মার্টেস্যাকারের চিন্তায় ধ্বংস, নস্ট্যালজিয়ায় ডুবে পোডলস্কি
আর্সেনালের ঘরে আজ জার্মান গৃহযুদ্ধ

১৮ ফেব্রুয়ারি
ফ্ল্যাশব্যাকে এক বছর পিছিয়ে গেলে দেখা যাবে, জুপ হেইনকেসের বায়ার্ন মিউনিখ এমিরেটস স্টেডিয়ামে নাস্তানাবুদ করে ছেড়েছিল আর্সেনালকে। হারিয়েছিল ৩-১। বুধবার চ্যাম্পিয়ন্স লিগে আবার সেই ‘রিম্যাচ।’ চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম পর্বে ফের এমিরেটস স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্সেনাল ও বায়ার্ন মিউনিখ।
ম্যাচের আগেই গৃহযুদ্ধের আভাস। ম্যাচটা যে জার্মানি বনাম জার্মানি! বায়ার্নের ফিলিপ লাম, টমাস মুলার, বাস্তিয়ান সোয়ানস্টাইগার বনাম আর্সেনালের মেসুট ওজিল, পার মার্টেস্যাকার ও লুকাস পোডলস্কি। যাঁরা জার্মানি জার্সি গায়ে সতীর্থ, তাঁরাই বুধবার নব্বই মিনিটের জন্য একে অন্যের চূড়ান্ত শত্রু। আর্সেনাল রক্ষণের মধ্যমণি মার্টেস্যাকার। বায়ার্ন তারকা লাম, মুলারদের সঙ্গে ঘনিষ্ঠতা থাকলেও মার্টেস্যাকার সাফ জানিয়ে দিলেন, “আমি ভাল করে চিনি ওদের ফুটবলারদের। কিন্তু আমার চিন্তা এখন ওদের আক্রমণ ভাঙা।”

ওজিলের সঙ্গে ওয়েঙ্গার।
হ্যানওভার ও ওয়ের্ডার ব্রেমেনের প্রাক্তন ডিফেন্ডার মার্টেস্যাকার নিজের কেরিয়ারে বহু বার খেলেছেন বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে। কিন্তু তাঁর বিশ্বাস, এ বারের বায়ার্ন দলই সবচেয়ে শক্তিশালী। বলছেন, “আমাদের দুটো নিখুঁত ম্যাচ খেলতে হবে কোয়ার্টার ফাইনালে উঠতে হলে।”
পাশাপাশি আবার ‘নস্ট্যালজিক’ হয়ে পড়ছেন পোডলস্কি। আর্সেনাল তারকার মতে, ভাগ্যের ফেরে এই ম্যাচে হয়তো তিনি বিপক্ষ দলে খেলতে পারতেন। “আমি তাড়াহুড়ো করে বায়ার্ন ছেড়ে দিয়েছিলাম। আমার সময়ও যদি জুপ হেইনকেসই কোচ হতেন, তা হলে আজও আমি বায়ার্নে খেলতাম।” বায়ার্ন সম্পর্কে আবার আর্সেনালের ‘পোস্টার বয়’ মেসুট ওজিল আগেই বলেছিলেন, “সরকারি ভাবে বায়ার্ন ফুটবলবিশ্বের সবচেয়ে শক্তিশালি দল। কিন্তু আমাদের দলেও প্রতিভার অভাব নেই।”
বায়ার্নের সঙ্গে ‘হাইভোল্টেজ’ ম্যাচে আর্সেনাল দলে ফিরতে চলেছেন সান্তি কাজোরলা, জ্যাক উইলশেয়ার, কিয়েরান গিবস। কিন্তু কার্ড সমস্যায় ম্যাচে খেলতে পারবেন না মিকেল আর্টেটা। অ্যারন র্যামসিও অনিশ্চিত। আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার যদিও আত্মবিশ্বাসী মেজাজে বলে দিচ্ছেন, “আমরা উদ্বুদ্ধ হয়ে আছি ম্যাচটা জিততে। কাল মাঠেই দেখা যাবে আসল নায়ক কারা।”

পেপ কি আর্সেনাল-ধ্বংসের ছকে মগ্ন? স্ট্র্যাটেজি সাজাচ্ছে দুই শিবির।
বায়ার্ন মিউনিখের সবচেয়ে বড় ধাক্কা হতে চলেছে দলের ফরাসি উইঙ্গার ফ্র্যাঙ্ক রিবেরির না থাকা। অস্ত্রোপচারের পরে ক্লাবের তরফ থেকে সরকারি ভাবে জানানো হয় যে, বুধবারের ম্যাচে রিবেরি খেলতে পারবেন না। রিবেরি ছাড়াও আর্সেনাল ম্যাচে খেলতে পারবেন না তরুণ তারকা জের্ড্যান শাকিরি। চলতি মরসুমের বুন্দেশলিগায় বায়ার্ন অপরাজিত থাকলেও, আর্সেনালকে কোনও মতেই হাল্কা ভাবে নিচ্ছেন না বায়ার্ন কোচ পেপ গুয়ার্দিওলা। বলেন, “শেষ ষোলোয় আমরাই সবচেয়ে কঠিন দলের বিরুদ্ধে খেলতে চলেছি। কিন্তু আমি আর্সেনাল দলটাকে ভাল করেই চিনি।’’
কথায় আছে, এক জায়গায় দু’বার বজ্রপাত হয় না। বায়ার্ন কি পারবে প্রবাদটা পাল্টাতে? উত্তরের জন্য অপেক্ষা আর কয়েক ঘণ্টার।

গুয়ার্দিওলা বনাম ওয়েঙ্গার
মুখোমুখি - ৪
• ইংল্যান্ডে দু’বার জিতেছে বায়ার্ন। বনাম ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (২০০১), বনাম আর্সেনাল (২০১৩)।
• টুর্নামেন্টের ইতিহাসে বায়ার্নের বিরুদ্ধে ৬ ম্যাচের মধ্যে আর্সেনাল জিতেছে ২ বার।
• গত মরসুমের শেষ ষোলোয় মুখোমুখি হয় দুই দল। দু’পর্ব মিলিয়ে ৩-৩ হলেও অ্যাওয়ে গোলের বিচারে বায়ার্ন কোয়ার্টার ফাইনালে পৌঁছোয়।
• চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে মোট দশ বার ফাইনালে উঠেছে বায়ার্ন। পাশাপাশি আর্সেনাল উঠেছে এক বার।

ছবি: এএফপি ও রয়টার্স।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.