আজ জঙ্গিপুরে রাষ্ট্রপতি
বাবা কামদাকিঙ্কর মুখোপাধ্যায়ের নামে সাগরদিঘি কলেজের নামকরণ অনুষ্ঠানে যোগ দিতে বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলায় আসছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। এদিনই নবগ্রাম, সাগরদিঘি ও আহিরণে চারটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বিকেলে আহিরণের অনুষ্ঠান সেরে কলকাতা হয়ে দিল্লি ফিরে যাবেন। সবগুলি অনুষ্ঠানই জঙ্গিপুর লোকসভা এলাকার মধ্যে। রাষ্ট্রপতি হওয়ার আগে আট বছর জঙ্গিপুরের সাংসদ ছিলেন প্রণববাবু। বর্তমানে জঙ্গিপুরের সাংসদ তাঁরই পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়। রাষ্ট্রপতি হওয়ার পর আড়াই মাসের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার জঙ্গিপুরে আসছেন প্রণববাবু। পুলিশ সুপার হুমায়ুন কবীর জানান, রাষ্ট্রপতি এদিন সাড়ে ১১টা নাগাদ নবগ্রামে হেলিকপ্টারে নেমে ৩৪ নম্বর জাতীয় সড়ক লাগোয়া শিলগ্রামে সেনা ছাউনির শিলান্যাস করবেন। পানাগড়ের পর দক্ষিণবঙ্গে এটাই দ্বিতীয় সেনা ছাউনি। এর জন্য প্রায় ২২০ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। জঙ্গিপুরের বিধায়ক আখরুজ্জামান বলেন, “সীমান্তবর্তী জেলা হিসেবে দেশের নিরাপত্তার কারণে বহু দিন ধরেই এই সেনা ছাউনি গড়ার প্রস্তাব দিয়ে এসেছেন প্রণববাবু। এতদিনে তাঁর সে চেষ্টা সফল হচ্ছে তাঁরই হাত ধরে।”
এদিনের দ্বিতীয় অনুষ্ঠান সেনাছাউনি থেকে মাইল আটেক দূরে ধুমার পাহাড়ে। জাতীয় সড়কের পাশেই একটি স্বেচ্ছাসেবী সংস্থার স্পোর্টস অ্যাকাডেমির শিলান্যাস করবেন রাষ্ট্রপতি। সংস্থার কর্ণধার শ্রেণিক শেঠ বলেন, “অ্যাকাডেমিটির নামকরণ করা হয়েছে প্রণববাবুর বাবা কামদাকিঙ্কর মুখোপাধ্যায়ের নামে। এর জন্য ১২ একর জমি কেনা হয়েছে। প্রথম পর্যায়ে অ্যাকাডেমির নিজস্ব প্রশাসনিক ভবন ও ২৫টি করে পরিবার থাকার উপযোগী ২টি আবাসন, খেলার মাঠ তৈরি হবে।”
নিরাপত্তায়। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে অর্কপ্রভ চট্টোপাধ্যায়ের ছবি।
এখান থেকে রাষ্ট্রপতি যাবেন বেলা ১টা ৫ মিনিট নাগাদ সড়ক পথে সাগরদিঘি কলেজে। ২০০৮ সালে জঙ্গিপুরে সাংসদ থাকাকালীন প্রণববাবুর উদ্যোগেই সাগরদিঘিতে প্রতিষ্ঠিত হয় ডিগ্রি কলেজটি। এলাকার মানুষের বহু দিনের দাবি ছিল এটি। কলেজের শিলান্যাস থেকে উদ্বোধন সব কিছুই হয়েছে প্রণববাবুর হাত ধরে। এমনকী মন্ত্রীত্বের শত ব্যস্ততার মধ্যেও কলেজ কর্তৃপক্ষের অনুরোধে ছাত্র-ছাত্রীদের কাছে রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস নিতে কলেজে এসেছেন তিনি। কলেজের অধ্যক্ষ সিদ্ধেশ্বর পাহাড়ী বলেন, “কলেজের প্রয়োজনে যখনই তাঁকে ডাকা হয়েছে তিনি এসেছেন। তাঁর হাত ধরেই যেহেতু সাগরদিঘিতে কলেজের প্রতিষ্ঠা, তাই কলেজটির নামকরণ তাঁর বাবার নামে করার জন্য সিদ্ধান্ত নেয় কলেজ পরিচালন সমিতি। কল্যাণী বিশ্ববিদ্যালয় ও রাজ্য সরকারও সেই প্রস্তাবের অনুমোদন দিয়েছেন মাস তিনেক আগে। আমরা চাইছিলাম কলেজের নামকরণের সেই অনুষ্ঠানও হোক প্রণববাবুর হাত ধরে। কিন্তু তিনি আর কেন্দ্রীয় মন্ত্রী নন, দেশের রাষ্ট্রপতি তিনি। সময় পাওয়া যাবে কি না তা নিয়ে সংশয় ছিল। তবু কলেজের অধ্যক্ষ হিসেবে সব কিছু জানিয়ে সরাসরি রাষ্ট্রপতি ভবনে চিঠি দেওয়া হয় প্রণববাবুকে। তিনি রাজি হন। রাষ্ট্রপতি হিসেবে এই প্রথম বার কলেজে আসছেন তিনি।” বর্তমান রাজ্য সরকারের প্রতিও কৃতজ্ঞতা জানান অধ্যক্ষ। তাঁর কথায়, “৫ বছরের মধ্যে বিজ্ঞান শাখার অনুমোদন দিয়েছেন উচ্চ শিক্ষা দফতর। কামদাকিঙ্কর মুখোপাধ্যায়ের নামে কলেজের নামকরণের প্রস্তাবে ৭ দিনের মধ্যে অনুমোদন জানিয়েছে রাজ্য সরকার। কলেজে আলাদা বিজ্ঞান ভবন গড়তে ৬১ লক্ষ টাকা মঞ্জুর করেছেন।” আধ ঘণ্টার অনুষ্ঠান সেরে নবগ্রামের হেলিপ্যাড হয়ে কপ্টারেই যাবেন সুতির আহিরণে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, নয়া ভবনের উদ্বোধন করতে। ২৮৮ একর জমিতে ওই ক্যাম্পাস তৈরির কাজ শুরু হয়েছে। আপাতত সেখানে আইন-সহ ৩টি বিষয় পড়ানোর উপযোগী ভবন তৈরি হয়েছে। আহিরণ থেকেই রাষ্ট্রপতি কপ্টারে ফিরবেন কলকাতায়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.