টুকরো খবর
জোর করে ছাত্রীকে সিঁদুর, গ্রেফতার যুবক
এক কলেজ পড়ুয়াকে উত্যক্ত করার অভিযোগে জেলে গিয়েছিলেন ছোটনীলপুরের শ্যামল দাস। মাস ছয়েক আগে ছ’দিন জেলে থাকার পরে জামিনে ছাড়াও পান। কিন্তু তারপরে ওই ছাত্রীকেই জোর করে সিঁদুর পরিয়ে দেওয়ার অভিযোগে সোমবার ফের তাকে গ্রেফতার করেছে পুলিশ। বর্ধমান থানা সূত্রে জানা গিয়েছে, বড়নীলপুরের বটতলার বাসিন্দা ওই ছাত্রী এ দিন বাড়ি থেকে বের হতেই তাকে অনুসরণ করতে থাকেন কাঠের মিস্ত্রি শ্যামল দাস। দু’জনেই সাইকেলে ছিলেন। অভিযোগ, শ্যামলের হাত থেকে বাঁচতে শহরের শূলিপুকুরের ধার দিয়ে ঘুরে যাওয়ার চেষ্টা করেন মহিলা কলেজের ওই ছাত্রী। শ্যামলও ওই পথে গিয়ে তাকে জোর করে সিঁদুর পরিয়ে দেয় বলে অভিযোগ। ছাত্রীটি চিৎকার শুরু করায় আশপাশের লোকেরা এসে শ্যামলকে আটকে রাখেন। কলেজে খবর পৌঁছতে অন্যান্য ছাত্রীরা জোর করে শ্যামলকে কলেজে নিয়ে আসেন। সেখানে তাঁকে গণপিটুনি দেওয়া হয় বলেও শ্যামলের দাবি। এরপরেই পুলিশ খবর পেয়ে শ্যামলকে গ্রেফতার করে। কলেজের ছাত্রীরা সদলে এসে শ্যামলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পুলিশ জানিয়েছে, জেরায় শ্যামল জানিয়েছে ওই ছাত্রীর সঙ্গে তিন বছর ধরে তাঁর প্রেমের সম্পর্ক রয়েছে। তবে কয়েক মাস আগে ওই ছাত্রী তাকে এড়িয়ে চলতে শুরু করেন। যোগাযোগ করার চেষ্টা করলে তাঁর বিরুদ্ধে উত্যক্ত করার অভিযোগ দায়ের করেন ওই ছাত্রী। শ্যামলের দাবি, ওই ছাত্রীকে অন্য কেউ যাতে বিয়ে করতে না পারে তাই জেল থেকে বেরিয়ে এ দিন তাঁকে সিঁদুর পরিয়ে দেন তিনি। ওই ছাত্রী অবশ্য বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে চাননি।

চাষিদের দাবি জানাতে সমিতি
চাষিদের নানা দাবিদাওয়া তুলে ধরতে কালনা ১ ব্লকের সুলতানপুর পঞ্চায়েতে তৈরি হল চাষি সমিতি। সোমবার সংগঠনের তরফে জানানো হয়েছে, চলতি মরসুমে তাঁদের মূল দাবি, সকাল ৭টার মধ্যে চাষিদের আলুর দর জানানো ও কম্পিউটার কাঁটার ব্যবহার। এছাড়া ধানের বস্তার ওজন ৬০ থেকে কমিয়ে ৫০ করারও দাবি তুলেছেন তাঁরা। সংগঠনের সম্পাদক আজমত শেখ জানান, মাঠ থেকে আলু তোলার কাজ শুরু হয়েছে। তাঁর দাবি, সাধারণত রাত ৮টার পরে আলু ব্যবসায়ী সমিতি দর ঘোষণা করে। ততক্ষণে আলু চলে যায় ব্যবসায়ীদের হাতে। সকালে চাষিরা দর জেনে গেলে পরিস্থিতি বুঝে বিক্রি করতে পারবে। বিষয়টি নিয়ে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি, বিডিও এবং কৃষি দফতরে স্মারকলিপিও দেবেন তাঁরা। সংগঠনের সভাপতি সজল ঘোষের কথায়, “সমস্ত ফসলের বস্তার ওজন ৫০ কেজি। অথচ ধানের বস্তা ৬০ কেজি হওয়ায় তা তোলা নামানোর কাজে অসুবিধা হয় খেতমজুরদের। এই ব্যবস্থা বদল চেয়েছি আমরা।”

ধর্ষণের নালিশ, গ্রেফতার যুবক
ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল মঙ্গলকোট থানার পুলিশ। রবিবার রাতে পিণ্ডিরা গ্রাম থেকে ওই ব্যাক্তিকে ধরা হয়। পুলিশ জানিয়েছে, ধৃত লক্ষ্মী সর্দারকে সোমবার আদালতে তোলা হলে কাটোয়ার এসিজেএম তাঁকে ২ দিন পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। পুলিশ জানিয়েছে, গত ১৯ ফেব্রুয়ারি রাতে বাড়িতে ঢুকে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ওই ব্যক্তিকে ধরা হয়েছে। পরে রবিবার বিকেলে মঙ্গলকোট থানায় অভিযোগ দায়ের করে ওই মহিলা জানান, তাঁর স্বামী বাড়িতে ছিলেন না। সেই সুযোগে বাড়িতে ঢুকে জোর করে তাঁকে ধর্ষণ করে লক্ষ্মী। অভিযোগ পাওয়ার পরে রাতেই লক্ষ্মীকে গ্রেফতার করেছিল পুলিশ।

স্কুলের নতুন ভবন
সাতটি নতুন শ্রেণিকক্ষের উদ্বোধন হল পূর্বস্থলী ১ ব্লকের নাদনঘাট রামপুরিয়া উচ্চ বিদ্যালয়ে। রবিবার পূর্বস্থলী দক্ষিণ কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ কক্ষগুলির উদ্বোধন করেন, নাম দেন- সবুজ ভবন। স্কুল সূত্রে জানা গিয়েছে, ভবন নির্মাণে সর্বশিক্ষা মিশনের ৩০ লক্ষ টাকা খরচ হয়েছে। স্বপনবাবু জানান, ওই স্কুলে বিজ্ঞান বিভাগ চালু হতে চলেছে। ল্যাবরেটরি নির্মাণে বিধায়ক তহবিল থেকে পাঁচ লক্ষ টাকা দেওয়া হবে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.