লোকসান এড়াতে দাম বাড়ানো যে জরুরি, মাদার ডেয়ারি বা হরিণঘাটার মতো পুরোদস্তুর সরকারি সংস্থাগুলি এটা বোঝে। তাই দুধের দাম বাড়ানোর আর্জি জানিয়ে ইতিমধ্যে সরকারের কাছে অনুমতিও চেয়েছে তারা। কিন্তু সেই আবেদন এখনও ফাইলবন্দিই থেকে গিয়েছে। সেই ফাঁকে কাঁচামালের দাম বাড়ার কারণ দেখিয়ে গত ১৭ ফেব্রুয়ারি থেকে কার্যত একতরফা ভাবে লিটার-পিছু দু’টাকা দাম বাড়িয়ে দিয়েছে রাজ্য সরকারের মিল্ক ফেডারেশনের সঙ্গে যৌথ উদ্যোগে চলা মেট্রো ডেয়ারি।
মেট্রো ডেয়ারির এই পদক্ষেপে রাজ্যের প্রাণিসম্পদ বিকাশ দফতরের মন্ত্রী স্বপন দেবনাথ ক্ষুব্ধ। বৃহস্পতিবার নবান্নের সামনে মাদার ডেয়ারির একটি কিয়স্কের উদ্বোধনের পরে তিনি বলেন, “মেট্রো ডেয়ারি সম্প্রতি দু’টাকা করে দাম বাড়িয়েছে। আমরা দাম বাড়ানোর বিরুদ্ধে। তাই ওদের চিঠি দিয়ে দাম কমাতে বলেছি।” তাঁর যুক্তি, মেট্রো ডেয়ারিতে যে-হেতু রাজ্যের ৪৭ শতাংশ শেয়ার রয়েছে, তাই দুধের দাম বাড়ানোর আগে সরকারের অনুমতি নেওয়া উচিত ছিল। মন্ত্রীর এই বক্তব্য অবশ্য মানতে চাননি মেট্রো ডেয়ারির একাধিক আধিকারিক। তাঁরা বলছেন, ওয়েস্ট বেঙ্গল কো-অপারেটিভ মিল্ক প্রডিউসার্স ফেডারেশনের সঙ্গে গাঁটছড়া বাঁধা থাকলেও সংস্থার কাজকর্ম চলে বাণিজ্যিক সংস্থার দৃষ্টিভঙ্গিতে। সেখানে অংশীদারির অধিকার প্রাধান্য পায় না। লাভজনক ভাবে সংস্থা চালানোই মূল লক্ষ্য।
সরকারি সূত্রের খবর, বর্ধিত দাম সম্পর্কে আপত্তি জানিয়ে বুধবারেই মেট্রো ডেয়ারিকে চিঠি পাঠিয়েছে মিল্ক ফেডারেশন। মেট্রোর এমডি সুমিত দে বৃহস্পতিবার বলেন, “কেন বোর্ডের বৈঠকে আলোচনা না-করে দুধের দাম বাড়ানো হয়েছে, তা জানতে চেয়েছে ফেডারেশন। বোর্ডের পরবর্তী বৈঠক না-হওয়া পর্যন্ত দাম বৃদ্ধি স্থগিত রাখার অনুরোধ করেছে তারা।” মেট্রো ডেয়ারির দাবি, বাজারের দুধের চাহিদা থাকায় দাম বাড়ানোর পরে বিক্রি তো কমেইনি, উল্টে লাভ বেড়েছে।
|
টেলিকমে নয়া বিধি
সংবাদ সংস্থা • কলকাতা |
টেলিকমে সংযুক্তি-অধিগ্রহণের নয়া নির্দেশিকা আনল কেন্দ্র। কোনও নতুন সংস্থা তৈরির তিন বছরের মধ্যে সংযুক্তি-অধিগ্রহণ করতে পারবে না বলে যে নিয়ম ছিল, তা তুলে দেওয়া হয়েছে। তবে সংযুক্ত সংস্থার বাজার দখল ৫০% পেরোতে পারবে না। |