টুকরো খবর
শিশিরের অভিজ্ঞতা তাতাচ্ছে বাংলাকে
সন্তোষ ট্রফি খেলতে নামার আগে রবিবারই শিলিগুড়িতে প্রথম অনুশীলন সেরে নিল শিশির ঘোষের বাংলা দল। গত শনিবার শিলিগুড়ি পৌঁছে গিয়েছিলেন তাঁরা। আত্মবিশ্বাসী মেজাজেই শিলিগুড়ি থেকে ফোনে শিশির বলছিলেন, “ভালই লাগল প্রথম অনুশীলনে সব ফুটবলারকে দেখে। মূলপর্বে আরও ভাল খেলাই আমাদের লক্ষ্য।” এ দিন অধিনায়ক কার্তিক কিস্কু সহ পুরো বাংলা দলই হাজির ছিল অনুশীলনে। আগামী ২৭ ফেব্রুয়ারি বাংলার উদ্বোধনী ম্যাচ পঞ্জাবের বিরুদ্ধে। যে প্রসঙ্গে শিশির বলেন, “পঞ্জাব ভাল দল। কিন্তু আমরাও জেতার ক্ষমতা রাখি।” দলে নতুন আট ফুটবলার যোগ দিলেও বাকিদের সঙ্গে মানিয়ে নিতে তাঁদের সমস্যা হবে না, বলে মনে করছেন শিশির। “যাদের নিয়েছি তারা অনেক বার একে অন্যের সঙ্গে খেলেছে। সবাই সবাইকে ভাল করেই চেনে। আমার বিশ্বাস, মানিয়ে নিতে কোনও সমস্যা হবে না,” বলেন শিশির। সঙ্গে তিনি যোগ করেন, “যাদের নিয়েছি তারা ভাল বলেই বাংলা দলে সুযোগ পেয়েছে।” পঞ্জাব ছাড়াও বাংলার গ্রুপে রয়েছে তামিলনাড়ু, গোয়া ও রেলওয়েজের মতো শক্তিশালী দল। কিন্তু শিশির বলে দিলেন, “হতে পারে আমাদের গ্রুপ শক্ত। কিন্তু আমাদের দলও অন্যদের বিপদে ফেলতে পারে।” সন্তোষের মূলপর্বে নামার আগে ফুটবলারদের কী ভাবে তাতাচ্ছেন শিশির? কোচের কথায়, “নিজের অভিজ্ঞতার কথা বলছি ফুটবলারদের। সন্তোষ ট্রফির ঐতিহ্য নিয়ে বলছি। যাতে ওদের আত্মবিশ্বাস আরও বাড়ে।” সোমবার শিলিগুড়ি পৌঁছচ্ছেন বাংলার টিডি বিশ্বজিৎ ভট্টাচার্য। বাংলার খেলা ২৭ ফেব্রুয়ারি হলেও সন্তোষ ট্রফির মূলপর্ব শুরু হচ্ছে আজ সোমবার। এ দিন মুখোমুখি হচ্ছে মিজোরাম ও কেরল। অন্য ম্যাচে খেলবে উত্তরাখণ্ড-মহারাষ্ট্র।

নির্বাসিত বিজয়, তিরস্কৃত গনি
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার চব্বিশ ঘণ্টার মধ্যে এ বার শাস্তির মুখে পড়লেন দুই ভারতীয় ক্রিকেটার। অনূর্ধ্ব ১৯ ক্যাপ্টেন বিজয় জোল এক ম্যাচের জন্য সাসপেন্ড হলেন। পাশাপাশি তিরস্কৃত হয়েছেন বাংলার স্পিনার আমির গনিও। গত শনিবার বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের ইনিংসের ৩০তম ওভারে বেন ডাকেটের ক্যাচ নেওয়ার পর ব্যাটসম্যানকে লক্ষ্য করে আপত্তিকর কিছু বলেন বিজয়। একই ম্যাচে ইংল্যান্ডের এড বার্নার্ডের উইকেট নেওয়ার পর গনিকেও কিছু বলতে দেখা যায়। দুটি ঘটনাই ধরা পড়ে টিভি ক্যামেরায়। অভিযোগ দুই ভারতীয় ক্রিকেটারই মাঠে আপত্তিকর ভাষা ব্যবহার করেন। ফিল্ড আম্পায়ার র্যানমোর মার্টিনেসজ, ক্রিস গাফানেই আর তৃতীয় আম্পায়ার সাইমন ফ্রাই-এর অভিযোগের পর দুই ভারতীয় ক্রিকেটারই তাঁদের দোষ স্বীকার করে নেন। এর পর আইসিসির আঞ্চলিক রেফারি প্যানেলের সদস্য গ্রেম লা ব্রুই জোলকে এক ম্যাচের নির্বাচনের শাস্তি দেন আর তিরস্কৃত করা হয় গনিকে। নির্বাসনের জন্য সোমবার শ্রীলঙ্কার বিরুদ্ধে প্লে অফ ম্যাচে খেলতে পারবেন না বিজয়।

