্লকের কঁচুড়ি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত সম্মেলনে চক্রের ৭০টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় দুশো জন শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন। সম্মেলনে দক্ষিণ কাঁথির বিধায়ক দিব্যেন্দু অধিকারী শিক্ষকদের আরও দায়িত্বশীল ও যত্নবান হওয়ার জন্য আবেদন জানান। তিনি বলেন, “বিগত বাম জমানায় রাজ্যের শিক্ষাক্ষেত্রগুলি রাজনীতির আখড়ায় পরিণত হয়েছিল। বতর্মানে শিক্ষাক্ষেত্রগুলিকে রাজনীতি মুক্ত করা সম্ভব হয়েছে। তার সঙ্গে শিক্ষাক্ষেত্রগুলির পরিকাঠামোর উন্নতি সাধন ও পঠনপাঠনেরও মানোন্নয়ন ঘটেছে।”

প্রশিক্ষণ কেন্দ্র
তমলুক রামকৃষ্ণ মঠ ও মিশনের বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্রের নবনির্মিত ভবন উদ্বোধন হল সোমবার। এ দিন বিকেলে তমলুক শহরের পার্বতীপুর এলাকায় সাংসদ এলাকা উন্নয়ন তহবিলের বরাদ্দ অর্থে নির্মিত প্রশিক্ষণ কেন্দ্রের নতুন ভবনের উদ্বোধন করেন তমলুকের সাংসদ শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর সাংসদ এলাকা উন্নয়ন তহবিল থেকে ওই কেন্দ্রের ভবন নির্মাণের জন্য ২৫ লক্ষ টাকা দেওয়া হয়। ছিলেন তমলুক রামকৃষ্ণ মঠ ও মিশনের সম্পাদক স্বামী সত্যাত্মানন্দ, স্বামী গঙ্গাধরনন্দ।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.