শিয়রে ভোট, রদবদল পুলিশে
লোকসভা নির্বাচনের আগে রাজ্য পুলিশের ইনস্পেক্টর স্তরে রদবদল হল বিভিন্ন জেলায়। পূর্ব মেদিনীপুর জেলায় একাধিক এলাকার সার্কেল ইনস্পেক্টর (সিআই) ও আইসি (ইনস্পেক্টর ইন চার্জ) রদবদলের নির্দেশ হয়েছে। মঙ্গলবার রাজ্যের আইজি (সদর) এই বদলির নির্দেশ দিয়েছেন। পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার সুকেশকুমার জৈন বলেন, “নির্বাচন কমিশনের নিয়ম মেনে জেলায় তিন বছরের বেশি কর্মরত পুলিশ ইনস্পেক্টরদের বদলি করা হয়েছে।” জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, তমলুক, নন্দকুমার, মহিষাদল, কাঁথি, ভূপতিনগরের সার্কেল ইনস্পেক্টরদের বদলি করা হয়েছে। তমলুকের সিআই সুশান্ত মুখোপাধ্যায়কে নদিয়া জেলার করিমপুরের সিআই পদে বদলি করা হয়েছে। করিমপুরের সিআই আবু সালিমকে তমলুকের সিআই করা হয়েছে। নন্দকুমারের সিআই পার্থ স্যানালকে উত্তর চব্বিশ পরগণার গাইঘাটার সিআই পদে বদলি করা হয়েছে। নন্দকুমারের সিআই পদে আসছেন নদিয়ার ডিআইবি ইনস্পেক্টর সুধারঞ্জন সরকার। মহিষাদলের সিআই শুভঙ্কর দে’কে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের ডিআইবি ইনস্পেক্টর পদে বদলি করা হয়েছে। মহিষাদলের সিআই হচ্ছেন পশ্চিম মেদিনীপুর জেলার গোপীবল্লভপুরের আইসি রঞ্জিত ঘোষ। ভূপতিনগরের সিআই চম্পক চৌধুরীকে নদিয়ার শান্তিপুরের সিআই পদে বদলি করা হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগণার মগরাহাটের সিআই সুবীর চৌধুরীকে ভূপতিনগরের সিআই পদে বদলি করা হয়েছে। কাঁথি থানার আইসি সোমনাথ দত্তকে ঘাটালের সিআই পদে বদলি করা হচ্ছে। মালদহের চাঁচল থানা আইসি জয়ন্ত লোধচৌধুরীকে কাঁথির সিআই পদে আনা হয়েছে। উত্তর চব্বিশ পরগণার ডিআইবি ইনস্পেক্টর সুবীরকুমার রায়কে কাঁথির আইসি পদে বদলি করা হয়েছে। বাঁকুড়ার সিমলিপালের আইসি বিষ্ণুপদ বেরা এগরার সিআই পদে বদলি হয়েছেন।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.