কোলিয়ারিতে ঘেরাও কর্তারা
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল
|
কোলিয়ারি কর্তৃপক্ষের বিরুদ্ধে পক্ষপাতিত্বমূলক আচরণ ও অমানবিক সিদ্ধান্তের অভিযোগ তুলে ঘণ্টাখানেক বিক্ষোভ দেখালেন খনিকর্মীরা। বৃহস্পতিবার অন্ডালের কাজোড়া এরিয়ার খাস কাজোড়া গ্রুপ অফ কোলিয়ারির দু’টি খনিতে এজেন্ট ম্যানেজার ও অন্য আধিকারিকদের ঘেরাও করে রাখেন তাঁরা। শ্রমিক সংগঠনেগুলোর নেতৃত্বে খনি কর্মীরা দাবি জানান, ২৭ জানুয়ারি খনিতে কাজ করতে নেমে অসুস্থ হয়ে পড়েন এক সার্ভেয়ার। তারপর থেকেই আর খোঁজ মেলেনি তাঁর। দু’দিন পরে রাতে খনির ভেতর থেকেই তাঁর দেহ মেলে। এরপরেই খনি কর্তৃপক্ষের উদাসীনতা ও গাফিলতির প্রতিবাদে ওই এরিয়ার ১০টা কোলিয়ারি ২৯ জানুয়ারি বন্ধ রেখে বিক্ষোভ দেখান শ্রমিকেরা। কাজে যোগ দিতে পারেননি খনি কর্মীরাও। পরে ১ ফেব্রুয়ারি এরিয়ার জিএম বিঞ্জপ্তি জারি করে জানিয়ে দেন যে ওই দিন যারা কাজ করেন নি, তাদের বেতন থেকে ওই দিনের পারিশ্রমিক কেটে নেওয়া হবে। তবে শ্রমিকদের অভিযোগ, কার্যক্ষেত্রে দেখা গিয়েছে শুধু লছিপুর ও সেন্ট্রাল কাজোড়া কোলিয়ারির ক্ষেত্রে ওই বিঞ্জপ্তি মোতাবেক টাকা কেটে নেওয়া হয়েছে। এরিরার অন্য ৮টা কোলিয়ারিতে বেতন কাটা হয় নি। কর্তৃপক্ষের এই অমানবিক ও পক্ষপাতিত্বমূলক আচরণের প্রতিবাদে ও কেটে নেওয়া টাকা ফেরত দেওয়ার দাবিতে এ দিন বিক্ষোভ দেখান খনিকর্মীরা। তাঁদের দাবি, দাবি না মেটানো হলে লাগাতার ঘেরাও আন্দোলন চলবে। প্রয়োজনে উত্পাদন বন্ধ রেখে সবক’টি শ্রমিক সংগঠন এক সঙ্গে আন্দোলন চালিয়ে যাবে।
|
রাস্তা সংস্কার চেয়ে অবরোধ
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
বেহাল দু’টি রাস্তা সংস্কারের দাবিতে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর ২টো পর্যন্ত রাস্তার দু’টি মোড়ে অবরোধ করে বিক্ষোভ দেখালেন এলাকাবাসী। এ দিন পাণ্ডবেশ্বরের কুমারডিহি পার্ক এবং জোয়ালভাঙা মোড়ে অবরোধ শুরু করেন সংলগ্ন চারটি এলাকার বাসিন্দারা। তাঁদের দাবি, কুমারডিহি গ্রাম থেকে সরপি ৬ কিলোমিটার এবং বাঁকোলা রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক মোড় থেকে জোয়ালভাঙা মোড় পর্যন্ত ৮ কিলোমিটার দু’টি রাস্তা বেহাল। এই রাস্তা ইসিএল ব্যবহার করায় ভেঙেচুরে একাকার। ফলে, মিনিবাস চলাচল বিপজ্জনক হয়ে উঠেছে। দুর্ঘটনাও ঘটছে। গত বছর নভেম্বরে জেলাশাসক কুমারডিহি গ্রামে রাত জেগে এলাকার বাসিন্দাদের মুখোমুখি হয়ে সমস্যার কথা শোনেন। |
চলছে অবরোধ। —নিজস্ব চিত্র। |
সে দিন অনেকেই এই দু’টি বেহাল রাস্তার সংস্কারের আবেদন জানান। জেলাশাসকের সামনে কাজোড়া এরিয়ার জিএম সংস্কার কাজে ৭২ লক্ষ দেওয়ার কথাও জানান। তার পরে ইসিএল মোরাম ফেলে দায় সারে বলে অভিযোগ। মোরাম উঠেও গিয়েছে বলে দাবি। ইসিএল যাতে সার্বিক ভাবে রাস্তা সংস্কারের ব্যবস্থা করে, সেই লক্ষেই তাঁরা এ দিন রাস্তা অবরোধ করলেন বলে বাসিন্দারা জানান। ইসিএলএর কাজোড়া এরিয়ার জিএম অভিজিৎ মল্লিক জানান, ২৫ ফেব্রুয়ারি তাঁদের সংস্থার সদর দফতরে জেলা পরিষদ ও স্থানীয় প্রতিনিধিদের নিয়ে একটি বৈঠক হবে। সেখানেই বিষয়টির নিষ্পত্তি হবে।
|
চুরি যাওয়া ল্যাপটপ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
বাড়ি থেকে চুরি যাওয়া দুটি মোবাইল ও একটি ল্যাপটপ উদ্ধার করেছে কোকওভেন থানার পুলিশ। ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেফতারও করা হয়েছে বুধবার রাতে । পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম গয়া থান্ডার, রাজু থান্ডার ও কাঞ্চন পণ্ডিত। তিনজনেই বীরভূমের বাসিন্দা। তবে বর্তমানে ওই থানা এলাকার করঙ্গপাড়ায় থাকত তারা। বৃহস্পতিবার ধৃতদের আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হাজতে পাঠান বিচারক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বছর অগস্টে কোকওভেন থানার দেশবন্ধু নগরের একটি বাড়ি থেকে দুটি মোবাইল ও একটি ল্যাপটপ চুরি যায়। সেই ঘটনার তদন্তে নেমেই পুলিশ ওই তিনজনকে ধরে। এর সঙ্গে চুরি হওয়া দুটি মোটরবাইকও উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, কয়েকদিন আগে গ্রেফতার হওয়া কয়েকজন বাইক চোরকে জিজ্ঞাসাবাদ করে সেগুলি উদ্ধার করা হয়েছে। |