টুকরো খবর
মাধ্যমিক নিয়ে বৈঠকে প্রশাসন
মাধ্যমিক পরীক্ষা পর্ব নির্বিঘ্ন করতে বৈঠক করল খড়্গপুর মহকুমা প্রশাসন। বুধবার খড়্গপুর মহকুমাশাসকের কার্যালয়ে প্রশাসনিক বৈঠক ডাকা হয়। সেখানে যোগ দিয়েছিলেন মহকুমার ১০টি ব্লকের বিডিও ও থানার ওসি-আইসিরা। তাঁদের সামনে পরীক্ষার নানা নিয়মের খুঁটিনাটি নিয়ে আলোচনা করেন অতিরিক্ত জেলাশাসক (ভূমি সংস্কার) অরিন্দম দত্ত, মহকুমাশাসক সঞ্জয় ভট্টাচার্য, মধ্যশিক্ষা পর্ষদের জেলা আহ্বায়ক নির্মলেন্দু দে প্রমুখ। আগামী ২৪ ফেব্রুয়ারি, সোমবার থেকে শুরু হচ্ছে এ বছরের মাধ্যমিক পরীক্ষা। চলবে ৬ মার্চ পর্যন্ত। পরীক্ষার দিনগুলিতে যাতে সুষ্ঠুভাবে পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারে, তা নিয়ে বেশ কিছু নিয়ম জানিয়ে দেওয়া হয় প্রশাসনিক কর্তাদের। যেমন, পরীক্ষার তিন দিন আগে মাইক ব্যবহারে নিষেধাজ্ঞা, পরীক্ষার দিন জেরক্স সেন্টার বন্ধ রাখা, পরীক্ষাকেন্দ্র থেকে দু’শো মিটার পর্যন্ত ১৪৪ ধারা জারি করা, বাস সচল রাখতে বাস সংগঠনগুলির সঙ্গে আলোচনার নির্দেশ ইত্যাদি। এ ছাড়াও প্রশ্নপত্র পরীক্ষার দিনগুলিতে সকাল সাড়ে দশটায় মধ্যে সেন্টার ইনচার্জের উপস্থিতিতে কেন্দ্রগুলিতে পাঠানো ও পরীক্ষা শেষে পুলিশি ঘেরাটোপে উত্তরপত্র মেদিনীপুরে পৌঁছনোর নির্দেশ দেওয়া হয়। মহকুমাশাসক সঞ্জয় ভট্টাচার্য বলেন, “এই নিয়মগুলির অধিকাংশই প্রতি বছরই থাকে। তবে এই বৈঠকের মূল উদ্দেশ্য নিজেদের মধ্যে বোঝাপড়া করে নেওয়া।”

পুলিশের জনসংযোগ
জনসংযোগের উদ্দেশে স্বাস্থ্য শিবির, বস্ত্র বিতরণ থেকে খিচুড়ি খাওয়ানো-পুলিশের উদ্যোগে সব কিছুরই আয়োজন করা হল বুধবার। এ দিন গোয়ালতোড়ের পিংবনি হাইস্কুলের মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রায় সাড়ে ১৩০০ মানুষের রোগ নির্ণয় ও নিখরচায় ওষুধ বিতরণ করা হল। প্রয়োজনে ইসিজিও করা হল নিখরচাতেই। সাধারণ চিকিৎসক থেকে শুরু করে প্রসূতি, শিশু বিশেষজ্ঞদের মতো চিকিৎসকদের নিয়ে যাওয়া হয়েছিল শিবিরে। চিকিৎসা ও ওষুধ বিতরণের পাশাপাশি গরিব মানুষদের হাতে তুলে দেওয়া হল শাড়ি, ধুতি ও কম্বল। সব মিলিয়ে প্রায় ১ হাজার মানুষকে নতুন বস্ত্র দেওয়া হয়েছে। সব শেষে ছিল ভুরি ভোজের আয়োজনও। যাঁরা চিকিৎসা করিয়েছেন বা নতুন বস্ত্র পেয়েছেন-সকলকেই পেট ভরে খিচুড়িও খাওয়ানো হল। এদিনের শিবিরে অতিরিক্ত পুলিশ সুপার (সদর) অবধেশ পাঠক, ডিএসপি (অপারেশন) সৌতম বন্দ্যোপাধ্যায়-সহ পদস্থ আধিকারিকেরা উপস্থিত ছিলেন।

মূর্তি প্রতিষ্ঠা
আনুষ্ঠিক ভাবে স্বামী বিবেকানন্দের মূর্তি প্রতিষ্ঠিত হল দাঁতনের সোলাপাট্টা প্রাথমিক বিদ্যালয়ে। বুধবার বিকেলের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাঁতন ব্লক তৃণমূল সভাপতি বিক্রম প্রধান প্রমুখ।

কোথায় কী


সাংস্কৃতিক অনুষ্ঠান: সবংয়ের বুড়ালের পূর্বসাই গ্রামে ইন্দিরা স্মৃতি সঙ্ঘের উদ্যোগে
সাংস্কৃতিক অনুষ্ঠান। দু:স্থদের শীতবস্ত্র বিতরণ দুপুর ৩টায়। থাকবেন বিধায়ক মানস ভুঁইয়া।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.