১২ হাজার টাকার যন্ত্র ২২ হাজার টাকারও বেশি দামে কেনার অভিযোগ তুলে বৃহস্পতিবার পুর--অধিবেশন কক্ষে প্রতিবাদ জানান কংগ্রেস কাউন্সিলর প্রকাশ উপাধ্যায়। দোষী ব্যক্তির শাস্তির দাবিতে মেয়রের হস্তক্ষেপ দাবি করেন তিনি। মেয়র শোভন চট্টোপাধ্যায় জানান, ফেয়ার রেট নির্ধারণে (২২,৬০০ টাকা) ত্রুটি হয়েছে ঠিকই। তবে ওই দামে কোনও যন্ত্র কেনা হয়নি। তিনি ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।সম্প্রতি পুরসভার এন্টালি ওয়ার্কশপে লোহা কাটার স্বয়ংক্রিয় যন্ত্র (চপ শো) কেনার প্রয়োজন হয়। ওয়ার্কশপের এক অফিসার জানান, আগেই তিনটি মেশিন কেনা হয়েছিল ২২,৬০০ টাকা দিয়ে। দু’মাস পরে ঠিকাদারের দেওয়া বিল দেখে অবাক হন ওয়ার্কশপের নতুন ম্যানেজার। বেশি দামে যন্ত্র কেনার বিষয়টি জানতে পেরে তিনি বিল আটকে দেন। অ্যাকাউন্টস দফতরেও জানান। অভিযোগ, এর পরেই বিল আটকে দেওয়ার জন্য ওয়ার্কশপের ডিজি শো-কজ করেন তাঁকে। এ দিন পুর-অধিবেশনে প্রকাশবাবু বলেন, “পুরসভার টাকা নয়ছয় করার অভিযোগে কড়া ব্যবস্থা নেওয়া হোক।” মেয়র জবাবে বলেন, “বাজারে দর কম থাকা সত্ত্বেও যন্ত্র কেনার ব্যাপারে কেন বেশি দর দেওয়া হল, তা দেখতে তদন্ত কমিটি করা হয়েছে। কমিটির রিপোর্টে গরমিল পেলে সংশ্লিষ্ট অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
|
শহরে বৃহস্পতিবার দু’টি পৃথক অগ্নিকাণ্ড ঘটল। একটি পার্ক সার্কাস ট্রাম ডিপোয়, অন্যটি এলগিন রোডে। পুলিশ জানায়, ডিপোয় সিটিসি-র একটি বাসে রক্ষণাবেক্ষণের কাজ চলাকালীন আগুন ধরে যায়। দমকলের তিনটি ইঞ্জিন কয়েক ঘণ্টায় আগুন নেভায়। কর্মীরা জানান, বাসটির আশপাশে কয়েকটি ট্রাম ও বাস ছিল। ডিপোয় ছিল অ্যাসিটিলিন-সহ কিছু দাহ্য পদার্থ। আগুন ছড়ালে বড় দুর্ঘটনা ঘটতে পারত। এ দিনই এলগিন রোডে পুড়ে যায় তিনটি দোকানের একাংশ। পুলিশ জানায়, দুপুরে একটি খাতা-বইয়ের দোকানে আগুন লাগে। তা ছড়ায় পাশের দু’টি দোকানের গ্লোসাইন বোর্ডে। দমকল গিয়ে আটকে থাকা কয়েক জনকে উদ্ধার করে। দমকলের অনুমান, দু’টি ঘটনাই শর্ট সার্কিট থেকে।
|
স্কুলের শৌচাগার থেকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হল এক ছাত্রীকে। বৃহস্পতিবার, পার্ক স্ট্রিটে। পুলিশ জানায়, শৌচাগারে রাখা ফিনাইল জাতীয় তরল খেয়ে ফেলেছিল সে। আশঙ্কাজনক অবস্থায় সপ্তম শ্রেণির ওই ছাত্রী হাসপাতালে ভর্তি। পুলিশ জানায়, কড়েয়ার বাসিন্দা ওই ছাত্রীকে এ দিন ক্লাস চলাকালীন শৌচাগারে পড়ে থাকতে দেখে সহপাঠীরা কর্তৃপক্ষকে জানায়। পুলিশ জানায়, স্কুল থেকে খবর যায় ছাত্রীর বাড়িতে। পৌঁছন পরিজনেরা। পুলিশ জেনেছে, বুধবার পরিবারের সঙ্গে কথা কাটাকাটি হয় ওই ছাত্রীর। তবে বিষয়টি নিয়ে স্কুল-কর্তৃপক্ষ কোনও কথা বলতে চাননি।
|
জীবন বিমা নিগমের তারাতলা শাখার অফিস থেকে পড়ে গিয়ে বৃহস্পতিবার মৃত্যু হল এক কর্মীর। মৃতের নাম তরুণ মৈত্র (৫৩)। পিজিতে তাঁকে মৃত ঘোষণা করা হয়। পাঁচতলা থেকে এক ব্যক্তিকে পড়ে যেতে দেখে আশপাশের লোক ও ট্রাফিক কর্মীরা ছুটে আসেন। পুলিশের অনুমান, মানসিক অবসাদের জেরেই আত্মঘাতী হন ওই ব্যক্তি।
|
একটি ফ্ল্যাট থেকে এক গৃহবধূর দেহ উদ্ধার ঘিরে বৃহস্পতিবার যাদবপুর থানার কালীবাড়ি লেনে উত্তেজনা ছড়াল। মৃতার নাম শমিতা সাহা (২৯)। পুলিশ জানায়, স্থানীয় এক চিকিত্সক পরীক্ষা করে জানান, হৃদ্রোগে শমিতাদেবীর মৃত্যু হয়েছে। ময়না-তদন্তের রিপোর্ট এলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
|
পামারবাজারে লরিচালকদের বন্দুক দেখিয়ে লুঠের ঘটনায় আরও চার জন গ্রেফতার হল। বুধবার, ট্যাংরা থেকে। ধৃতদের নাম মহম্মদ আবিদ, সেলিম, বুক্কা এবং লালচা কাল্লু। ওই রাতে এন্টালি থানার অতিরিক্ত ওসি মানবচন্দ্র দাস এবং এসআই প্রশান্ত ভৌমিকর নেতৃত্বে একটি দল হানা দেয় দুষ্কৃতীদের ডেরায়। মিলেছে চারটি মোবাইল। বৃহস্পতিবার ধৃতদের আদালত তিন দিনের পুলিশি হেফাজত দেয়। এই নিয়ে ওই ঘটনায় মোট পাঁচ জন ধরা পড়ল। আগেই পুলিশ জিমি নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছিল। |