রান্নাঘরে ঝুলছে তালা। —নিজস্ব চিত্র। |
দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক স্কুলে আসছেন না। এর ফলে স্কুলের রান্নাঘরে তালা ঝুলছে, প্রশাসনিক কাজকর্ম ঠিকমতো হচ্ছে না, স্কুলভবন সংস্কারের কাজে যুক্ত রাজমিস্ত্রি থেকে দোকানদাররা পাওনা না পেয়ে বিরক্ত হচ্ছেন। শুধু তাই নয়, বই বিলি ও সরস্বতী প্রতিমা বিসর্জন পর্যন্তও হয়নি। এমনই অবস্থা রামপুরহাট পশ্চিম চক্রের আয়াশ প্রাথমিক বিদ্যালয়ের। ক্ষোভে শুক্রবার পর্যন্ত দফায় দফায় স্কুল চত্বরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দাদের একাংশ। স্কুল সংলগ্ন রথতলায় প্রধান শিক্ষককে ঘেরাও করার জন্য অভিভাবকেরা জড়ো হয়েছিলেন। কিন্তু প্রধান শিক্ষক ভোলানাথ চক্রবর্তী এ দিনও আসেননি। সংশ্লিষ্ট রামপুরহাট পশ্চিম চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক অনঙ্গমোহন আলিপাত্র বলেন, “অনুপস্থিতির বিষয়ে প্রধান শিক্ষককে একাধিক বার সতর্ক করা হয়েছে। কিন্তু কাজ হয়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।” এই স্কুলে ভোলানাথবাবুকে নিয়ে পাঁচ জন শিক্ষক রয়েছেন। পড়ুয়ার সংখ্যা ১৫৯ জন। প্রধান শিক্ষক ছাড়া এ দিন বাকি চার জন শিক্ষক উপস্থিত ছিলেন। তাঁরা জানালেন, সরস্বতী পুজোর পর থেকে প্রধান শিক্ষক আসছেন না। যিনি রান্না করেন এবং স্কুল পরিষ্কার করেন তাঁর কাছে প্রধান শিক্ষক চাবি দিয়ে যান। তাঁদের কাউকে মিড-ডে মিলের ভার দিয়ে যাননি বলে সহকারী শিক্ষকেরা জানিয়েছেন। গ্রামবাসী কল্পনা কোনাই বলেন, “প্রধান শিক্ষক স্কুলে না আসায় ছেলের ট্রান্সফার সার্টিফিকেট মিলছে না।” গ্রামবাসী বিধান লেট, সুরজ পাণ্ডেদের ক্ষোভ, “বই বিলি হয়নি। মিড-ডে মিলও বন্ধ ফলে সমস্যা হয়নি।” এ দিন চেষ্টা করেও প্রধান শিক্ষক ভোলানাথ চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করা যায়নি। জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি রাজা ঘোষ বলেন, “ওই শিক্ষক কেন স্কুল যাচ্ছেন না দেখছি।” রামপুরহাট ১-এর যুগ্ম বিডিও কৌশিক সমাদ্দার বলেন, “জানতাম না। মিড-ডে মিল চালু করার জন্য ব্যবস্থা নেওয়া হবে।” |
সাগর-হত্যায় জেল হাজত
নিজস্ব সংবাদদাতা • পাড়ুই |
পাড়ুইয়ের সাগর ঘোষ হত্যা মামলায় ধৃত পাঁচ জনের জামিনের আবেদন খারিজ করল সিউড়ি আদালত। শুক্রবার ধৃতদের ১২ দিনের জেল হাজতের নির্দেশ দেন সিউড়ির সিজেএম রাজেশ চক্রবর্তী। সরকারি আইনজীবী কুন্তল চট্টোপাধ্যায় বলেন, “বিচারক জামিনের আবেদন নাকচ করে ধৃতদের জেল হাজতের নির্দেশ দেন। আগামী ৪ মার্চ পরবর্তী শুনানি।” এ দিন অভিযুক্ত পক্ষের আইনজীবী নুর আলম বলেন, “এ দিন সিটের তরফে আদালতে যে রিপোর্ট পেশ করা হয়, তাতে নিহতের পরিজনদের গোপন জবানবন্দি ছাড়া বাড়তি কোনও তথ্যই ছিল না।” এ দিনই সন্ধ্যায় বিশেষ তদন্তকারী দল (সিট) সাগরবাবুর বাড়িতে গিয়ে তাঁর নাতি সুমনের সঙ্গে কথা বলেছে। |