ব্রাজিলে বিশ্বকাপ নিয়ে বিক্ষোভ চলছে
চার মাসও বাকি নেই ব্রাজিল বিশ্বকাপের। স্টেডিয়াম সংস্কারে দুর্ঘটনা আর বিপুল খরচ নিয়ে সাধারণ মানুষের অসন্তোষ-প্রতিবাদে এমনিতেই অস্বস্তিতে ব্রাজিল সরকার। শনিবার ফের সেই প্রতিবাদ নিয়েই অশান্ত হয়ে উঠল পেলের দেশ। সরকারের বিশ্বকাপে প্রায় এগারোশো কোটি ডলার খরচের বিরুদ্ধে সাও পাওলোয় প্রায় এক হাজার মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ দেখান। প্রতিবাদ প্রথমে শান্তিপূর্ণ থাকলেও পরে বিক্ষোভকারীরা ব্যাঙ্কের জানালা ভেঙে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করলে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে। গ্রেফতার করা হয় দুশোর উপর বিক্ষোভকারীকে। গত বছরের কনফেডারেশন কাপের সময়েও ব্রাজিলে সরকারের বিরুদ্ধে প্রবল বিক্ষোভ দেখা গিয়েছিল। সেই তুলনায় বিক্ষোভকারীদের সংখ্যা এ বার কম হলেও হিংসাত্মক ঘটনা কিন্তু কমেনি। প্রশ্ন উঠছে এখনই বিক্ষোভের এই চেহারা, বিশ্বকাপের সময় নিরাপত্তার প্রবল চাপ সামলাতে পারবে তো ব্রাজিলের পুলিশ?

বাংলাদেশ নিয়ে বিতর্ক
টুর্নামেন্ট শুরুর আগেই এশিয়া কাপে বাংলাদেশ টিম নিয়ে ঝামেলা। অধিনায়ক মুশফিকুর রহিম বলে দিলেন, তাঁকে না জানিয়েই টিম বাছা হয়ে গিয়েছে। “শক্ড। টিম নিয়ে মোটেই খুশি নই। নির্বাচকরা আমার সঙ্গে কথা না বলেই টিম করে ফেলেছেন।” এ দিকে, দলের আর এক তারকা সাকিব আল হাসানের নির্বাসন তোলার জন্য বোর্ডে আবেদন করেছে টিম। শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে লাইভ টিভিতে অশালীন অঙ্গভঙ্গি করায় তিন ম্যাচ সাসপেন্ড করা হয়েছে সাকিবকে।

ড্র করল বেঙ্গালুরু
শন রুনি, রবিন সিংহদের আটকে দিয়ে আই লিগ জমিয়ে দিল খালিদ জামিলের মুম্বই এফসি। বিরতির পর সুকোরের গোলে এগিয়ে যায় মুম্বইয়ের দলটি। সমতা ফেরাতে অবশ্য সময় নেননি বেঙ্গালুরুর রবিন সিংহ। তবে এরপর কোনও দলই গোলের মুখ খুলতে পারেনি। বেঙ্গালুরু এ দিন ড্র করায় সুবিধে হয়ে গেল স্পোর্টিং ক্লুব এবং পুণের। অ্যাশলে ওয়েস্টউডের দলের যখন ১৬ ম্যাচে ৩১ পয়েন্ট, তখন এক ম্যাচ কম খেলে স্পোর্টিংয়ের পয়েন্ট ২৮। রয়েছে দ্বিতীয় স্থানে। পুণে অবশ্য বেঙ্গালুরুর সমান ম্যাচ খেলে ২৮ পয়েন্ট নিয়ে রয়েছে তৃতীয় স্থানে।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.