টুকরো খবর
শুমাখারের রিপোর্ট
মিশায়েল শুমাখারের দুর্ঘটনা নিয়ে তদন্ত রিপোর্ট পেশ করলেন ফরাসি তদন্তকারীরা। রিপোর্টে বলা হয়েছে, মেরিবেলে পাহাড়ে স্কি করার সময় দুর্ঘটনার পিছনে কোনও ষড়যন্ত্র, সরঞ্জামের ত্রুটি বা ফ্রান্সের স্কি-নিয়ম ভাঙার কোনও চিহ্ন তাঁরা পাননি। যা হয়েছে, শুধুমাত্র দুর্ভাগ্যজনক একটা দুর্ঘটনা। সহজ স্কি-রুটের বাইরে অফ-পিস্টে এলাকায় নিয়ম মেনেই স্কি করতে গিয়ে যা ঘটেছে। তবে সরকারি ভাবে কিছু না বললেও, শুমাখারের মস্তিষ্কে গুরুতর আঘাতের পিছনে তাঁর হেলমেটে বসানো ক্যামেরাই মূল কারণ বলে তদন্তকারীরা মোটামুটি নিশ্চিত। তাঁরা জানিয়েছেন, পড়ে গিয়ে পাথরে মাথা ঠোকার সময় ক্যামেরাটি শুমাখারের মাথায় হাতুড়ির মতো আঘাত করেছিল। তাতেই খুব সম্ভবত হেলমেট ফেটে যায়।

নতুন ইনিংস

ইউনাইটেড অনুশীলনে টিডি সুব্রত। ছবি: উৎপল সরকার।
সোমবার সকালে সল্টলেক সেন্ট্রাল পার্কে ইউনাইটেডের হয়ে নতুন কোচিং ইনিংস শুরু করলেন দেশের অন্যতম সফল ক্লাব কোচ সুব্রত ভট্টাচার্য। বেলো, এরিক, লালকমলদের অনুশীলনে দেখে ভাল লেগেছে সুব্রতর। বললেন, “টিমটা ছন্দে আছে। তবে মাঠের বাইরে নানা সমস্যা আছে। তাও চেষ্টা করতে হবে লিগ টেবিলের যতটা ওপরে থাকা যায়।” মুম্বই এফসির বিরুদ্ধে বুধবার এ দফায় অভিষেক হবে সুব্রতর ইউনাইটেডের। র্যান্টি মার্টিন্সের বদলে জর্জ টেলিগ্রাফ থেকে লিয়েনে আদেকুনলে ওয়াহিদকে নিয়েছে ইউনাইটেড। যাঁকে দেখে সুব্রতর মন্তব্য, “অনুশীলনে দেখে ভাল লাগল। আশা করছি এরিকের সঙ্গে ওর জুটি কার্যকর হবে।”

ইব্রার ইচ্ছে
পাঁচটা ক্লাবের হয়ে খেললেও চ্যাম্পিয়ন্স লিগ অধরাই জ্লাটান ইব্রাহিমোভিচের। প্যারিস সাঁ জাঁ-র হয়ে তাই এ বার স্বপ্নপূরণ করতে মরিয়া সুইডিশ মহাতারকা। মঙ্গলবার বেয়ার লেভারকুসেনের বিরুদ্ধে শেষ ষোলোর যুদ্ধ ইব্রার ক্লাবের। তাঁর আগে ইব্রা বলছেন, “এ বার কোয়ার্টার ফাইনালের বেশি যেতে পারলে আমাদের কাছে বিরাট ব্যপার হবে। গত দু’বছর ট্রফি জয়ের পরিকল্পনাটা চলছে।” ঘরোয়া ম্যাচে গত সাত ম্যাচে পাঁচ বার হারলেও ঘরের মাঠে ছ’বার মুখোমুখি লড়াইয়ে চার বারই প্যারিস সাঁ জাঁ-র বিরুদ্ধে জেতার রেকর্ড তাতাচ্ছে লেভারকুসেনকে।

মূলপর্বে কালীঘাট
হোসে ব্যারেটোর ভবানীপুরের পর আই লিগের দ্বিতীয় ডিভিশনের মূলপর্বে উঠল আর একটি বাংলার দল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাদার ক্লাব কালীঘাট মিলন সংঘ। সোমবার ধানবাদে কালীঘাট ২-১ গোলে হারিয়ে দেয় গ্রিন ভ্যালিকে। কালীঘাটের হয়ে গোল করেন জেমস আর জোদিনলিয়ানা। গ্রিনভ্যালির হয়ে ম্যাচের শেষ মূহূর্তে সমতা ফেরান স্ট্যানলি স্যাপ্রিয়ান। কালীঘাট ছাড়াও শিলিগুড়ির মূলপর্বে যে দলগুলি খেলব তারা হল, রয়্যাল ওয়াহিংডো, ভবানীপুর, হিন্দুস্থান ক্লাব ও ইউনাইটেড সিকিম।

ফিরলেন মর্কেল
টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার টিমে ফিরলেন অলরাউন্ডার অ্যালবি মর্কেল। ক্যাপ্টেন ফাফ দু’প্লেসির টিমে রাখা হয়েছে ঘরোয়া ক্রিকেটে দুরন্ত ফর্মে থাকা ফাস্ট বোলার বিউরান হেনড্রিকসকেও। টিমে রয়েছেন এবি ডে’ভিলিয়ার্স, জাঁ পল দুমিনিরাও। আগামী মাসে বাংলাদেশে টি-টোয়েন্টি বিশ্বকাপের টিম ঘোষণা করল শ্রীলঙ্কাও। টিমের ক্যাপ্টেন দীনেশ চান্দিমল। প্রায় একই টিম ধরে রাখা হয়েছে শ্রীলঙ্কায়। চোট না সারায় রঙ্গনা হেরাথের পরিবর্ত হিসেবে টিমে এসেছেন অলরাউন্ডার চতুরঙ্গ ডিসিলভা।

আফগানদের কাছে হারল অস্ট্রেলিয়া
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারিয়ে অঘটন আফগানিস্তানের। ৩৬ রানে হারল অজিরা। প্রথমে ব্যাট করে মহম্মদ মুজতবা (৭৫), ইসানুল্লা (৬৩) ও হাশমাতুল্লা সইদির (৫৭) ব্যাটিংয়ের জোরে ২৫৩ রান তোলে আফগানিস্তান। জবাবে ব্যাট করতে নেমে আবদুল্লা আদিল (৪-৪৫) আর শরাফুদ্দিন আশরফের (৩-৫৫) দাপটে ২১৭ রানে শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। বাংলাদেশের কাছে হারের পর টুর্নামেন্টে এটাই প্রথম জয় আফগানদের।

জাতীয় হকি লখনউয়ে
এ বারের পুরুষদের জাতীয় হকি ২৭ ফেব্রুয়ারি থেকে ২৩ মার্চ লখনউয়ে। ধ্যানচাঁদ স্টেডিয়ামে এই প্রতিযোগিতায় মোট ৪২টি টিম অংশ নেবে। দু’পর্যায়ে হবে টুর্নামেন্ট।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.