গত বছর দুবরাজপুর পুরভোটের সময় যে কয়েকটি সমস্যা তুলে ধরে বিরোধীরা প্রচার চালিয়েছিল তার অন্যতম ছিল নিকাশি নালার সমস্যা। সেই সমস্যাই এ বার ঘুচতে চলেছে। ইতিমধ্যে শহরের নিকাশি ব্যবস্থার হাল ফেরাতে রাজ্য পুর-দফতর থেকে প্রথম পর্যায়ে ৩ কোটি ৩৫ লক্ষ টাকা অনুমোদিত হয়েছে শহরের জন্য। পুরপ্রধান পীযূষ পাণ্ডে বলেন, “টাকা এসে গিয়েছে। কোন ওয়ার্ডের কোন নিকাশি নালার কাজ আগে করাতে হবে সেটা দেখে অগ্রাধিকার ভিত্তিতে যত দ্রুত সম্ভব কাজ এগোবে। আশা করি বর্ষার আগেই শহরের সমস্যা বেশ কিছুটা মিটবে।” গত পুরভোটে বিরোধী কংগ্রেস, সিপিএম ও বিজেপি-র অভিযোগ ছিল, নামেই পুরসভা। কিন্তু অধিকাংশ ওয়ার্ডে নিকাশি নালার যা হাল তাতে বর্ষা তো বটেই, বছরের অন্য সময়ও উপযুক্ত নিকাশি নালার অভাবে পুরসভার বিভিন্ন ওয়ার্ডে রাস্তায় উঠে আসা নোংরা জল ডিঙিয়ে যাতায়াত করতে হয় মানুষকে। সমস্যার কথা স্বীকার করে নিয়েছিলেন গত বোর্ডে কংগ্রেসের হয়ে পুরপ্রধানের দায়িত্ব সামলানো পীযূষ পাণ্ডে (যিনি গত পুর-নির্বাচনে তৃণমূলের হয়ে লড়েছিলেন এবং জয়ী হয়ে পুরপ্রধান হন)। তিনি বলেন, “সেই সময় মূলত টাকার আভাবেই সঠিক নিকাশি ব্যবস্থা করানো সম্ভব হয়নি। প্রতিশ্রুতি মতো কাজ হবে।” বিরোধী দলনেতা শেখ নাজিরউদ্দিন বলেন, “যে পরিমাণ টাকা এসেছে তাতে ৭০ শতাংশ কাজ হয়ে যাওয়ার কথা। তবে আমার ৭ নম্বর ওয়ার্ডে এবং আশপাশের কয়েকটি ওয়ার্ডে জল নিকাশির সমস্যাও যথেষ্ট প্রবল ছিল। কিন্তু সেই অনুপাতে অনুমোদিত টাকা বরাদ্দ হয়নি।” যদিও পীযূষবাবু দাবি করেন, “শহরের নিকাশি ব্যবস্থার প্রতি জোর দেওয়া হয়েছে।”
|
মহম্মদবাজারের ভাঁড়কাটা উদয়ন ক্লাব পরিচালিত ১৬ দলীয় নক আউট ক্রিকেট প্রতিযোগিতায় চম্পিয়ন হল বর্ধমানের দুর্গাপুর ইয়ং বেঙ্গল ক্লাব। টসে জিতে প্রথমে ব্যাট করে বীরভূমের খয়রাশোল থানার নওয়াপাড়া রাজু একাদশ ১০ ওভারের খেলায় ১১৫ রান করে। জবাবে ইয়ং বেঙ্গল ৮ ওভার ২ বলে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দুর্গাপুরের কাজিবাবু ম্যান অফ দ্য ম্যাচ এবং রাজু একাদশের কামরুল হাসান ম্যান অফ দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন। ১৯ ফেব্রুয়ারি ক্লাব মাঠে ওই খেলা হয়। অন্যতম উদ্যোক্তা স্বাধীন শেখ জানান, উইনার্স ও রানার্স দলকে ট্রফি-সহ যথাক্রমে ৫০ হাজার এবং ৩০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়েছে।
|
সাঁইথিয়ার দু’টি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে বৃহস্পতিবার। এ দিন সকাল ন’টায় সাঁইথিয়া বাগডাঙার হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজের হস্টেলের মাঠে সাঁইথিয়া সেন্ট অ্যান্ড্রুজ স্কুলের বার্ষিক মূল আকর্ষন ছিল ছোট ছোট পড়ুয়াদের জিমন্যাস্টিক শো। অন্য দিকে, সাঁইথিয়া হাইস্কুলের ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে কামদাকিঙ্কর স্টেডিয়ামে। স্কুলের প্রধান শিক্ষক অরুণ দাস জানান, মোট ৩৮টি ইভেন্ট ছিল। পুরপ্রধান বিপ্লব দত্ত, ক্রিড়াবিদ শম্ভুনাথ চট্টোপাধ্যায়-সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। ২০১০ সাল থেকে স্কুলে ‘স্মৃতিকনা দত্ত স্মৃতি পুরস্কার’ হিসেবে এই বর্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়ে আসছে।
|
আদিবাসী তরুণীকে গণধর্ষণে অভিযুক্তদের ফের জামিনের আবেদন নাকচ করল বোলপুর আদালত। বৃহস্পতিবার বলেন, “বিচারক জামিনের আবেদন খারিজ করে ধৃত ১৩ জনকে ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ দেন। পাশাপাশি পরবর্তী শুনানির আগে আদালতে মামলার কেস ডায়েরি দাখিল করারও নির্দেশ দিয়েছেন।” এ দিনই অভিযুক্ত পক্ষের আইনজীবী দিলীপ ঘোষ অভিযুক্তদের এক জনকে নাবালক বলে দাবি করেছেন। ওই দাবির প্রেক্ষিতে এসিজেএম উপযুক্ত তথ্যপ্রমাণ আদালতে দাখিলের নির্দেশ দেন। আগামী ৬ মার্চ মামলার পরবর্তী শুনানি হবে।
|
জনসভা থেকে ফেরার পথে ট্রাক্টর উল্টে জখম হলেন জনা দশেক লোক। বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ দুর্ঘটনাটি ঘটে দুবরাজপুর থানা এলাকার পলাশডাঙা ও জোপলাই গ্রামের মাঝামাঝি, দুবরাজপুর-লোবা রাস্তায়। আহতদেরকে দুবরাজপুর গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়েছে। লোবার পলাশডাঙা গ্রামে তৃণমূলের সভা ছিল। সভা শেষে করে উত্তারডাহা ও ধ-গ্রামে আসার সময়ে নিয়ন্ত্রণ হারায় ট্রাক্টরটি। |