টুকরো খবর |
পুলিশে রদবদল |
নির্বাচনে আগে রদবদল হল পুলিশে। খড়্গপুর টাউন পুলিশের আইসি অরুণাভ দাস বদলি হলেন বহরমপুরে। তাঁর জায়গায় এলেন বালি থানার আইসি দীপক সরকার। আবার ওই থানার মেজবাবু তরুণ দে বদলি হলেন মেদিনীপুর কোতয়ালি থানায়। তরুণবাবুর জায়গায় টাউন থানার মেজবাবু হলেন গড়বেতা থানার ওসি শৈলেন বিশ্বাস। এ ছাড়াও দু’জন সাব ইন্সপেক্টর বদলি হয়েছেন বলে জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে।
|
স্কুলের অনুষ্ঠান |
মেদিনীপুর কলেজিয়েট বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হল বুধবার। এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা স্কুল পরিদর্শক (মাধ্যমিক) সঙ্ঘমিত্র মাকুড়। উপস্থিত ছিলেন স্কুল পরিচালন সমিতির সম্পাদক মধুসূদন গাঁতাইত। সফল প্রতিযোগীদের পুরস্কার দেন অতিথিরা। সব শেষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। স্কুলের ছাত্রীরাই নাচ, গান, আবৃত্তি পরিবেশন করেন।
|
বিদ্যাসাগরে ভোজ |
সরস্বতী পুজো হয়ে গিয়েছে আগেই। কিন্তু ছাত্রছাত্রীরা দল বেঁধে এক সঙ্গে মজা করবে না, তা কি হয়। সে জন্যই বৃহস্পতিবার পুজো উপলক্ষে ভোজের আয়োজন করা হয়। প্রায় ২ হাজার ছাত্রছাত্রী ভুরি ভোজে যোগ দেয়। সাধারণ সম্পাদক স্বদেশ সরকারের কথায়, পড়ুয়াদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরির উদ্দেশ্যেই সকলে মিলে এক সঙ্গে খাবারের আয়োজন।
|
কোথায় কী |
শুক্রবার
পত্রিকা প্রকাশ: ত্রৈমাসিক দেওয়াল পত্রিকা ‘পাঁচিল পাঁচালি’র
প্রকাশ অনুষ্ঠান।
খড়্গপুরের প্রেমবাজারে সন্ধে সাড়ে ৫টায়।
কর্মশালা: বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আধিকারিক সমিতির উদ্যোগে এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের
অর্থানুকূল্যে দু’দিন ব্যাপী কর্মশালা বিষয়: ‘আডমিনিস্ট্রেটিভ রিফর্মস ইন হায়ার এডুকেশন’।
সূচনা করবেন উপাচার্য রঞ্জন চক্রবর্তী। সকাল ১১টায়। |
|