টুকরো খবর
তৃণমূলের সঙ্গে জোট চায় আইএনসি
আপ-এর জন লোকপাল বিলের বিরোধিতা করে আসন্ন লোকসভা নির্বাচনে এ রাজ্যে তৃণমূলের সঙ্গে জোট করতে চায় ইন্ডিয়ান ন্যাশনাল কনফেডারেসি (আইএনসি)। কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দেশের সব নাগরিকের জন্য অভিন্ন আইন চালু করা, বিদ্যুতের ইউনিট প্রতি ২০ পয়সা করে নেওয়ার আশ্বাস দিয়ে তাঁরা ভোটে যাবেন বলে দাবি করেছেন ওই সংগঠনের সম্পাদক অরুণ কুমার চক্রবর্তী। তিনি জানান, লোকসভায় মোট ২০৬টি আসনে লড়তে চায় আইএনসি।

আলিপুরে চালু রাজ্যের দ্বিতীয় লোক আদালত
রাজ্যে প্রথম লোক আদালত চালু হয়েছিল পশ্চিম মেদিনীপুরে। বৃহস্পতিবার আলিপুরে এই ধরনের আরও একটি চালু হয়েছে। আলিপুর আদালত চত্বরে একটি নতুন ভবনে এটির উদ্বোধনে ছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অসীমকুমার বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি নিশীথা মাত্রে। এই আদালতকে মূলত দক্ষিণ ২৪ পরগনা জেলার বিভিন্ন মামলা নিষ্পত্তির বিকল্প কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে। প্রয়োজনে অন্যান্য জেলার মামলাও চলবে। প্রচলিত বিচার ব্যবস্থার বাইরে এখানে কিছু দেওয়ানি ও ফৌজদারি মামলার নিষ্পত্তিও হবে বলে জানান দক্ষিণ ২৪ পরগনার বিচারক ও লিগাল সার্ভিসেস অথরিটির চেয়ারম্যান সমরেশপ্রসাদ চৌধুরী।

একটি মামলায় জামিন কুণালের
সারদা গোষ্ঠীর আর্থিক কেলেঙ্কারিতে ধৃত সাংসদ কুণাল ঘোষ একটি মামলায় জামিন পেলেও অন্য মামলায় কলকাতা হাইকোর্ট তাঁর জামিন খারিজ করে দিয়েছে। ফলে তাঁকে এখনও পুলিশি হাজতেই থাকতে হবে। বিচারপতি তৌফিকুদ্দিন বৃহস্পতিবার তাঁর নির্দেশে জানান, অভিযুক্ত তিনটি মামলায় জামিনের জন্য আবেদন করেছিলেন। প্রথম মামলায় আদালত তাঁর জামিন মঞ্জুর করে। দ্বিতীয়টিতে তিনি নিম্ন আদালতেই জামিন পেয়েছেন। সেটি প্রত্যাহার করা হয়েছে। তৃতীয় মামলায় আরও তদন্তের প্রয়োজন থাকায় বিচারপতি তাঁর জামিনের আবেদন খারিজ করে দিয়েছেন।

ছাত্র পিটিয়ে অভিযুক্ত শিক্ষক
ক্লাসের বোর্ডে নিজের নাম লেখায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে লাঠিপেটা করার অভিযোগ উঠেছে জোড়াসাঁকোর একটি স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে। পুলিশ জানায়, বৃহস্পতিবারের ওই ঘটনায় জখম ছাত্রের বাড়ি কেশব চন্দ্র সেন স্ট্রিটে। তার হাত, পিঠ ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। তার মামার অভিযোগ, দুপুরে ক্লাসে কোনও শিক্ষক ছিলেন না। তখনই বোর্ডে নিজের নাম লেখে তাঁর ভাগ্নে। এক শিক্ষক ক্লাসে ঢুকে তা দেখে ছাত্রটিকে মারধর করা হয়। ছাত্রটি বাড়ি ফিরে সব জানায়। রাতে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার চিকিৎসা হয়। অভিযোগ দায়ের করা হয় জোড়াসাঁকো থানায়।

