টুকরো খবর
নাবালিকা ধর্ষণে ধৃত প্রতিবেশী
নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ডোমকল থানার মুরারিপুর গ্রামে। অভিযুক্ত যুবকের নাম সফিকুল শেখ। পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকে ওই যুবক-সহ তার পরিবার পলাতক। ঘটনার তদন্ত শুরু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সপ্তম শ্রেণির ওই ছাত্রী মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির সামনে খেলছিল। সেই সময় প্রতিবেশী যুবক সফিকুল এসে তাকে মোটর বাইকে ঘোরানোর টোপ দিয়ে গ্রাম থেকে কিছুটা দূরে মাঠে নিয়ে যায়। ওই নাবালিকার পরিবারের দাবি, ধর্ষণের পর তাকে খুন করার চেষ্টাও করে ওই যুবক। ঘটনার কথা কাউকে না বলার প্রতিশ্রুতি দিলে ওই নাবালিকাকে বাড়ি থেকে কিছুটা দূরে নামিয়ে চলে যায় ওই যুবক। সেই সময় ওই নাবালিকা অসুস্থ হয়ে পড়লে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে। রাতেই পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়। ডোমকলের এসডিপিও অরিজিৎ সিংহ বলেন, ‘‘ওই ঘটনায় সফিকুলের বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু করা হয়েছে। ঘটনার পর থেকেই সে পলাতক। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।’’

হাজারদুয়ারি বিকল
হাজারদুয়ারি এক্সপ্রেসের ইঞ্জিন খারাপ হয়ে যাওয়ায় ট্রেন চলাচল ব্যাহত হল কল্যাণী-রানাঘাট শাখায়। বুধবার সকাল সাড়ে ৮টা নাগাদ নদিয়ার রানাঘাট থানার পায়রাডাঙা রেল স্টেশনের কাছে হঠাৎই ট্রেনটির ইঞ্জিন খারাপ হয়ে যায়। প্রায় এক ঘণ্টা পরে অন্য একটি ইঞ্জিন এসে ট্রেনটিকে রানাঘাটে টেনে নিয়ে গেলে ওই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

অস্বাভাবিক মৃত্যু
রহস্যজনক ভাবে খুন হলেন এক যুবক। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে হোগলবেড়িয়া থানার জমশেরপুর কালিতলা পাড়ায়। ওই যুবকের নাম রসিদুল শেখ (৩২)। তাঁর বাড়ি করিমপুর থানার অভয়পুর গ্রামে। করিমপুর বাজারে মুটিয়ার কাজ করা ওই যুবক মঙ্গলবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন।

ওভারব্রিজ আটকে শুনে তৎপর স্পিকার
বহরমপুরে রেল ওভারব্রিজের কাজ রাজ্য পূর্ত দফতরের সবুজ সঙ্কেতের অপেক্ষায় আটকে আছে শুনে তৎপর হলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বহরমপুর কোর্ট স্টেশনের কাছে ওই ওভারব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপনের কাজ এক বছর আগে সেরে ফেলেছে রেল। কাজের জন্য টেন্ডার দেওয়াও হয়ে গিয়েছে। কিন্তু রাজ্যের পূর্ত দফতরের সম্মতি না মেলায় ওভারব্রিজ নির্মাণের কাজ শুরু হতে পারেনি। বিষয়টি বুধবার বিধানসভার উল্লেখ-পর্বে তুলছিলেন বহরমপুরের কংগ্রেস সাংসদ মনোজ চক্রবর্তী। ওই ওভারব্রিজ তৈরি হলে বহু মানুষের উপকার হবে বুঝে স্পিকার এ দিনই মনোজবাবুর কাছে ওই সংক্রান্ত কাগজপত্র চেয়ে পাঠিয়েছেন। বিধায়কও স্পিকারকে সঙ্গে সঙ্গেই চিঠি দিয়েছেন। মনোজবাবুর বক্তব্য, “ওই উড়ালপুল শুধু বহরমপুরের মানুষেরই কাজে লাগবে, তা নয়। উত্তর ও দক্ষিণবঙ্গের মধ্যে করিডর হিসাবে গোটা রাজ্যের মানুষই লাভবান হবেন।” তাঁর অভিযোগ, বারবার অনুরোধ করা সত্ত্বেও পূর্ত দফতরের দিক থেকে এখনও সাড়া মেলেনি। মনোজবাবুর কথায়, “স্পিকার উৎসাহ দেখানোর পরে তাঁর কাছে অনুরোধ জানিয়েছি, তিনি যাতে পূর্ত দফতরকে প্রয়োজনীয় নির্দেশ দেন।” স্পিকারের দফতর থেকেও বলা হয়েছে, তিনি বিষয়টি পূর্ত দফতরের কাছে পাঠিয়ে দেবেন। পূর্তমন্ত্রী অবশ্য এ দিন ঘটনার সময় বিধানসভায় ছিলেন না। নথিপত্র দিয়ে মনোজবাবু এ দিন বিধানসভায় দেখিয়েছেন, বহরমপুরে ওই রেল ওভার ব্রিজ করার জন্য পূর্ত দফতরের মাধ্যমে রাজ্য সরকার সম্মতি দিয়েছিল ২০১৩ সালের ৭ জানুয়ারি। তার পরে যা করার, রেল মন্ত্রকই করেছে। বিশদে পরিকল্পনা হয়েছে, টেন্ডার বিলি হয়ে গিয়েছে। বিধায়কের বক্তব্য, “এই কাজে এক টাকাও পূর্ত দফতর বা রাজ্য সরকারকে খরচ করতে হবে না! তারা শুধু তাদের আপত্তি নেই (এনওসি) বলে জানাবে। সেটা কেন হচ্ছে না, বুঝছি না!” স্পিকার তৎপর হওয়ার পরে বল গড়াবে বলে তাঁর আশা।

সিলিন্ডার রেখে ধৃত
বৈধ কাগজপত্র ছাড়াই ৭টি গ্যাসের সিলিন্ডার রাখার অভিযোগে বুধবার তিন জনকে গ্রেফতার করল কৃষ্ণনগর কোতয়ালি থানার পুলিশ। ধৃতেরা হল, ঘুনির বাসিন্দা কৌশিক বিশ্বাস, কার্তিক বিশ্বাস ও গৌতম হালদার।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.