টুকরো খবর
বাদ পোলার্ড
চোটের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়লেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার কায়রন পোলার্ড। হাঁটুর চোট না সারায় আগামী মাসে বাংলাদেশে হতে চলা টুর্নামেন্টে খেলতে পারবেন না তিনি। ডারেন স্যামির নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপের ১৫ সদস্যের টিমে নেই ফাস্ট বোলার কেমার রোচও। তাঁর কাঁধে চোট রয়েছে। ওয়েস্ট ইন্ডিজ বোর্ড জানিয়েছে, “গত বছর চোট লাগার পর পোলার্ড এখনও সুস্থ হয়ে ওঠেননি। আর রোচের সুস্থ হতে অস্ত্রোপচার করতে হবে।”

রিভাল্ডোর ইতিহাস

পিতা-পুত্র।
১৮ বছরের ছেলে রিভাল্ডিনহোকে মাঠে নামতে দেখে আর বসে থাকতে পারলেন না। সবুজ গালিচায় নেমেই পড়লেন রিভাল্ডো। ৪১ বছর বয়সি প্রাক্তন জাতীয় ফুটবলারের দীর্ঘ কেরিয়ারে প্রচুর সোনালি স্মৃতি থাকলেও ছেলের সঙ্গে একই ম্যাচে খেলার সুযোগ আর ছাড়তে চাননি। দু’জনেই নেমেছিলেন ব্রাজিলিয়ান লিগে মোগি মিরিমের হয়ে। যে ক্লাবের আবার প্রেসিডেন্টও ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী টিমের সদস্য রিভাল্ডো। পরে সোশ্যাল মিডিয়ায় রিভাল্ডো লেখেন, “ছেলের সঙ্গে খেলতে পেরেছি। জীবনে এমন একটা বিশেষ দিনের জন্য ঈশ্বরকে ধন্যবাদ। ম্যাচটা ১-১ শেষ হলেও দিনটা ইতিহাস হয়ে রইল।”

হিমাংশু ৭২-এ
সোচি শীতকালীন অলিম্পিকে হতাশাজনক ভাবে শেষ হল ভারতের অভিযান। বুধবার পুরুষদের জায়ান্ট স্লালোম ইভেন্টে হিমংশু ঠাকুর ১০৭ প্রতিযোগীর মধ্যে শেষ করেন ৭২-এ। ২০ বছর বয়সি ভারতীয় স্কি বিশেষজ্ঞ এ বারই প্রথম শীতকালীন অলিম্পিকে অংশ নেন। সব মিলিয়ে তাঁর সময় তিন মিনিট ৩৭.৫৫ সেকেন্ড। অপর দুই ভারতীয় অ্যাথলিটের মধ্যে এর আগে ক্রস কান্ট্রি স্কি-তে নাদিম ইকবাল ৮৭ জনের মধ্যে ৮৫-তে আর লুগার শিব কেশবন ৩৯ জন প্রতিযোগীর মধ্যে শেষ করেন ৩৭-এ।

রাহিলের রেকর্ড
নয় শহরের মধ্যে গল্ফের টক্কর, এক কোটি কুড়ি লক্ষ টাকা পুরস্কার মূল্যের লুই ফিলিপে কাপ-এর প্রথম দিনে কোর্স রেকর্ড গড়ে সাড়া ফেললেন কলকাতার রাহিল গাঙ্গজি। মুম্বইয়ের প্রেসিডেন্সি গল্ফ ক্লাবের কোর্সে পঁয়ত্রিশ বছরের গল্ফার এ দিন আট-আন্ডার ৬২ স্কোর করে নিজের দল এভিটি কলকাতাকে পৌঁছে দিলেন লিডারবোর্ডের এক নম্বরে। কলকাতার পিছনে যুগ্ম তিন নম্বরে কলম্বো, বেঙ্গালুরু এবং চেন্নাই। উচ্ছ্বসিত রাহিল বলেন, “পরপর পাঁচটা-সহ আজ দশটা বার্ডি করেছি। অসাধারণ লাগছে। তবে খেলার সময় রেকর্ডটার কথা জানতাম না।” রাহিলের আগে এই কোর্সে সেরা স্কোর ছিল ২০১০-এ গুরবাজ মানের করা ৬৩। কলকাতার টিমের অন্য দু’জন, শঙ্কর দাস ও চিরাগ কুমার যথাক্রমে স্কোর করলেন ৬৭ ও ৭৩।

চিনা ওপেনে পঙ্কজ
আট বারের বিশ্ব চ্যাম্পিয়ন পঙ্কজ আডবাণী আর ভারতীয় ওপেনের ফাইনালিস্ট আদিত্য মেটা চিন ওপেন স্নুকার টুর্নামেন্টে যোগ্যতা অর্জন করলেন। বেজিংয়ে ৩১ মার্চ-৬ এপ্রিল হবে এই টুর্নামেন্ট। পঙ্কজ স্থানীয় প্লেয়ার চেন ঝি-কে চূড়ান্ত বাছাই পর্বে ৫-৩ হারান। আদিত্য ৫-২ হারান সুইৎজারল্যান্ডের আলেকজান্ডার উরসেনবাখকে।

নবসাক্ষরদের ক্রীড়া বাঁকুড়ায়
নবসাক্ষর পড়ুয়াদের ২০তম আন্তঃজেলা ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়ে গেল বাঁকুড়ায়। উদ্যোক্তা জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দফতর। দু’দিন ব্যাপি এই প্রতিযোগিতা শুরু হয়েছিল মঙ্গলবার। উদ্বোধন করেন রাজ্যের বস্ত্র মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। প্রতিযোগিতার ক্রীড়া পর্বটি অনুষ্ঠিত হয় বাঁকুড়া স্টেডিয়ামে।

বাঁকুড়া স্টেডিয়ামে চলছে ক্রীড়া প্রতিযোগিতা।—নিজস্ব চিত্র।
সাংস্কৃতিক পর্বটি বাঁকুড়া রবীন্দ্র ভবনে মঞ্চস্থ হয়েছে। বাঁকুড়ার নবশিক্ষা ক্রীড়া কমিটির অন্যতম সদস্য তথা বাঁকুড়া জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় জানান, দৌড়, লং জাম্প, হাই জাম্প, লোক নৃত্য, লোক সঙ্গীত মিলিয়ে ৩৩টি ইভেন্টে ১৯টি জেলার থেকে প্রায় ১০০০ পড়ুয়া অংশ নেয়। পয়েন্টের বিচারে মুর্শিদাবাদ এই প্রতিযোগিতায় প্রথম হয়েছে, দ্বিতীয় বাঁকুড়া।

অন্য খেলায়
ভেটারেন্স ক্লাবের উদ্যোগে বিধাননগর পুরসভার মাঠে শুক্রবার থেকে শুরু শৈলেন মান্না অফিস ফুটবল টুর্নামেন্ট। চল্লিশোর্ধ্ব এই টুর্নামেন্টে মোট আটটা টিম খেলবে। ফাইনাল ও সেমিফাইনাল মোহনবাগান মাঠে, ২৮ ফেব্রুয়ারি। অফিস টুর্নামেন্টের পাশাপাশি আট দলের একটা অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্টও হবে।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.