মাধ্যমিক ’১৪
পুরুলিয়া জেলা
• মোট পরীক্ষার্থী: ৩৫,৫৭২
• ছাত্র: ১৮,৫১৭
• ছাত্রী: ১৭,০৫৫
• পরীক্ষার্থী বেড়েছে: ৩,০০০
• মোট পরীক্ষাকেন্দ্র: ৯৮টি (মূল কেন্দ্র: ৬১, মূল কেন্দ্রের অধীনে: ৩৭)
• কেন্দ্র বেড়েছে: ১০টি
• কন্ট্রোল রুম: ০৩২৫২-২২২৪৩৮
বাঁকুড়া জেলা
• মোট পরীক্ষার্থী: ৪৭,৬৭২
• ছাত্র: ২৪,৮৩০
• ছাত্রী: ২২,৮৪২
• পরীক্ষার্থী বেড়েছে: ১,৯৫৪
• মোট কেন্দ্র: ১০৭ (মূল কেন্দ্র: ৮১, মূল কেন্দ্রের অধীনে: ২৬)
• কেন্দ্র বেড়েছে: ৫টি
• কন্ট্রোল রুম: ০৩২৪২-৩৫৩৩০, ৯৪৭৫১৪১৭২১
বীরভূম
• মোট পরীক্ষার্থী: ৪০,৬৮৯ জন।
• মহকুমা ভিত্তিক পরীক্ষার্থীর সংখ্যা: সিউড়ি ১৪,২৬৮, রামপুরহাট ১৬,৪৪৮, বোলপুর ৯,৯৭৩।
• ছাত্র: ১৯,৫৩৫।
• ছাত্রী: ২১,১৫৪।
• পরীক্ষাগ্রহণ কেন্দ্র: ১০৭টি। মূলকেন্দ্র ৩০, উপকেন্দ্র ৭৭।
• মহকুমা ভিত্তিক কেন্দ্র: সিউড়ি ১১টি মূলকেন্দ্র এবং ২৯টি উপকেন্দ্র, রামপুরহাট ১৩টি মূলকেন্দ্র এবং ২৬টি উপকেন্দ্র, বোলপুর ৬টি মূলকেন্দ্র এবং ২০টি উপকেন্দ্র।
• কোনও অভিযোগ থাকলে: কেন্দ্রীয় কন্ট্রোল রুম (০৩৩) ২৩৫৯-২২৭৭/৭৮
কল্যাণময় গঙ্গোপাধ্যায় (প্রশাসক, মধ্যশিক্ষা পর্ষদ) ৯০৫১৪১৪১১১
পড়ুয়ারা যাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে, তা নিশ্চিত করতে এ বছরও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রত্যেকটি পরীক্ষা গ্রহণকেন্দ্রে ১০ জন করে সিভিক পুলিশ থাকবে। পরীক্ষা শুরু ও শেষ হওয়ার সময় যে পথে পরীক্ষার্থীরা যাতায়াত করবে, সেই পথে ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যবস্থা করবে পুলিশ। বেশ কয়েকটি পরীক্ষা কেন্দ্রে নজরদারি চালাতে ভিডিওগ্রফি-র ব্যবস্থা করা হয়েছে।
— অলোক রাজোরিয়া, জেলা পুলিশ সুপার।
* সারা রাজ্যে সংবেদনশীল কেন্দ্রে মোবাইল ভিডিওগ্রাফি করা হবে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.