নাবালিকার বিয়ে রুখে দিল পুলিশ
নিজস্ব সংবাদদাতা • চণ্ডীতলা |
খাওয়া-দাওয়ার পর্ব প্রায় সারা হয়ে গিয়েছিল। বিয়ের তোড়জোড় চলছিল জোরকদমে। এমন সময়েই বিয়েবাড়ির সামনে এসে দাঁড়াল পুলিশের গাড়ি। ভেস্তে দেওয়া হল যাবতীয় আয়োজন। বৃহস্পতিবার এ ভাবেই ষষ্ঠ শ্রেণির পড়ুয়া এক নাবালিকার বিয়ে রুখল চণ্ডীতলা থানার পুলিশ। প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই মেয়ের বিয়ে দেওয়ার চেষ্টা করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে নাবালিকার বাবাকে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বছর পনেরোর ওই মেয়েটির বাড়ি চণ্ডীতলার কৃষ্ণরামপুর মাঝেরপাড়ায়। তার বাবা চাষবাস করে সংসার চালান। সম্প্রতি ডানকুনির এক যুবকের সঙ্গে মেয়েটির বিয়ে ঠিক করেন বাড়ির লোকেরা। বৃহস্পতিবার দুপুরে বিয়ে হওয়ার কথা ছিল। আয়োজনও হয়। দুপুরে নিমন্ত্রিতদের জন্য পাত পেড়ে খাওয়ার বন্দোবস্ত ছিল। একটি সূত্রে ওই নাবালিকার বিয়ের আয়োজনের খবর পান চণ্ডীতলা থানার ওসি সংগ্রাম চৌধুরী। সঙ্গে সঙ্গে তিনি ওই বাড়িতে পুলিশ পাঠান। বিয়ে বন্ধ করে দেয় পুলিশ। এক অফিসার বলেন, “মেয়েটির পড়াশোনা বা অন্য প্রয়োজন হলে পুলিশ ওই পরিবারকে সাহায্য করবে।” গোটা বিষয়টি ব্লক প্রশাসনকেও জানানো হয় পুলিশের তরফে। চণ্ডীতলা-১ বিডিও পৃথ্বীশ সামন্ত বলেন, “শুক্রবার অফিসে গিয়ে মেয়েটি এবং তার পরিবারের সম্পর্কে খোঁজ নেব। ওদের কোনও রকম সাহায্যের প্রয়োজন হলে, সরকারি ভাবে তা যদি করা যায় নিশ্চয়ই তা করা হবে।”
|
স্কুলের প্রতিষ্ঠা দিবস
নিজস্ব সংবাদদাতা • জগৎবল্লভপুর |
৯১ তম প্রতিষ্ঠা দিবস পালিত হল জগৎবল্লভপুরের মুন্সিরহাটে ব্রাহ্মণপাড়া চিন্তামনি ইনস্টিটিউশনে। ছিল বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন প্রধানশিক্ষক চিন্ময় কুমার।
|
বৃহস্পতিবার সকাল থেকে ফের চালু হয়ে গেল ফুলেশ্বরের কানোরিয়া জুটমিল। তৃণমূলেরই দু’টি শ্রমিক সংগঠনের বিবাদের জেরে বুধবার বন্ধ হয়ে যায় ওই মিলের উৎপাদন। কর্তৃপক্ষের তরফে তাঁদের বঞ্চনা করা হচ্ছে, এই অভিযোগে শোভনদেব চট্টোপাধ্যায়ের ন্যাশনাল ফেডারেশন অব জুট ওয়ার্কার্স-এর বেশ কিছু শ্রমিক কাজ বন্ধ করে দিয়েছিলেন। দোলা সেনের নেতৃত্বাধীন আইএনটিটিইউসি অনুমোদিত কানোরিয়া জুট সংগ্রামী শ্রমিক ইউনিয়নের স্থানীয় নেতৃত্বের সঙ্গেও তাঁদের বিবাদ বাধে। তবে ওইদিন রাতেই বিবাদ মিটে যায় বলে কারখানা সূত্রের খবর। কর্তৃপক্ষের তরফে জানানো হয়, আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যা মিটে গিয়েছে।
|
এক যুবকের নিখোঁজ হওয়া নিয়ে রহস্য দানা বেঁধেছে। পুলিশ জানায়, হাওড়ার ইছাপুরের বাসিন্দা রাহুল হাজরা রবিবার বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি। রাতেই তাঁর মোটরবাইকটি বালি ব্রিজে মেলে। যুবকের পরিজনেরা ব্যাঁটরা থানায় নিখোঁজ ডায়েরি করেন। পরে তাঁরা বালি থানায় অপহরণের অভিযোগ দায়ের করে জানান, রাহুলের সঙ্গে এক তরুণীর ঘনিষ্ঠতা ছিল। তিনি রবিবার বেরোনোর পরেই ওই তরুণী ফোন করে জানান, রাহুল আর ফিরবেন না। তিনি বালি ব্রিজে বাইক রেখে গিয়েছেন। ওই তরুণীর ঘনিষ্ঠ রাহুলের এক বন্ধুও একই কথা জানান। পরিজনের অভিযোগ, ওই দু’জন অপহরণে জড়িত। বৃহস্পতিবার রাতে ওই যুবক এবং তরুণীকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
|
বকেয়া মজুরির পুরোটা দেয়নি মিল কর্তৃপক্ষ, এই অভিযোগে বৃহস্পতিবার দুপুরে প্রায় চার ঘণ্টা ধরে ব্যারাকপুরে বিটি রোড অবরোধ করলেন টিটাগড়ের লুমটেক্স জুটমিলের শ্রমিকেরা। এ দিন বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার কথা ছিল মালিকপক্ষের। শ্রমিকদের অভিযোগ, তিন দিনের মজুরি কেটে নিয়েছে কর্তৃপক্ষ। সংগ্রামী মজদুর ইউনিয়নের তরফে শর্মিষ্ঠা চৌধুরীর দাবি, শ্রম কমিশনারের দফতরের আলোচনায় পুরো বেতন পাওয়ারই প্রতিশ্রুতি মিলেছিল। |