টুকরো খবর
স্থগিতের আর্জি

২৪ ফেব্রুয়ারি
রাজীব গাঁধী হত্যার চার আসামি নলিনী, রবার্ট পায়াস, জয়কুমার ও রবিচন্দ্রনের মুক্তির উপরে স্থগিতাদেশ চাইল কেন্দ্র। সম্প্রতি রাজীব হত্যার তিন আসামি পেরারিবালন, মুরুগন, শান্তনের ফাঁসি মকুব করে সুপ্রিম কোর্ট। পরে মামলার ৭ আসামিকেই মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা। কেন্দ্রের আর্জিতে পেরারিবালন, মুরুগন ও শান্তনের মুক্তি স্থগিত রেখেছে শীর্ষ আদালত। সোমবার বাকি চার জনের মুক্তির উপরেও স্থগিতাদেশ চেয়েছে কেন্দ্র।

মৃত্যুদণ্ড দেওয়া হবে না ইতালির মেরিনদের
ভারতীয় দুই মৎস্যজীবী খুনে অভিযুক্ত ইতালির মেরিনদের বিরুদ্ধে জলদস্যু-দমন আইনে অভিযোগ তুলে নিল কেন্দ্র। ফলে, মেরিনদের মৃত্যুদণ্ডের সম্ভাবনাও রইল না। কেরলের উপকূলে মৎস্যজীবী খুনে অভিযুক্ত মেরিনদের নিয়ে টানাপোড়েন চলছে দীর্ঘ দিন ধরে। গত বছর ভোট দেওয়ার জন্য ইতালিতে গিয়েছিলেন ম্যাসিমিলানো লাতোরে ও সালভাতোরে গিরোনে নামে ওই দুই মেরিন। পরে ইতালি সরকার জানিয়ে দেয়, ওই দুই মেরিন আর ভারতে ফিরবেন না। সুপ্রিম কোর্টে মেরিনদের ফেরা নিয়ে মুচলেকা দিয়েছিলেন ইতালীয় রাষ্ট্রদূত ড্যানিয়েল মানচিনি। তাঁর ভারত ছেড়ে যাওয়ার উপরে নিষেধাজ্ঞা জারি করে নয়াদিল্লি। পরে মেরিনরা ভারতে ফেরেন। তবে মৃত্যুদণ্ড হতে পারে এমন আইনে যাতে তাঁদের বিরুদ্ধে অভিযোগ আনা হয় তা নিয়ে তৎপর ইতালি সরকার। এমনকী, মেরিনদের বিচার ইতালিতেই হওয়া উচিত বলে সম্প্রতি রাষ্ট্রপুঞ্জ ও ইউরোপীয় ইউনিয়নকে জানায় রোম। এখন আর সেই সম্ভাবনা রইল না।

সীমান্ত প্রশ্ন
ভারত-চিন সীমান্তে সড়ক ও রেল পরিকাঠামোর বেহাল দশা নিয়ে প্রশ্ন তুলেছে একটি সংসদীয় কমিটি। পরিকাঠামো উন্নয়নে চিনাদের তৎপরতা দেখে ওই এলাকার উন্নয়নে জোর দিয়েছিল কেন্দ্র। কিন্তু কমিটি জানিয়েছে, কাজের কাজ বিশেষ হয়নি। ২৭টি সড়ক তৈরির অনুমোদন দেওয়া হলেও তৈরি হয়েছে মাত্র একটি। গুরুত্বপূর্ণ রেলপথ তৈরিও ঝুলে আছে। চিনা সেনা লাদাখের যে সব এলাকায় অনুপ্রবেশ করেছিল তার মধ্যে রয়েছে দৌলত বেগ ওল্ডিও। সেখানেও পথ তৈরি আটকে রয়েছে। এমনকী, বায়ুসেনার বিমান-কপ্টার নামার জায়গা তৈরির বরাতও দেওয়া হয়েছে দেরিতে।

জবাব তলব
দিল্লিতে রাষ্ট্রপতি শাসন জারি নিয়ে কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট। রাষ্ট্রপতি শাসনের বিরুদ্ধে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল আম আদমি পার্টি। তাদের সেই আবেদনের প্রেক্ষিতেই সোমবার কেন্দ্রের মত জানতে চান বিচারপতি আর এম লোধা ও দীপক মিশ্র। কেন্দ্রীয় সরকারকে এর জন্য দশ দিন সময়ও দেওয়া হয়েছে। তবে এ ক্ষেত্রে কংগ্রেস বা বিজেপির জবাব তলব করেনি সুপ্রিম কোর্ট। বিচারপতিরা স্পষ্ট করে দিয়েছেন, বিষয়টি কেবল সাংবিধানিক পরিসরেই বিচার করতে চান তাঁরা।

