মার্কিন মুলুকে স্থায়ী আস্তানা গড়তে ইচ্ছুক ভারতীয়দের কাছ থেকে লগ্নি টানতে এ বার নতুন উদ্যমে প্রচার চালাবে আমেরিকা। আমেরিকার মাটি থেকে নয়, একেবারে ভারতে এসে, মুম্বই, দিল্লি, বেঙ্গালুরুর মতো শহরে ৭-১১ এপ্রিল রোডশো মারফত প্রচার চালানো হবে। সে ক্ষেত্রে নিশানায় সেই সমস্ত ভারতীয়ই আছেন, যাঁরা আমেরিকায় বসবাসের পরিকল্পনা করছেন এবং উৎপাদন শিল্প, স্বাস্থ্য, ওষুধ, জৈবপ্রযুক্তি, বিদ্যুৎ-সহ বিভিন্ন প্রকল্পে অন্তত ৫ লক্ষ ডলার ঢালার ক্ষমতা রাখেন। আমেরিকার লক্ষ্য প্রায় ১২০ জন বিনিয়োগকারী। অভিবাসীদের লগ্নি টানার বিশেষ প্রকল্প ‘ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস ইবি-৫’-র আওতায় রাখা হয়েছে বিষয়টিকে। পাঁচ বছরের এই প্রকল্পে সরল সুদ মিলবে বার্ষিক ০.৫ থেকে ২%। সে দেশের স্থায়ী বাসিন্দা হওয়ার জন্য প্রয়োজনীয় গ্রিন কার্ড ওই লগ্নিকারী ছাড়া তাঁর স্বামী/স্ত্রী ও ২১ বছর পর্যন্ত অবিবাহিত সন্তানদেরও দেওয়া হয়।
|
অ্যান্ড্রয়েড ও আই ফোন ব্যবহারকারীদের জন্য ব্ল্যাকবেরি তাদের মেসেঞ্জার (বিবিএম) অ্যাপটির উন্নত সংস্করণ আনল। সংস্থা জানিয়েছে, তাদের ‘বিবিএম ভয়েস’ অ্যাপটির মাধ্যমে এক জন গ্রাহক অন্য এক বিবিএম অ্যাপ ব্যবহারকারীকে নিখরচায় ফোন করতে পারবেন। ‘বিবিএম চ্যানেল’-এর সাহায্যে চ্যাট-ও করা যাবে। এ জন্য ফোন বা এসএমএসের খরচ দিতে হবে না। শুধুমাত্র ওয়াই ফাই বা ইন্টারনেটের খরচ দিলেই হবে।
|
বাজারে নতুন চকোলেট ক্রিম বিস্কুট আনল ইয়োর্স ফুড। কাফে ক্রিম বিস্কুটটি মিলবে ১০০ গ্রামের প্যাকে। দাম ২০ টাকা। এ ছাড়াও ব্যবসা বাড়াতে ডানকুনি ও শিলিগুড়িতে নতুন কারখানা খোলার কথাও জানিয়েছে সংস্থা। |