টুকরো খবর
পথে আরও নতুন বাস
পুরনো রুট থেকে বাস উঠে যাচ্ছে। তবু নতুন রুটে বাস চালানোর কথা ঘোষণা করলেন পরিবহণমন্ত্রী মদন মিত্র! তাঁর দাবি, অনেকে নতুন রুটে বাস চালাতে আগ্রহী। বাসমালিকদের সংগঠনের পাল্টা দাবি, “রাজ্য সরকার ঘোষণা করলেও কেউ বাস চালাতে রাজি হবেন না। বাস কিনলে তা বসিয়ে রাখতে হবে।” গত দেড় বছরে ডিজেল ও যন্ত্রাংশের দাম বেড়েছে। সরকারের বেঁধে দেওয়া ভাড়ায় লাভ হচ্ছে না। ভাড়া বাড়ানোর দাবিতে আন্দোলনেও লাভ না হওয়ায় উঠে যাচ্ছে বেসরকারি বাস। কমছে সরকারি বাসও। তবুও পরিবহণ দফতর এখন নতুন ১৯টি রুটে ৩৭৫টি বাস নামাতে চাইছে। মন্ত্রী জানান, আরও ১৫টি রুট বাড়ানো হবে। তাঁর দাবি, “নতুন রুটে বাসের প্রচুর চাহিদা। পারমিট বিলি শুরু হলেই বোঝা যাবে। বর্তমান ভাড়ায় বাস চালিয়ে লাভ করা সম্ভব।” জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেট্স-এর নেতা তপন বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, “নতুন রুটের বাসও তো ডিজেলেই চলবে। প্রলোভন দেখিয়ে সরকার কয়েক জনকে বাস কিনতে রাজি করালেও কিছু দিনেই তাঁরা টের পাবেন।” মিনিবাস অপারেটর্স কো-অর্ডিনেশন কমিটির নেতা অবশেষ দাঁ-র দাবি, “তিনশো নতুন বাস বার না করে বসে যাওয়া তিন হাজার বাস চালানোর ব্যবস্থা করুক সরকার।” ভাড়া বৃদ্ধির দাবিতে বুধবার মেট্রো চ্যানেলে প্রতীকি অনশনে বসেন বেসরকারি বাসমালিকেরা। পরিবহণমন্ত্রী অবশ্য তা নিয়ে ভাবতেই নারাজ।

দু’টি দুর্ঘটনা, মৃত দুই
দু’টি পৃথক দুর্ঘটনায় মৃত্যু হল দু’জনের। বুধবার হরিদেবপুরে লরিতে পিষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। কুমোরটুলির কাছে রবীন্দ্র সরণিতে টাটা ৪০৭ এবং ট্যাক্সির সংঘর্ষে মারা গিয়েছেন এক জন, আহত চার। পুলিশ জানায়, এ দিন সকালে হরিদেবপুরের বি এল শাহ রোডে শিবরাত্রি উপলক্ষে লরি থামিয়ে চাঁদা তুলছিলেন কিছু যুবক। একটি মাল-বোঝাই লরিকে তাঁরা থামাতে চেষ্টা করলে সেটি এক যুবককে পিষে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। মৃতের নাম মোহন রাজবংশী (২২)। ভিকি সিংহ নামে আর এক যুবকও জখম হন। উত্তেজিত জনতা লরিটি ভাঙচুর করে। লরিচালক গ্রেফতার হয়েছে। অন্য দিকে, রবীন্দ্র সরণির ঘটনায় মৃতের নাম উপেন্দ্র যাদব (২৭)। বাড়ি বেলঘরিয়ায়। দুর্ঘটনাগ্রস্ত ট্যাক্সিটি চালাচ্ছিলেন তিনি। টাটা ৪০৭-এর আরোহীরা আর জি কর-এ ভর্তি।

বন্দির দেহ উদ্ধার
প্রেসিডেন্সি কেন্দ্রীয় সংশোধনাগারে একটি পরিত্যক্ত টাওয়ারে বুধবার এক বিচারাধীন বন্দির ঝুলন্ত দেহ মিলল। মৃতের নাম মনোরঞ্জন সর্দার (২৬)। এক জেলকর্তা জানান, টাওয়ারটির আশপাশে নজরদারি কম। তাই এমন ঘটল। পুলিশের অনুমান, এটি আত্মহত্যা। জেল সূত্রে খবর, ২০১৩-র অক্টোবরে মাদক আইনে অভিযুক্ত মনোরঞ্জন জেলে আসে। রাজ্য পুলিশের এডিজি (কারা) অধীর শর্মা বলেন, “মাদক আইনে বিচারাধীন বন্দিদের বিচার হতে বহু সময় লাগে। ফলে বন্দিরা মানসিক অবসাদে ভোগেন। এ ক্ষেত্রেও তেমনটা ঘটেছে কি না দেখছি।”

‘প্রতারক’ ধৃত
লালবাজারের গোয়েন্দা পরিচয়ে প্রতারণার অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার হল। মঙ্গলবার, শ্যামপুকুর থানা এলাকায়। ধৃতের নাম গণেশ সাঁতরা। পুলিশ জানায়, ওই ব্যক্তি পুলিশ পরিচয়ে পথচলতি মানুষের কাছ থেকে টাকা আদায় করছিল। তল্লাশি করে অভিযুক্তের কাছ থেকে পুলিশের একটি জাল পরিচয়পত্র ও কিছু জাল নথি মিলেছে। বুধবার ব্যাঙ্কশাল কোর্টে অভিযুক্তের পুলিশ হেফাজত হয়েছে।

রাসায়নিক আটক
শহরের দু’প্রান্তে বুধবার ১৫০০ লিটার বেআইনি রাসায়নিক বাজেয়াপ্ত হল। বিনা লাইসেন্সে তা বিক্রির অভিযোগে পাঁচ জন ধরা পড়েছে। আবগারি দফতর জানায়, বাজেয়াপ্ত রাসায়নিকের মধ্যে মিথানল ও ইথানল আছে। এগুলি জাল মদ তৈরিতে লাগে। এ দিন ক্যানিং স্ট্রিটের মেহতা বিল্ডিংয়ে ও হাইড রোডের এক গুদামে হানা দেওয়া হয়।

ধৃত ছিনতাইবাজ
এক ইঞ্জিনিয়ারিং ছাত্রের দু’টি সোনার হার ও টাকা ছিনতাইয়ের অভিযোগে মঙ্গলবার কালীঘাট চত্বর থেকে এক ব্যক্তি গ্রেফতার হল। ধৃতের নাম রাজেন্দ্রপ্রসাদ মাহাতো। পুলিশ জানায়, হার ও কিছু টাকা উদ্ধার হয়েছে। ধৃতের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.