শেষ আটে ভারত বনাম ইংল্যান্ড
আবার জেতালেন কুলদীপ
১৯ ফেব্রুয়ারি
হ্যাটট্রিক-সহ চার উইকেটে স্কটল্যান্ডকে শুইয়ে দেওয়ার দু’দিনের মধ্যেই ফের জ্বলে উঠলেন কুলদীপ যাদব। এ বার উত্তর প্রদেশের ১৯ বছর বয়সি স্পিনারের শিকার পাপুয়া নিউ গিনি। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বুধবার কুলদীপের (৪-১০) দাপটে ভারত ২৪৫ রানে জিতল।
প্রথমে ব্যাট করে সঞ্জু স্যামসন (৮৫), অঙ্কুশ বেইনসের (৫৯) দুরন্ত ব্যাটিংয়ের জোরে ৩০১-৬ তোলে ভারত। জবাবে পাপুয়া নিউ গিনি শেষ ৫৬ রানে। কুলদীপের পাশাপাশি উজ্জ্বল ছিলেন ডান হাতি মিডিয়াম পেসার মনু কুমারও (৩-১৩)।

এ বার আইপিএল নিলামে নাইট রাইডার্সে সংসারে ঢুকে পড়া কুলদীপ সোমবারই ভারতীয় বোলারদের মধ্যে টুর্নামেন্টে প্রথম হ্যাটট্রিক করেন। যিনি শুধু বাঁ হাতি স্পিনারই নন, ভারতীয় ক্রিকেটের একমাত্র ‘চায়নাম্যান’ বোলারও। ক্রিকেট বিশ্বে যে প্রজাতি এখন প্রায় বিরল।
শারজা ক্রিকেট স্টেডিয়ামে এ দিন দুই ওপেনার বাইনস ও অখিল হেরওয়াদকরের (৩৭) জুটিতে ৫৮ রান ওঠার পর ভারতের ক্যাপ্টেন বিজয় জোল (৩৫) হাল ধরেন। তবে টিমের রান ৩০০ পার করে দেওয়ার পিছনে সবচেয়ে বড় অবদান সঞ্জুর। শ্রেয়াস আইয়ারের (৩৬) সঙ্গে সঞ্জুর চতুর্থ উইকেটে ১১৬ রানের পার্টনারশিপই জয়ের ভিত গড়ে দেয়। আটটা চার আর চারটে ছক্কা দিয়ে সাজানো সঞ্জুর ইনিংস শেষ হওয়ার সময় টিমের রান পৌঁছে যায় ৪৬ ওভারে ২৫৫-তে। এই জয়ের পর গ্রুপ ‘এ’-র শীর্ষে (তিন ম্যাচে ৬ পয়েন্ট) শেষ করে কোয়ার্টার ফাইনালে ভারত মুখোমুখি ইংল্যান্ডের (২২ ফেব্রুয়ারি)।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.