মুরারই ২ পঞ্চায়েত সমিতির আপত্তি থাকলেও বিরোধীদের দ্বারা পরিচালিত জেলার আরও দু’টি পঞ্চায়েত সমিতি নলহাটি ১ ও নলহাটি ২ কিন্তু গ্রামীণ মেলা আয়োজন করছে। নলহাটি ২ পঞ্চায়েত সমিতির সভাপতি সিপিএমের রেজাউল হক বলেন, “সরকারি নির্দেশ। তাই আমরা মেলা করব। তবে মাধ্যমিক পরীক্ষার সময় সূচি মেনে আমরা দুপুর ৩টের পরে মেলা চালাব বলে মনে করছি।” নলহাটি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি হালিমা বেগমের সঙ্গে চেষ্টা করে যোগাযোগ করা যায়নি। তবে নলহাটি ১-এর বিডিও তাপস বিশ্বাস বলেন, “সরকারি নির্দেশ মেনে মেলা হবে। কিন্তু মাইক বাজবে না।” অন্য দিকে, মুরারই ২ পঞ্চায়েত সমিতির সভাপতি আলি রেজা শুক্রবার বিকেলেও বলেন, “আমরা কিন্তু এখনও মেলা না করার পক্ষেই। এখনও পর্যন্ত কোনও স্টল করা হয়নি।” |
আগামী লোকসভা ভোটে উন্নয়নই হবে তৃণমূলের আসল হাতিয়ার। শুক্রবার দুপুরে বোলপুরে দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক ডেকে এমনটাই দাবি করলেন জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। রাজ্য সরকারি ঘোষিত কয়েকটি প্রকল্পের ফিরিস্তি দিয়ে তিনি ওই দাবি করেন। তিনি জানান, রামপুরহাট ছাড়া বোলপুরেও সুপার স্পেশালিটি হাসপাতাল গড়া হবে। প্রথম দফার ২৬ কোটি টাকা জেলায় এসে গিয়েছে। দ্বিতীয় দফায় আরও ১২ কোটি টাকা মিলবে। তিনি বলেন, “বীরভূমের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ নজর রয়েছে। মহম্মদবাজার এলাকার বাসিন্দাদের সামগ্রিক উন্নয়নে রাজ্যের অর্থ দফতর ৫৪ লক্ষ ৭৬ হাজার টাকার বিশেষ অনুদান দিয়েছে। আগামী ২৪ মার্চ জেলাশাসকের হাতে ওই টাকা তুলে দেওয়া হবে।” পাশাপাশি পাথরচাপুড়ি এলাকার উন্নয়নের জন্য ইতিমধ্যে ১৯ কোটি টাকার আর্থিক বরাদ্দ এসেছে বলেও তিনি জানিয়েছেন। |
বৃহস্পতিবার সাঁইথিয়া কলেজ মাঠ ক্লাব পরিচালিত ১৬ দলীয় নকআউট ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল রঘুনাথপুর খোকন একাদশ। টসে জিতে প্রথমে তারা ৮ ওভারে ছ’ উইকেট হারিয়ে ১১১ রান করে। জবাবে সাঁইথিয়া কুণাল অগ্নিফৌজ ৮০ রানে অলআউট হয়ে যায়। রঘুনাথপুরের গোপাল সিংহ ‘ম্যান অফ দ্য ম্যাচ’ হন। ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক বিদ্যাসাগর সাউ। আয়োজক সংস্থার সম্পাদক সুরজিৎ বসাক জানান, উইনার্স ও রানার্স দলকে ট্রফি-সহ ৪০ হাজার এবং ২৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়েছে। |