টুকরো খবর
বাংলাদেশে সংঘর্ষে হত আটক জঙ্গি

২৪ ফেব্রুয়ারি
প্রিজন ভ্যান থেকে সঙ্গীরা তাকে ছিনতাই করেছিল গত কাল। পরে ফের ধরা পড়ে সে। বাংলাদেশ সরকার জানিয়েছে, আজ জামাতুল মুজাহিদিন জঙ্গি রাকিবুল ইসলামকে নিয়ে তার সঙ্গীদের খোঁজে বেরিয়েছিল তারা। তখনই জঙ্গি-পুলিশ সংঘর্ষে নিহত হয় ওই জঙ্গি। কাল তিন জেএমবি জঙ্গি সালাউদ্দিন সালেহিন, জাহিদুল ইসলাম ও রাকিবুল ইসলামকে একটি মামলায় হাজিরার জন্য নিয়ে যাচ্ছিল ময়মনসিংহ পুলিশ। ত্রিশাল মোড়ে পুলিশের গাড়ির উপরে হামলা চালায় তাদের সঙ্গীরা। নিহত হন এক পুলিশ। তিন সঙ্গীকে নিয়ে পালায় জঙ্গিরা। পলাতকদের ছবি টেলিভিশনে প্রচারিত হতে থাকে। সেই ছবির সঙ্গে মিল থাকায় পরে পলাতক রাকিবুলকে আটক করেন টাঙ্গাইলের বাসিন্দারা। তার এক সঙ্গীকেও আটক করা হয়। ফের গ্রেফতার হয় তারা। পুলিশ জানায়, রাকিবুলের সঙ্গীও এক জেএমবি জঙ্গি। আজ ভোরে রাকিবুলকে নিয়ে তার পলাতক সঙ্গীদের খুঁজতে বেরিয়েছিলেন তদন্তকারীরা। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বেলতৈল এলাকায় পৌঁছলে জঙ্গিরা পুলিশকে আক্রমণ করে। শুরু হয় গুলির লড়াই। তাতেই নিহত হয় রাকিবুল। তার দুই পলাতক সঙ্গী সালাউদ্দিন ও জাহিদুলের গ্রেফতারির জন্য পুরস্কার বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করা হয়েছে। বাংলাদেশের বিশেষ বাহিনী র্যাব জানিয়েছে, জেএমবি বাংলাদেশে সক্রিয়তা বাড়িয়েছে। ময়মনসিংহে পুলিশ মেরে জঙ্গি ছিনতাইয়ের ঘটনা সেই তৎপরতারই অঙ্গ।

প্রৌঢ়ের দেহে ৪২টি মুক্তো

২৪ ফেব্রুয়ারি
চিনে এক প্রৌঢ়ের শরীর থেকে ৪২টি মুক্তো বার করা হল অস্ত্রোপচার করে। হুনান প্রদেশের চাংসা-র ঘটনা। ৬১ বছর বয়সি ঝৌ-এর কোমরে ও পায়ে চামড়ার নীচে ৩ বছর ধরে বসানো ছিল এতগুলি মুক্তো। পায়ে ব্যথা হত বলে এক বন্ধু এই দাওয়াই বাতলেছিলেন তাঁকে। নিজের এক আত্মীয়ও এতে উপকার পেয়েছেন শুনে, স্থানীয় এক চিকিৎসককে দিয়ে ঝৌ মুক্তো বসান শরীরে। কিন্তু গত বছর থেকে চলাফেরার ক্ষমতাই হারিয়ে ফেলেন তিনি। সম্প্রতি চিকিৎসকের কাছে গেলে দেখা যায়, মুক্তোগুলোর কারণে তাঁর পায়ে রক্ত চলাচল প্রায় বন্ধ হওয়ার উপক্রম। গত সপ্তাহে চিকিৎসকরা মুক্তো থেকে মুক্তি দিয়েছেন তাঁকে।

