টুকরো খবর
গুলিতে হত জঙ্গি
সেনা ও পুলিশের সঙ্গে সংর্ঘষে আলোচনা বিরোধী এনডিএফবি (সংবিজিত)-র জঙ্গি দলের এক সদস্য নিহত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টা নাগাদ কোকরাঝাড়ে কাজিগাঁও মালতিঝড়া গ্রামে ঘটনাটি ঘটে। নাম থাইজু ব্রহ্ম (২৬)। বাড়ি কোকরাঝাড় জেলার বন্যাগুড়ি গ্রামে। উদ্ধার হয়েছে একটি ৭.৬৫ মিলিমিটার পিস্তল, ম্যাগাজিন ও নথিপত্র। কিছু জঙ্গি ওই গ্রামে ঘাঁটি গেড়েছে খবর পেয়ে পুলিশ ও সেনা জওয়ানেরা অভিযান চালান। তাদের দেখে জঙ্গিরা গুলি চালানো শুরু হয়। পুলিশ গুলি চালানে ওই জঙ্গি মারা যান। অতিরিক্ত পুলিশ সুপার সুরজিত সিংহ পানেস্বর জানান, পলাতকদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

রাষ্ট্রপতি শাসন নিয়ে কোর্টে আর্জি আপের
দিল্লি বিধানসভা জিইয়ে রেখে রাষ্ট্রপতি শাসন জারির সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেল আম আদমি পার্টি (আপ)। তাদের বক্তব্য, কৌশলে দিল্লির ক্ষমতার রাশ হাতে রাখার জন্যই এই পদক্ষেপ করেছে কেন্দ্র। জন লোকপাল বিল আনতে কংগ্রেস ও বিজেপি বাধা দেওয়ায় ১৪ ফেব্রুয়ারি দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন কেজরিওয়াল। তখন দিল্লি বিধানসভা ভেঙে দেওয়ার সুপারিশ করেন তিনি। কিন্তু কেন্দ্র সেই সুপারিশ না মেনে বিধানসভা জিইয়ে রেখেই রাষ্ট্রপতি শাসন জারি করে। শীর্ষ আদালতে পেশ করা আর্জিতে আপ দাবি করেছে, এই সিদ্ধান্ত অসাংবিধানিক। দিল্লিতে ফের বিধানসভা ভোট আটকানোর জন্যই ইউপিএ সরকার এই পদক্ষেপ করেছে। তারা কৌশলে দিল্লি শাসনের ভার নিজেদের হাতেই রাখতে চায়। আদিবাসী অধিকার আন্দোলনের কর্মী সোনি সোরি ও ইনফোসিসের প্রাক্তন কর্তা ভি বালার দলে যোগ দেওয়ার কথা জানিয়েছে আপ। মাওবাদীদের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দীর্ঘদিন জেলে ছিলেন সোনি। তবে তাঁকে প্রার্থী করা হবে কি না তা নিয়ে আপের তরফে কিছু জানানো হয়নি। প্রাক্তন সেনা কর্তা এইচ এস পানাগ, টি কে চাড্ডা ও প্রাক্তন আইপিএস বি এল ভোরাও আপে যোগ দিয়েছেন।

জঙ্গিদের গুলিতেই দুই জঙ্গির মৃত্যু মেঘালয়ে
তোলা আদায় করতে এসে প্রতিদ্বন্দ্বী জঙ্গি সংগঠনের গুলিতে প্রাণ হারাল দুই এএনভিসি (বি) জঙ্গি। গত কাল মেঘালয়ের দক্ষিণ গারো হিল জেলার চোকপটে ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, সাংকিনিগ্রে গ্রামে ব্যবসায়ীদের কাছ থেকে তোলা আদায় করছিল বেলবং ও রাগা নামে দুই জঙ্গি। তখনই ৫ সশস্ত্র জিএনএলএ জঙ্গি সেখানে হাজির হয়। দুই এএনভিসি জঙ্গিকে গুলি করে মারে তারা। এরপর মৃতদেহের কাছে একটি ছবি ও চিঠি রেখে যায়। ছবিটি অমিত নামে এক ব্যবসায়ীর। চিঠিতে লেখা ছিল, ওই ব্যবসায়ীই দুই জঙ্গিকে তোলা তুলতে পাঠিয়েছিল। তাকেও হত্যা করা হবে। পুলিশ হত্যাকারীদের সন্ধান চালাচ্ছে।