হেনস্থা রুখতে
মহিলাদের উপরে যৌন হেনস্থা রুখতে বিভিন্ন আইন আরও ভাল ভাবে প্রয়োগ করা দরকার বলে মনে করেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন সুনন্দা মুখোপাধ্যায়। এই নিয়ে তাঁরা সুপ্রিম কোর্ট, সংসদ-সহ বিভিন্ন জায়গায় কিছু সুপারিশও পাঠাবেন। কর্মক্ষেত্রে মহিলাদের উপরে যৌন হেনস্থা ও প্রতিকার বিষয়ে বৃহস্পতিবার সল্টলেকের জলসম্পদ ভবনে এক আলোচনাসভার আয়োজন করে কমিশন। বক্তা নারী আন্দোলনের কমী শাশ্বতী ঘোষ, সমাজকল্যাণ পর্ষদের প্রধান অপর্ণা নিয়োগী প্রমুখ।

পরীক্ষা ৭-৮ মার্চ
প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণের স্থগিত পরীক্ষা হবে ৭ ও ৮ মার্চ। পরীক্ষাকেন্দ্রও বদলানো হবে। প্রাথমিক শিক্ষকদের দু’বছরের ডিএলএড প্রশিক্ষণের পরীক্ষা গত মঙ্গলবার শুরু হয়েছে। পরবর্তী পরীক্ষাগুলির প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠে বুধবার। বৃহস্পতি ও শনিবারের পরীক্ষা স্থগিত করে দেয় পর্ষদ। এই দু’দিন ভাষা ও গণিতের পরীক্ষা হওয়ার কথা ছিল। নতুন ব্যবস্থায় ৭ মার্চ গণিত এবং ৮ মার্চ ভাষার পরীক্ষা হবে।

অবরুদ্ধ পথ
ফের অবরোধে জেরবার ব্যারাকপুর শিল্পাঞ্চলের মানুষ। কারণটা সেই লুমটেক্স চটকলের শ্রমিক-অসন্তোষ। প্রাপ্য টাকার দাবিতে ওই অবরোধের জেরে বৃহস্পতিবার দুপুর থেকে প্রায় চার ঘণ্টা যানবাহন আটকে থাকে বি টি রোডে। পুলিশ অবরোধ তুললেও শ্রমিক-নেতারা জানিয়ে দেন, ২৪ ফেব্রুয়ারি শ্রমিক, মালিক, সরকারের বৈঠক সফল না-হলে এমন অবরোধ বারবার হবে।

রেনেসাঁস-তরজা
‘রেনেসাঁস’ বা নবজাগরণ নিয়েও বিধানসভায় লড়াই। আসরে বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র এবং অর্থমন্ত্রী অমিত মিত্র। অর্থমন্ত্রী বাজেট-বক্তৃতায় বলেছেন, বাংলায় ‘রেনেসাঁস’ আনতে কাজ করছে সরকার। সূর্যবাবু বলেন, ‘রেনেসাঁস’ শিল্পবিপ্লবের সঙ্গে জড়িত। রাজ্য সরকার কি শিল্পে বিপ্লব এনেছে? অর্থমন্ত্রী বলেন, “রেনেসাঁস শব্দটি শিল্প বিপ্লবের সঙ্গে জড়িত নয়। ইউরোপে এই শব্দটির জন্ম। এর অর্থ, চিন্তার বিপ্লব।” বিরোধী নেতা চুপ।

রেশন নিয়ে
রেশন-সম্পর্কিত অভিযোগের প্রতিকার কতটা এগোল, খুব শীঘ্রই জানা যাবে ওয়েবসাইটে। খাদ্য দফতর সূত্রে খবর, এখন টোল ফ্রি নম্বরে (১৯৬৭, এবং ১৮০০৩৪৫৫৫০৫) ফোন করে অভিযোগ জানান গ্রাহকরা। এরপর wbpd.gov.in ওয়েবসাইটে অভিযোগের ভিত্তিতে পরপর কী কী পদক্ষেপ করছে দফতর, তা জানা যাবে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.