বিজেডির ধর্না
ওড়িশাকে বিশেষ রাজ্যের মর্যাদা না দেওয়ায় সোমবার ভুবনেশ্বরের রাজভবনের কাছে ধর্নায় বসলেন শাসক দল বিজেডির নেতারা। তাঁদের যুক্তি, কেন্দ্র যে রঘুরাম রাজন কমিটির সুপারিশ মেনে সীমান্ধ্রকে বিশেষ মর্যাদা দিয়েছে, সেই কমিটিই তো ওড়িশাকেও পিছিয়ে পড়া রাজ্যের তকমা দিয়েছিল। বিজেডির অভিযোগ, কেন্দ্র আসলে রাজনৈতিক কারণেই ওড়িশাকে বঞ্চিত করেছে।

দুর্ঘটনায় মৃত
বিয়েবাড়ি থেকে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। আহত কয়েকজন। পুলিশ জানিয়েছে, গতকাল যাত্রীদের নিয়ে একটি জিপ গর্জি থেকে তুলামুড়া যাচ্ছিল। চালক নিয়ন্ত্রণ হারালে জিপটি উল্টে যায়। ৮-১০ যাত্রী গুরুতর জখম হন। পুলিশ জানায়, চিকিৎসা চলাকালীন অমিত জামাতিয়া নামে এক যাত্রীর মৃত্যু হয়। চালক পলাতক।

আটক মোবাইল
তহেলকা সম্পাদক তরুণ তেজপালের মোবাইল ফোন আটক হল সদা জেল থেকে। পুলিশ সূত্রের খবর, ভাস্কো শহরের কাছে সদা জেলে মঙ্গলবার আচমকা নজরদারিতে যায় পরিদর্শকের দল। ডেপুটি কালেক্টর গৌরীশ শঙ্খলকর জানিয়েছেন, জেল থেকে মোট ন’টি মোবাইল ফোন আটক করা হয়েছে। তার মধ্যে একটি তরুণ তেজপালের।

গ্রেনেড হানা
গ্রেনেড বিস্ফোরণে জখম হলেন ৮ জন। ঘটনাটি ঘটেছে কামরূপ জেলায়। পুলিশ জানায়, আজ সন্ধ্যা ৬টা নাগাদ বাইহাটা এলাকার গাছবাড়ি সাপ্তাহিক বাজারে মোটরবাইক সওয়ার দুই যুবক দু’টি গ্রেনেড ছুঁড়ে পালায়। বিস্ফোরণে আটজন জখম হন। কোনও সংগঠন ঘটনার দায় স্বীকার করেনি।

রিপোর্ট তলব
সঞ্জয় দত্তের প্যারোলের মেয়াদ আরও এক বার বাড়ানোর এক সপ্তাহের মধ্যে মহারাষ্ট্র সরকারের কাছে রিপোর্ট তলব করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এই অভিযুক্ত বলিউড অভিনেতার কেন বারবার প্যারোলে মুক্তি মিলছে তার বিস্তারিত কারণ ব্যাখ্যা করে জমা দিতে হবে রিপোর্ট।

নিহত জঙ্গি
যৌথ বাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল এনডিএফবি সংবিজিৎ গোষ্ঠীর এক জঙ্গির। পুলিশ জানায়, রবিবার শোণিতপুরে পুলিশ ও সিআরপি-র কোবরা বাহিনী তল্লাশি চালায়। তখন সংঘর্ষ হয়। গুলির লড়াইয়েই ওই জঙ্গির মৃত্যু হয়।

বোমাসহ গ্রেফতার
শক্তিশালী বোমা সহ এক যুবককে গ্রেফতার করেছে সিআরপিএফ। রবিবার রাতে ধুবুরির তামারহাটের কুমারগঞ্জ গ্রামে। ধৃত বেল্লালউদ্দিন শেখের বাড়ি গৌরীপুর থানার মধুশৌলমারি গ্রামে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.