তাইল্যান্ডে ফের হত শিশু

২৪ ফেব্রুয়ারি
সরকার-বিরোধী মিছিলের উপর হামলায় আরও এক শিশুর মৃত্যু হল তাইল্যান্ডে। সোমবার মারা গিয়েছে ৬ বছরের একটি মেয়ে। রবিবারই মৃত্যু হয়েছিল তার ভাইয়ের। প্রধানমন্ত্রী শিনাবাত্রার পদত্যাগের দাবিতে রবিবার ট্র্যাট প্রদেশ ও রাজধানী ব্যাঙ্ককের দুটি মিছিলে হামলা চালিয়েছিল দুষ্কৃতীরা। মৃত্যু হয় তিন শিশু ও এক মহিলার। মৃত্যু মিছিল অব্যাহত সোমবারও। প্রধানমন্ত্রী ইংলাক শিনাবাত্রা অবশ্য গোটা ঘটনাটির নিন্দা করে হামলার দায় চাপিয়েছেন সন্ত্রাসবাদীদের উপরই।

পোলিওর মতো

২৪ ফেব্রুয়ারি
আমেরিকা পোলিওমুক্ত হয়েছে সেই ১৯৫০-এর দশকেই। কিন্তু ক্যালিফোর্নিয়ার পাঁচটি শিশুর মধ্যে পোলিও জাতীয় রোগের লক্ষণ দেখে চিন্তায় পড়েছেন চিকিৎসক ও বিজ্ঞানীরা। হাত-পা অসাড় হয়ে যাচ্ছে ওই শিশুদের। অথচ পাঁচ জনেরই পোলিও টিকা নেওয়া ছিল। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী কিথ ভ্যান হারেন ও তাঁর সহযোগী বিজ্ঞানীরা এক রিপোর্টে এই ঘটনার কথা উল্লেখ করেছেন। আগামী এপ্রিল মাসে আমেরিকান অ্যাকাডেমি অব নিউরোলজির সম্মেলনে পেশ করা হবে ওই রিপোটর্র্।

মিশর সরকারের ইস্তফা
এক মাসের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়ার কথা মিশরে। আর তার আগেই পদত্যাগ করল মিশরের অন্তর্বর্তী সরকার। আজ এই কথা ঘোষণা করেছেন মিশরের প্রধানমন্ত্রী হাজেম আল-বেবলাউই। এ দিন দেশবাসীর উদ্দেশে একটি বক্তৃতায় তিনি দাবি করেন, মিশরকে নানা সঙ্কট থেকে বের করে আনার সব ধরনেরই চেষ্টা করেছে এই সরকার। যদিও অন্তর্বর্তী সরকারের তরফে আচমকা কেন এমন সিদ্ধান্ত নেওয়া হল, সেই বিষয়ে স্পষ্ট কিছু জানাননি পদত্যাগী প্রধানমন্ত্রী। তবে অন্তর্বর্তী সরকারের এই পদক্ষেপের ফলে দেশের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আবদেল ফতাহ আল-সিসি মিশরের প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার দিকে আরও এক ধাপ এগিয়ে গেলেন বলেই ধারণা অনেকের।

পাচারকারী ধৃত
আমেরিকায় সব থেকে বেশি মাদক পাচার করতেন তিনি। মাদক পাচারে বিশ্ব জোড়া নামডাক ছিল তাঁর। সেই মাদক মাফিয়া জোয়াকিন এল চাপো গুজমানকে মেক্সিকোর মাজাটলান শহর থেকে পাকড়াও করলেন মেক্সিকোর নৌবাহিনীর কম্যান্ডোরা। অভিযানে একটি বুলেটও খরচ করেননি তাঁরা। শনিবারের এই অভিযানের পর খুশি মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিকে পেনা নিয়েটো। টুইটারে সকলকে অভিনন্দন জানিয়েছেন তিনি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.