কৃষিমেলা জগৎবল্লভপুরে
নিজস্ব সংবাদদাতা • জগৎবল্লভপুর |
রাজ্য কৃষি বিভাগের উদ্যোগে এবং ব্লক প্রশাসনের ব্যবস্থাপনায় তিন দিনব্যাপী মাটি, কৃষি, উদ্যান, মৎস্য ও প্রাণী সম্পদ মেলা হয়ে গেল জগৎবল্লভপুরে। মুন্সিরহাটে ব্রাহ্মণপাড়া চিন্তামনি ইনস্টিটিউশন প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মহম্মদ ইব্রাহিম। মেলার প্রতিদিনের অনুষ্ঠানে ছিল কৃতী কৃষক নির্ণয় পরীক্ষা, মহিলাদের রন্ধন প্রতিযোগিতা, কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ ইত্যাদি বিষয়ে আলোচনা। মেলার ১৫টি স্টলে ছিল কৃষি দফতর, মৎস্য দফতর, স্বনির্ভর গোষ্ঠী এবং কৃষি বিজ্ঞান বিষয়ে প্রদর্শনী। কৃষকদের কৃষির যন্ত্রপাতি প্রদান ছাড়াও মুরগির বাচ্চা ও মৎস্যজীবীদের মৎস্যচারা বিতরণ হয়। |
মহকুমা ক্রীড়া সংস্থার বার্ষিক প্রতিযোগিতা |
প্রতিযোগিতার একটি মুহূর্ত। নিজস্ব চিত্র। |
শ্রীরামপুর মহকুমা ক্রীড়া সংস্থার ৬৬ তম বার্ষিক প্রতিযোগিতা সম্প্রতি অনুষ্ঠিত হল। শ্রীরামপুর স্টেডিয়ামে আয়োজিত ওই প্রতিযোগিতার সূচনা করেন বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রাক্তন সম্পাদক ও রাজ্য অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনের সহ সভাপতি কমলেশ চট্টোপাধ্যায়। সংগঠকেরা জানান, মহকুমা ক্রীড়া সংস্থার অন্তর্ভুক্ত ৩৯টি ক্লাবের চারশো জন এবং রাজ্য অ্যামেচার অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনের ৯টি দলের ৯৭ জন প্রতিযোগী যোগদান করেন। ১০০ মিটার দৌড়, ২০০ মিটার দৌড়, রিলে রেস, হাই জাম্প, লং জাম্প, শর্টপাট-সহ নানা ইভেন্ট হয়। দলগত চ্যাম্পিয়ন হয় শ্রীরামপুর স্পোর্টিং ক্লাব। রানার্স মাহেশ জগন্নাথ স্পোর্টিং ক্লাব। ছেলেদের বিভাগে ব্যক্তিগত চ্যাম্পিয়ন শ্রীরামপুর স্পোর্টিংয়ের অ্যাথলিট অরিন চৌধুরী। ওই ক্লাবের পূজা কোলে এবং জগন্নাথ স্পোর্টিংয়ের শিবানী ভূমিজ ও মনিষা মণ্ডল মেয়েদের বিভাগে সেরা হন। |
হাওড়া জেলায় স্কুল বাস্কেটবল |
হাওড়া জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত আন্তঃ বিদ্যালয় প্ল্যাটিনাম কাপ বাস্কেটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল সেন্ট জন হাইস্কুল। সম্প্রতি টানটান উত্তেজনাময় ফাইনালে তারা সেন্ট অ্যালোয়সিয়াস স্কুলকে ৩৬-৩৫ পয়েন্টের ব্যবধানে হারিয়ে দেয়। প্রতিযোগিতার খেলাগুলি হয় মধ্য হাওড়ার ডুমুরজলার বাস্কেটবল কোর্টে। আয়োজক সংস্থার কার্যকরী সভাপতি দেবাশিস বন্দ্যোপাধ্যায় বলেন, “প্রতিযোগিতায় এই জেলার মোট ৬টি ইংরেজি মাধ্যম স্কুলের পড়ুয়ারা যোগ দিয়েছিল।” |
আরজি পার্টিকে টর্চ, লাঠি প্রদান |
টর্চ-লাঠি বিলি। —নিজস্ব চিত্র। |
হাওড়া জেলা (গ্রামীণ) আর জি পার্টির সম্মেলন হয়ে গেল জগৎবল্লভপুরের পোলগুস্তিয়া মল্লিকবাড়িতে। ১১টি থানা এলাকার আর জি পার্টির ৬০০ জন প্রতিনিধি যোগ দেন। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুখেন্দু হিরা। উলুবেড়িয়ার এসডিপিও শ্যামল সামন্ত। |
সম্প্রতি গোঘাটের কানাইপুরের সারদাময়ী বালিকা বিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠান হয়ে গেল। উদ্বোধন করেন কামারপুকুর মঠ ও মিশনের সন্ন্যাসী স্বামী ভক্তিপ্রিয়ানন্দ। অনুষ্ঠানের মধ্যে ছিল ছাত্রীদের নাটক, গান, আবৃত্তি ইত্যাদি। খেলাধুলো এবং পঠনপাঠনে কৃতীদের পুরস্কৃত করা হয়। |