পথ দুর্ঘটনায় মৃত ২
ট্রাক ও ছোট মালবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুই ব্যক্তির মৃত্যু হল। ঘটনাটি ঘটেছে কামরূপের বাইহাটা চারিয়ালির কাছে। পুলিশ জানায়, আজ ভোরে কলাজল এলাকার কাছে মালবাহী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টোদিক থেকে আসা পণ্যবোঝাই ট্রাকটির মুখে পড়ে যায়। গাড়িতে ধাক্কা মেরে ট্রাকটিও রাস্তার পাশে উল্টে যায়। স্থানীয় মানুষ ছোট গাড়িটি থেকে পঙ্কজ বরুয়া ও রঞ্জিত নামে দুই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেন।

চন্দ্রশেখরন হত্যা-তদন্তে সিবিআই
মার্কসবাদী নেতা টি পি চন্দ্রশেখরনের হত্যার পিছনে ষড়যন্ত্র নিয়ে তদন্তের ভার সিবিআইকে দেবে কেরলের কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ সরকার। ওই মামলায় সম্প্রতি তিন সিপিএম নেতা-সহ ১১ জনের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে বিশেষ আদালত। কেরলের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ চেন্নিথালা জানিয়েছেন, চন্দ্রশেখরন হত্যার তদন্ত করেছিল একটি বিশেষ তদন্তকারী দল। তাদের সুপারিশ মেনেই ওই হত্যাকাণ্ডের ষড়যন্ত্র নিয়ে তদন্তের ভার সিবিআইকে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

ভুলে ভরা বই
পড়াশোনা করে কী শিখছে গুজরাতের বাচ্চারা? জানার জন্য খুলে দেখতে হবে গুজরাতের সরকারি স্কুলের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির বইগুলি। পাতা ওল্টালেই দেখা যাবে তাতে লেখা আছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাকি আমেরিকার উপর পারমাণবিক বোমা ফেলেছিল জাপান। মোহনদাস কর্মচন্দ গাঁধী খুন হয়েছিলেন ১৯৪৮ সালের ৩০ অক্টোবর। শুধু অষ্টম শ্রেণির সমাজবিজ্ঞানের বইটিতেই রয়েছে ১২০টি ভুল। আমদাবাদের একটি স্কুলের প্রিন্সিপাল জানিয়েছেন, লেখক এবং অনুবাদকের ভুলেই এটা হয়েছে। কী করে এই রকম ভুলে ভরা বইগুলি বাজারে এল তা খতিয়ে দেখার জন্য ইতিমধ্যেই দুই সদস্যের একটি কমিটি গড়া হয়েছে সরকারের তরফে।

বিস্ফোরণে জখম এক
বিধায়কের বাড়ির সামনে গ্রেনেড ছুড়ল জঙ্গিরা। জখম হলেন একজন। গত কাল রাতে মণিপুরের এই ঘটনাটি সম্পর্কে পুলিশ জানায়, উখরুলের এনপিএফ বিধায়ক স্যামুয়েল রিসমের বাড়ি লক্ষ্য করে গ্রেনেডটি ছোড়া হয়েছিল। বিধায়কের বাড়ি বা পরিবারের ক্ষতি না হলেও সামনে থাকা রামকুমার রাই নামে এক ব্যক্তি স্প্লিন্টারের ঘায়ে জখম হয়েছেন।

সাসপেন্ড ৫ ছাত্র
বিজেপি প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীর সভায় যোগ না দেওয়ায় পাঁচ জন ছাত্রকে সাসপেন্ড করার অভিযোগ উঠল গুজরাতে। ১৫ ফেব্রুয়ারি বডোদরায় একটি স্টেডিয়াম উদ্বোধন করতে গিয়েছিলেন মোদী। অভিযোগ, সেই অনুষ্ঠানে আসেনি ওই পাঁচ ছাত্র। ঘটনার নিন্দা করে বৃহস্পতিবার বডোদরার জেলাশাসকের কাছে ওই স্কুল ও প্রধানশিক্ষকের নামে লিখিত অভিযোগ দায়ের করেছে অভিভাবক সংগঠন। বিজেপি ছাত্রদের নিয়ে রাজনীতি করছে বলে সরব হয়েছে রাজ্য কংগ্রেস।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.