মাধ্যমিকে প্রথম দিন নির্বিঘ্নেই
নির্বিঘ্নে শুরু হল মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা ঘিরে সোমবার জেলার কোথাও কোনও অনভিপ্রেত ঘটনা ঘটেনি বলেই প্রশাসন সূত্রে খবর। পরীক্ষাগ্রহণ কেন্দ্রগুলিতে পুলিশি প্রহরার ব্যবস্থা ছিল। যানজট সমস্যা এড়াতে বিভিন্ন রাস্তাতেও বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছিল। অন্য দিকে, এদিনই শেষ হল মাদ্রাসা পরীক্ষা। এই পরীক্ষাও নির্বিঘ্নে হয়েছে জানা গিয়েছে।
এ বার জেলায় মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৬৯ হাজার ৩৩১। এরমধ্যে ৩৪ হাজার ১৫৬ জন ছাত্র। ৩৫ হাজার ১৭৫ জন ছাত্রী। সবমিলিয়ে ১৪৮টি পরীক্ষাগ্রহণ কেন্দ্রে পরীক্ষা নেওয়া হচ্ছে। সোমবার সকাল থেকেই প্রতিটি পরীক্ষাগ্রহণ কেন্দ্রের সামনে পুলিশি নজরদারি ছিল। স্কুল চত্ত্বরে পুলিশ মোতায়েন ছাড়াও আশপাশে পুলিশের দল নজরদারি চালিয়েছে। ভিডিও ক্যামেরা নিয়ে পরীক্ষাকেন্দ্র ও তার আশেপাশের এলাকায় একটি দল নজরদারি চালিয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। মধ্যশিক্ষা পর্ষদের জেলা নজরদারি দলের আহ্বায়ক নির্মলেন্দু দে বলেন, “সোমবার সুষ্ঠু ভাবেই পরীক্ষা হয়েছে। কোথাও কোনও অনভিপ্রেত ঘটনা ঘটেনি। আমি নিজেও জঙ্গলমহলের বিভিন্ন কেন্দ্রে গিয়েছি। দেখেছি, ছাত্রছাত্রীরা ভাল ভাবেই পরীক্ষা দিয়েছে। তাদের কোনও রকম সমস্যায় পড়তে হয়নি বলেই শুনেছি।” তিনি বলেন, “নির্বিঘ্নে পরীক্ষা-পর্ব সম্পন্ন করতে এ বার আগে থেকেই যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে। পুলিশ-প্রশাসনকে নিয়ে বিভিন্নস্তরে দফায় দফায় বৈঠক হয়েছে। এ বারও কিছু পরীক্ষাগ্রহণ কেন্দ্রকে ‘স্পর্শকাতর’ হিসেবে চিহ্ণিত করা হয়েছিল। সেই সব কেন্দ্রে বিশেষ নজরদারির ব্যবস্থা ছিল। আশা করি, মাধ্যমিকের আগামী দিনগুলোও নির্বিঘ্নেই সম্পন্ন হবে।”
মাধামিকের বিভিন্ন বিভিন্ন পরীক্ষাগ্রহণ কেন্দ্রে এ দিন পরিদর্শনে যান মহকুমা শাসক-বিডিওরা। কেন্দ্রে গিয়ে তাঁরা সমস্ত দিক খতিয়ে দেখেন। মাধ্যমিক জীবনের প্রথম বড় পরীক্ষা। ফলে, এই পরীক্ষা নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে একটা উদ্বেগ থাকেই। বিশেষ করে পরীক্ষার প্রথম দিনে চিন্তাও একটু বেশিই হয়। এ দিন পরীক্ষা কেন্দ্রে ঢোকার মুখে অনেক ছাত্রছাত্রীর চোখেমুখে সেই উদ্বেগের ছবি ধরা পড়ে। উদ্বেগে ছিলেন তাদের অভিভাবকেরাও। তবে পরীক্ষা শেষে ওই সব ছাত্রছাত্রী হাসিমুখে পরীক্ষা কেন্দ্র থেকে বেরোন। এ দিন জেলায় বাস পরিবহণ ব্যবস্থা অন্য দিনের মতো ছিল। এদিন মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারেও নির্বিঘ্নে মাধ্যমিক পরীক্ষা হয়েছে।
সোমবারই শেষ হল মাদ্রাসা পরীক্ষা। এ বার জেলায় পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯৩৩। এরমধ্যে ৩৭৭ জন ছাত্র। ছাত্রীর সংখ্যা ছিল ৫৫৬ জন। সবমিলিয়ে ৪টি পরীক্ষাগ্রহণ কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়। মাদ্রাসা শিক্ষক- শিক্ষাকর্মী সমিতির জেলা সম্পাদক মির্জা আজিবুর রহমান বলেন, “সুষ্ঠু ভাবে পরীক্ষা-পর্ব সম্পন্ন হয়েছে। মাদ্রাসা পরীক্ষা ঘিরে জেলার কোথাও কোনও অনভিপ্রেত ঘটনা ঘটেনি।”


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.