টাটকা খবর
স্থগিত রান্নার গ্যাসের ধমর্ঘট
মঙ্গলবার থেকে দেশ জুড়ে রান্নার গ্যাসের ডিস্ট্রিবিউটরদের ডাকা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট হচ্ছে না। সোমবার তেল সংস্থাগুলির সঙ্গে বৈঠকের পরে ধর্মঘটী দুই সংগঠন জানিয়েছে, তেল সংস্থাগুলি তাদের দাবি খতিয়ে দেখার আশ্বাস দেওয়ায় তারা ওই সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখছেন।
গ্যাসের বিপণন নীতি সংশোধন সহ বিভিন্ন দাবিতে আজ থেকে ধর্মঘটের ডাক দিয়েছিল অল ইন্ডিয়া এলপিজি ডিস্ট্রিবিউটর্স ফেডারেশন ও ফেডারেশন অব এলপিজি ডিস্ট্রিবিউটর্স অব ইন্ডিয়া। এ দিন তাদের সঙ্গে বৈঠকে বসেন ইন্ডিয়ান অয়েল, হিন্দুস্থান পেট্রোলিয়াম ও ভারত পেট্রোলিয়ামের এক্সিকিউটিভ ডিরেক্টররা। সেখানেই তেল সংস্থার কর্তারা আশ্বাস দেন, গ্যাসের বিপণন নীতি নিয়ে ডিস্ট্রিবিউটরদের অভিযোগের সঙ্গে অন্য দাবিগুলি খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করা হবে। তাতে তেল সংস্থার পাশাপাশি ডিস্ট্রিবিউটরদের প্রতিনিধিও থাকবেন। আগামী ৩১ মার্চের মধ্যে কমিটি রিপোর্ট দেবে। এর পরই এ দিন সন্ধ্যায় ওই দুই সংগঠনের কর্তা পবন সোনি ও প্রতাপ দোশি গ্রাহক স্বার্থে ধর্মঘট স্থগিত রাখার কথা জানান।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, এ রাজ্যে রোজ গড়ে দু’লক্ষের মতো সিলিন্ডার গ্রাহকদের সরবরাহ করেন ডিস্ট্রিবিউটরেরা। বিভিন্ন কারণে এমনিতেই এখন গ্যাস বুক করার পরে তা পেতে কমপক্ষে ১০-১৫ দিন দেরি হচ্ছে। এর উপর ধর্মঘট হলে সমস্যা আরও বাড়ত বলেই আশঙ্কা সংশ্লিষ্ট মহলের।

রাজ্য পুলিশের নিজের বাড়ি ভবানী ভবন
এত দিন রাজ্য পুলিশের নিজস্ব কোনও বাড়ি ছিল না। রাজ্য পুলিশের ডিজি-কে মহাকরণে বসে কাজ সামলাতে হত। কলকাতার বিভিন্ন জায়গায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা রাজ্য পুলিশের বিভিন্ন বিভাগকে এক ছাদের তলায় এনে সোমবার থেকে কাজ শুরু হল। আনুষ্ঠানিক ভাবে এ দিন থেকে ভবানী ভবনকেই রাজ্য পুলিশের নিজস্ব বাড়ি হিসেবে চিহ্নিত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ভবানী ভবনে মুখ্যমন্ত্রী। ছবি: সুদীপ আচার্য।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্য পুলিশের পরিকাঠামোগত উন্নতির প্রথম ধাপ তার নিজস্ব বাড়ি হওয়া। পরে ধাপে ধাপে পরিকাঠামোর আরও উন্নতি হবে।
মুখ্যমন্ত্রী এ দিন বলেন, “কলকাতা পুলিশের তবুও পরিকাঠামো রয়েছে। তার নিজস্ব বাড়ি রয়েছে। রাজ্য পুলিশ তো এত দিন বঞ্চিতই ছিল। রাজ্য পুলিশের ডিরেক্টরেট এখান থেকেই এখন কাজ করবে।” মুখ্যমন্ত্রী আরও জানান, ভবানী ভবনে রাজ্য পুলিশের ডিজি-র কার্যালয় থাকবে। নবান্ন-র পাশাপাশি ডিজি দিনে ঘণ্টা দু’য়েক ভবানী ভবনের দফতরে বসবেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.